বিজ্ঞপ্তি

আপনার AdSense পৃষ্ঠা দেখতে ভুলবেন না। AdSense ব্যবহার করে সফল হওয়ার জন্য আপনার অ্যাকাউন্ট সংক্রান্ত পছন্দমতো তথ্য এখানে পেতে পারেন।

রিপোর্ট

সাইট রিপোর্ট সম্পর্কে

সাইট রিপোর্ট আপনার সাইট তালিকাতে সাইটের ব্যাপারে ডেটা দেখায়, যার মধ্যে পড়ে আনুমানিক উপার্জন, কতবার পৃষ্ঠা দেখা হয়েছে তার সংখ্যা ও আরও অনেক কিছু।

মনে রাখবেন: গত ৩ বছরের রিপোর্টিং ডেটা ব্যবহার করা হয় এবং YouTube ও AdMob

সাইট রিপোর্ট দেখুন

  • আপনার রিপোর্ট পৃষ্ঠাতে যান, তারপরে রিপোর্টের তালিকাতে সাইট বিভাগে ক্লিক করুন।

সাইটের সংখ্যা

  • আপনার অ্যাকাউন্ট যেদিন তৈরি হয়েছে, সেই দিন থেকে আজ পর্যন্ত অ্যাকাউন্টের সাথে যুক্ত সাইটের মোট সংখ্যা (চালু বা বন্ধ থাকা উভয় ধরনের সাইট) যদি ১ লাখের বেশি হয়, সেক্ষেত্রেও আপনি সাইট রিপোর্ট চালনা করতে পারবেন। যদিও আপনি রিপোর্ট তৈরি হওয়ার দিন থেকে তিন মাসের পুরনো ডেটাই শুধুমাত্র আপনি নিজের রিপোর্টে দেখতে পাবেন। তাছাড়া, আপনার অ্যাকাউন্টে প্রচুর পরিমাণে সাইট থাকার কারণে, আপনার পারফর্ম্যান্স ডেটাতে বর্তমান দিনের ডেটা দেখানো যাবে না এবং দেখানোর জন্য ডেটা আপডেট করতে সর্বাধিক ৪৮ ঘণ্টা পর্যন্ত সময় লাগতে পারে।
  • ইউজার ইন্টারফেসে দেখানো সাইটের সর্বাধিক সংখ্যা হল সেরা ৫ হাজার সাইট, আনুমানিক উপার্জনের ভিত্তিতে যাদের র‌্যাঙ্ক নির্ধারণ করা হয়।
  • আপনি সর্বাধিক সেরা ২০ হাজার সাইট একটি CSV ফাইল হিসেবে ডাউনলোড করতে পারেন, উপার্জনের ভিত্তিতে যাদের র‌্যাঙ্ক নির্ধারণ করা হবে।

ক্যাশে করা সাইট ও iframes থেকে পাওয়া ডেটা

আপনার ম্যানেজ না করা পৃষ্ঠা বা সাইট থেকেও আপনি ফলাফল দেখতে পেতে পারেন। এর মধ্যে পড়ে সঠিক নয় এমন iframe করা রিডাইরেক্ট, ইমেল ক্লায়েন্টে ফরওয়ার্ড করা ওয়েব পৃষ্ঠা, সেইসব সাইট যেগুলি তাদের নিজেদের ডোমেন থেকে ক্যাশে করা কন্টেন্ট পরিবেশন করে এবং একটি প্রকাশক থেকে অন্যটিতে একই স্টোরি ডুপ্লিকেট করে দেখানো। আরও জানুন কেন আপনার ম্যানেজ না করা সাইটগুলি রিপোর্টে দেখানো হতে পারে

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
true
আপনার AdSense পৃষ্ঠা

নিয়ে আসা হল AdSense পৃষ্ঠা: এমন একটি নতুন রিসোর্স যেখানে AdSense সঠিকভাবে ব্যবহার করার ব্যাপারে আপনার অ্যাকাউন্ট সম্পর্কিত পছন্দসই তথ্য ও বিভিন্ন নতুন সুযোগ পাবেন।

Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
11058356270206096764
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
157
false
false