বিজ্ঞপ্তি

আপনার AdSense পৃষ্ঠা দেখতে ভুলবেন না। AdSense ব্যবহার করে সফল হওয়ার জন্য আপনার অ্যাকাউন্ট সংক্রান্ত পছন্দমতো তথ্য এখানে পেতে পারেন।

সাইট অ্যাক্সেস

AdSense ক্রলার সম্পর্কিত সমস্যার সমাধান

আপনার সাইটটি পুরোপুরি ক্রল করা গেলে আপনি কন্টেন্ট থেকে আরও বেশি উপার্জন করতে পারবেন। AdSense বিজ্ঞাপন ক্রলার আপনার কন্টেন্ট অ্যাক্সেস করতে না পারলে, নিচের 'ক্রলার সংক্রান্ত সমস্যার তালিকা' দেখে সমস্যার সমাধান করুন।

সরাসরি যান: অ্যাক্সেস সম্পর্কিত সমস্যা | সাইট সম্পর্কিত সমস্যা | হোস্টিং সম্পর্কিত সমস্যা

অ্যাক্সেস সংক্রান্ত সমস্যার আইকন। অ্যাক্সেস সম্পর্কিত সমস্যা

সম্ভাব্য কারণdo this কী চেক করতে হবেdo this কীভাবে ঠিক করবেন
আপনার সাইট দেখতে লগ-ইন করুন।

বিজ্ঞাপন ক্রলার যদি লগ-ইন পৃষ্ঠায় রিডাইরেক্ট হন তাহলে বুঝতে হবে তারা আপনার কন্টেন্ট ক্রল করতে পারছেন না।

আপনার কন্টেন্ট অ্যাক্সেস করতে ভিজিটরদের লগ-ইনের বিবরণ জানা কি দরকার? লগ-ইন করে দেখতে হবে এমন পৃষ্ঠায় বিজ্ঞাপন দেখাতে ক্রলারের লগ-ইন সেট-আপ করুন।
আপনার কন্টেন্ট কোনও সীমাবদ্ধ নেটওয়ার্ক বা আইপি রেঞ্জের আওতায় আছে। আপনার কন্টেন্ট অ্যাক্সেস করতে পারে এমন কোনও অঞ্চল বা আইপি রেঞ্জের ক্ষেত্রে আপনি কি নিষেধাজ্ঞা প্রয়োগ করেছেন? আপনার কন্টেন্ট থেকে এইসব নিষেধাজ্ঞা সরানো বা কন্টেন্টটি সর্বজনীন করার কথা ভেবে দেখতে পারেন যাতে বিজ্ঞাপন ক্রলার আপনার ইউআরএলে ক্রল করতে পারেন।
robots.txt ফাইলের ক্ষেত্রে আপনি বিজ্ঞাপন ক্রল করার বিকল্প ব্লক করে রেখেছেন। আপনার robots.txt ফাইলে কি বিজ্ঞাপন ক্রলার কে অনুমতি দেওয়া নেই? আপনার robots.txt ফাইলে বিজ্ঞাপন ক্রলার কে অ্যাক্সেস দিন

সাইটে হওয়া সমস্যাগুলি

সম্ভাব্য কারণdo this কী চেক করতে হবেdo this কীভাবে ঠিক করবেন

আপনার সাইটটি খুঁজে পাওয়া যাচ্ছে না।

যদি Google-এ পাঠানো ইউআরএল এমন কোনও পৃষ্ঠাকে বোঝায় যার কোনও অস্তিত্ব নেই (বা আগে থাকলেও এখন আর নেই) অথবা ফলাফলে হিসেবে 404 (খুঁজে পাওয়া যায়নি) সমস্যাকে বোঝায়, তাহলে বিজ্ঞাপন ক্রলার আপনার কন্টেন্টকে সফলভাবে ক্রল করতে পারবে না।

আপনার সাইট কি ঠিকভাবে চলছে? ভিজিটররা কি ওয়েবে আপনার সাইট অ্যাক্সেস করতে পারছে? আপনার সাইটটি প্রকাশ করা হয়েছে এবং সেটি ওয়েবে লাইভ কিনা ভাল করে দেখে নিন।

আপনার সাইটে নতুন প্রকাশিত কন্টেন্ট রয়েছে।

নতুন পৃষ্ঠা প্রকাশ করার সময় Google-এর ক্রলাররা আপনার কন্টেন্টে ক্রল করার আগেই হয়ত আপনি বিজ্ঞাপনের অনুরোধ করতে পারেন। অনেক নতুন কন্টেন্ট পোস্ট করেছে এরকম সাইটের উদাহরণ হল ব্যবহারকারীদের তৈরি করা কন্টেন্ট, খবরের আর্টিকেল, বড় সাইজের প্রোডাক্টের ইনভেন্টরি, আবহাওয়া সংক্রান্ত সাইট।

আপনি কি সম্প্রতি কোনও নতুন কন্টেন্ট প্রকাশ করেছেন?

আপনার নতুন কন্টেন্ট ক্রল করার জন্য বিজ্ঞাপন ক্রলারকে আর একটু বেশি সময় দিন।

নতুন ইউআরএলে বিজ্ঞাপনের অনুরোধ করবার পর সাধারণত কয়েক মিনিটের মধ্যেই কন্টেন্টটি ক্রল করা হয়। যদিও প্রথম কয়েক মিনিটে কন্টেন্টটি তখনও পর্যন্ত ক্রল করা হয়নি বলে আপনি কম বিজ্ঞাপন পেতে পারেন।

আপনার সাইট থেকে একাধিক ইউআরএলে রিডাইরেক্ট করা হয়।

আপনার সাইট থেকে অনেক বেশি রিডাইরেক্ট করা হলে বিজ্ঞাপন ক্রলের জন্য সমস্যা হতে পারে। যেমন, আপনার সাইট থেকে একাধিকবার রিডাইরেক্ট করা হলে এবং এর মাঝে কোনও রিডাইরেক্ট করার সময় তা কাজ না করলে বা গুরুত্বপূর্ণ প্যারামিটার যেমন রিডাইরেক্ট করার সময় কুকিজ বিচ্ছিন্ন হয়ে গেলে, ক্রল করার কোয়ালিটি খারাপ হয়ে যেতে পারে।

আপনার সাইট থেকে কি অনেক রিডাইরেক্ট করা হয়? যে পৃষ্ঠাগুলিতে আপনি বিজ্ঞাপন দেখান সেগুলিতে কি রিডাইরেক্টের বিকল্প সেট-আপ করে রেখেছেন?

বিজ্ঞাপনের কোড রয়েছে এমন পৃষ্ঠাগুলি থেকে রিডাইরেক্ট কম করতে পারেন। আপনার সাইট থেকে করা রিডাইরেক্টগুলি সঠিকভাবে কাজে করছে কিনা দেখে নিন।

আপনি নিজের মতো করে সেট করা পৃষ্ঠার ইউআরএল ব্যবহার করছেন।

কিছু সাইট তাদের ইউআরএলের ক্ষেত্রে কিছু অতিরিক্ত প্যারামিটার ব্যবহার করে যা লগ-ইন করা ব্যক্তিকে চিহ্নিত করে (যেমন, সেশন আইডি) বা এমন কোনও তথ্য যা প্রত্যেকবার ভিজিটে একেবারে নতুন থাকে। এরকম ক্ষেত্রে কন্টেন্ট একই থাকলে বিজ্ঞাপন ক্রলার গুলি ইউআরএলকে নতুন পৃষ্ঠা হিসেবে গণ্য করতে পারে। এর ফলে পৃষ্ঠাটিতে প্রথমে যে বিজ্ঞাপনের অনুরোধ আসছে এবং যখন পৃষ্ঠাটি ক্রল করা হচ্ছে তাতে কিছুটা দেরি হতে পারে, তার সাথে আপনার সার্ভারে ক্রল করার লোড বেড়ে যেতে পারে।

আপনার সাইট অতিরিক্ত প্যারামিটার যুক্ত ইউআরএল ব্যবহার করে নাকি ডাইনামিক ইউআরএল অ্যাড্রেস ব্যবহার করে? সাধারণভাবে যদি কোনও পৃষ্ঠার কন্টেন্টে কোনও পরিবর্তন না হয়ে থাকে তাহলে ইউআরএলে প্রয়োগ করা প্যারামিটারগুলি সরিয়ে অন্য উপায়ে সেই তথ্যকে রাখতে হবে। সহজ ইউআরএল থাকলে আপনার সাইট সহজে ক্রল করা যায়।

আপনি পোস্ট ডেটা ব্যবহার করছেন।

আপনার সাইটটি ইউআরএলের সাথে (যেমন কোনও পোস্ট করা অনুরোধের মাধ্যমে আসা ফর্ম ডেটা) পোস্ট করা ডেটা পাঠালে, হতে পারে যে সাইটটি এমন অনুরোধ বাতিল করছে যেগুলির সাথে পোস্ট করা ডেটা নেই। মনে রাখবেন, বিজ্ঞাপন ক্রলার কোনও পোস্ট করা ডেটা প্রদান করে না, ফলে এই ধরণের সেট-আপ ক্রলারকে পৃষ্ঠা অ্যাক্সেস করতে বাধা দিতে পারে।

আপনার সাইট কি ইউআরএল সহ পোস্ট করা ডেটা পাঠাতে পারে? ফর্মে ব্যবহারকারীর দেওয়া ইনপুটের মাধ্যমে যদি আপনার পৃষ্ঠার কন্টেন্ট ঠিক করা হয়ে থাকে তাহলে GET-এর মাধ্যমে অনুরোধ করে দেখুন।

হোস্টিং সম্পর্কিত সমস্যা

সম্ভাব্য কারণdo this কী চেক করতে হবেdo this কীভাবে ঠিক করবেন

আপনার সাইটের নেম সার্ভারে সমস্যা রয়েছে।

আপনার নেম সার্ভার কি সঠিকভাবে সেট-আপ করা হয়েছে? অনুরোধগুলি আসার ক্ষেত্রে কি কোন বিধিনিষেধ প্রয়োগ করেছেন? আপনার কন্টেন্টের নাম সহ সার্ভারের ডোমেন ও সাবডোমেনের সাথে বিজ্ঞাপন ক্রলার ঠিকভাবে যুক্ত আছে কিনা দেখে নিন।

আপনার সাইটের সার্ভারে সমস্যা রয়েছে।

কখনও কখনও বিজ্ঞাপন ক্রলার সাইটের কন্টেন্ট অ্যাক্সেস করতে চাইলে সাইটের সার্ভার কাজ করতে সময় নেয়। সার্ভার ডাউন থাকলে অথবা আস্তে চললে বা অতিরিক্ত অনুরোধ জমা হয়ে থাকলে এটি হতে পারে।

আপনার সাইটের সার্ভার ঠিকমতো চলছে কি? আমরা সাজেস্ট করছি আপনার সাইট যেন নির্ভরযোগ্য সার্ভার বা পরিষেবা প্রদানকারীর মাধ্যমে হোস্ট করা হয়।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
true
আপনার AdSense পৃষ্ঠা

নিয়ে আসা হল AdSense পৃষ্ঠা: এমন একটি নতুন রিসোর্স যেখানে AdSense সঠিকভাবে ব্যবহার করার ব্যাপারে আপনার অ্যাকাউন্ট সম্পর্কিত পছন্দসই তথ্য ও বিভিন্ন নতুন সুযোগ পাবেন।

Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
18052214917560774523
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
157
false
false