বিজ্ঞপ্তি

আপনার AdSense পৃষ্ঠা দেখতে ভুলবেন না। AdSense ব্যবহার করে সফল হওয়ার জন্য আপনার অ্যাকাউন্ট সংক্রান্ত পছন্দমতো তথ্য এখানে পেতে পারেন।

পেমেন্ট

মার্কিন যুক্তরাষ্ট্রে আপনার ট্যাক্সের তথ্য Google-এ জমা দেওয়া

আপনার লোকেশন অনুযায়ী Google-কে আপনার কিছু ট্যাক্স সম্পর্কিত তথ্য সংগ্রহ করতে হতে পারে। আপনাকে যদি ট্যাক্স সংক্রান্ত তথ্য Google-কে দিতে হয় তাহলে আপনি তা AdSense অ্যাকাউন্টে গিয়েই করতে পারেন। সব প্রকাশককে ট্যাক্স সংক্রান্ত তথ্য দিতে হয় না।

মনে রাখবেন: ট্যাক্স সংক্রান্ত তথ্য যে মাসে জমা দেবেন সেই মাসেই পেমেন্ট পেতে হলে, আপনাকে সেই মাসের ২০ তারিখের আগেই ট্যাক্স সম্পর্কিত তথ্য জমা দিতে হবে।

কীভাবে ট্যাক্স সংক্রান্ত তথ্য জমা দেবেন

  1. AdSense অ্যাকাউন্টে সাইন-ইন করুন।
  2. পেমেন্ট এবং তারপর পেমেন্ট সংক্রান্ত তথ্য বিকল্পে ক্লিক করুন।
  3. সেটিংস ম্যানেজ করুন বিকল্পে ক্লিক করুন।
  4. স্ক্রল করে "পেমেন্ট প্রোফাইল" বিকল্পে যান এবং "মার্কিন যুক্তরাষ্ট্রের ট্যাক্স সংক্রান্ত তথ্য" বিকল্পের পাশে 'এডিট করুন' সম্পাদনা আইকনে ক্লিক করুন।
  5. ট্যাক্স সংক্রান্ত তথ্য ম্যানেজ করুন বিকল্পে ক্লিক করুন।
  6. এই পৃষ্ঠায় আপনি একটি গাইড দেখতে পাবেন যা আপনার ট্যাক্স সংক্রান্ত অবস্থার জন্য উপযুক্ত ফর্ম বেছে নিতে সাহায্য করবে।
    পরামর্শ: ট্যাক্স সংক্রান্ত তথ্য জমা দেওয়ার পরে, আপনার পেমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে এমন ট্যাক্স উইথহোল্ডিং রেট দেখার জন্য আপনার পেমেন্ট প্রোফাইলের "মার্কিন যুক্তরাষ্ট্রের ট্যাক্স সংক্রান্ত তথ্য" বিভাগ চেক করতে উপরে দেওয়া নির্দেশাবলী অনুসরণ করুন।

    এছাড়াও, আপনার ব্যক্তিগত বা ব্যবসা সংক্রান্ত কোনও তথ্যের পরিবর্তন হলে আপনি তা এডিট করতে পারবেন। আপনি যদি ঠিকানা পরিবর্তন করে থাকেন তাহলে দুটি বিভাগেই একই স্থায়ী ঠিকানা দিয়েছেন কিনা দেখে নিন: "বসবাসের স্থায়ী ঠিকানা" এবং "আইনি ঠিকানা"। এটি করলে আপনার বছর শেষের ট্যাক্স ফর্ম (যেমন, 1099-MISC, 1099-K, 1042-S) সঠিক লোকেশনে পৌঁছে দেওয়া হবে। আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে থাকলে, আপডেট করা আইনি ঠিকানা সহ W-9 ফর্ম আপনাকে আবার জমা দিতে হবে

মনে রাখবেন: আপনি যদি AdSense ব্যবহার করে YouTube মনিটাইজ করে থাকেন, সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রে হওয়া আপনার উপার্জনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের ট্যাক্স সংক্রান্ত প্রয়োজনীয় বিষয় সম্পর্কে বুঝে নিতে, YouTube থেকে হওয়া উপার্জনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের ট্যাক্স সংক্রান্ত প্রয়োজনীয় বিষয় পৃষ্ঠা দেখুন।

আপনার নাম পরিবর্তন করা

পেমেন্ট প্রোফাইল-এ দেওয়া আপনার নাম আপনার ট্যাক্স ফর্মের সাথে লিঙ্ক করা নেই। আপনার যদি নাম পরিবর্তন হয়ে থাকে, তাহলে আপনাকে পেমেন্ট প্রোফাইলের তথ্যের সাথে সাথে নিজের ট্যাক্স সংক্রান্ত তথ্যও আপডেট করতে হবে।

পেমেন্ট টাইমলাইন

আপনার ট্যাক্স সংক্রান্ত তথ্য জমা না দেওয়ার কারণে যদি আপনার পেমেন্ট হোল্ডে রাখা হয় এবং আপনি যদি আপনার ট্যাক্স সংক্রান্ত তথ্য মাসের ২০ তারিখের পরে জমা করেন, তাহলে আপনি সেই মাসের পেমেন্ট চক্রে পেমেন্ট পাবেন না। আপনার ট্যাক্স সংক্রান্ত তথ্য যদি ২০ তারিখের পরে জমা করা হয় তাহলে আপনার উপার্জন পরের মাসের সাথে যোগ করে দেওয়া হবে এবং পরের পেমেন্ট সাইকেলে আপনাকে পেমেন্ট ইস্যু করা হবে।

পেমেন্ট থ্রেশহোল্ড পূরণ হলে এবং ২০ তারিখের মধ্যে সমস্ত হোল্ড সরিয়ে দেওয়া হলে, আমাদের পেমেন্ট টাইমলাইন অনুসারে মাসিক পেমেন্ট ২১ তারিখ থেকে ২৬ তারিখের মধ্যে ইস্যু করা হয়।

পরামর্শ: আমরা সকল প্রকাশককে তাদের ট্যাক্স সংক্রান্ত তথ্যের নির্ভুলতা নিয়মিত যাচাই করার সাজেশন দিই। প্রকাশকদের ট্যাক্স সংক্রান্ত তথ্য নিশ্চিত করা বা আপডেট করার দায় Google-এর নয়। মার্কিন যুক্তরাষ্ট্রের ট্যাক্স সংক্রান্ত আবশ্যকতার ব্যাপারে নির্দিষ্ট তথ্যের জন্য, IRS ওয়েবসাইট দেখুন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
true
আপনার AdSense পৃষ্ঠা

নিয়ে আসা হল AdSense পৃষ্ঠা: এমন একটি নতুন রিসোর্স যেখানে AdSense সঠিকভাবে ব্যবহার করার ব্যাপারে আপনার অ্যাকাউন্ট সম্পর্কিত পছন্দসই তথ্য ও বিভিন্ন নতুন সুযোগ পাবেন।

Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
2563871336510240654
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
157
false
false