বিজ্ঞপ্তি

আপনার AdSense পৃষ্ঠা দেখতে ভুলবেন না। AdSense ব্যবহার করে সফল হওয়ার জন্য আপনার অ্যাকাউন্ট সংক্রান্ত পছন্দমতো তথ্য এখানে পেতে পারেন।

সাইট অ্যাক্সেস

AdSense বিজ্ঞাপন ক্রলার প্রসঙ্গে

ক্রলার যা স্পাইডার বা বট হিসেবেও পরিচিত, Google এই সফ্টওয়্যার ব্যবহার করে ওয়েবপেজের কন্টেন্ট প্রসেস করে এবং ইন্ডেক্স করে। প্রাসঙ্গিক বিজ্ঞাপন দেখানোর জন্য সাইটে কী ধরনের কন্টেন্ট আছে তা নির্ধারণ করতে, Mediapartners-Google নামের AdSense ক্রলার আপনার সাইট ভিজিট করে।

AdSense ক্রলার সম্পর্কে জেনে রাখার মতো কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখানে দেওয়া হল:

  • ক্রলার রিপোর্ট প্রতি সপ্তাহে আপডেট করা হয়।

    ক্রল করার প্রসেসটি অটোমেটিক এবং আরও ঘন ঘন ক্রলিং করার অনুরোধ গ্রহণ করা আমাদের পক্ষে সম্ভব নয়।

  • AdSense ক্রলার ও Google ক্রলার দুটি আলাদা সফ্টওয়্যার।

    ক্রলার দুটি আলাদা, তবে এরা একটি ক্যাশে শেয়ার করে। উভয় ক্রলার যাতে একই পৃষ্ঠার অনুরোধ না করে সেই জন্য আমরা এটি করি এবং এর ফলে প্রকাশকদের ব্যান্ডউইথ খরচ কম হয়। একইভাবে, Search Console ক্রলারও আলাদা আলাদা হয়।

    মনে রাখবেন: এছাড়াও আপনি যখন AdSense-এ সাইট যোগ করেন, তখন আপনার সাইট যাচাই করতে Google-Display-Ads-Bot নামের একটি ক্রলারও AdSense ব্যবহার করে।
  • AdSense ক্রল সংক্রান্ত সমস্যার সমাধান করলে তা Google ক্রল সম্পর্কিত সমস্যার সমাধান করবে না।

    আপনার ক্রলার অ্যাক্সেস পৃষ্ঠায় তালিকাভুক্ত সমস্যার সমাধান করলে Google সার্চ ফলাফলে আপনার প্লেসমেন্টের উপর কোনও প্রভাব পড়ে না। Google-এ আপনার সাইটের র‍্যাঙ্কিংয়ের ব্যাপারে আরও জানতে, Google সার্চ ফলাফলে অন্তর্ভুক্ত হওয়া প্রসঙ্গে আমাদের এন্ট্রি পর্যালোচনা করুন।

  • URL অনুসারে ক্রলার ইন্ডেক্স।

    আমাদের ক্রলার site.com এবং www.site.com আলাদাভাবে অ্যাক্সেস করবে। তবে, আমাদের ক্রলার site.com এবং site.com/#anchor দুটি আলাদাভাবে গণনা করবে না।

  • robots.txt ফাইলের মাধ্যমে নিষিদ্ধ করা পৃষ্ঠা বা ডিরেক্টরি আমাদের ক্রলার অ্যাক্সেস করে না।

    Google, AdSense Mediapartners-Google এবং Google-Display-Ads-Bot ক্রলার আপনার robots.txt ফাইলকে ক্রল করে না। আপনার robot.txt ফাইল নির্দিষ্ট কোনও পৃষ্ঠা বা ডিরেক্টরির অ্যাক্সেস নিষিদ্ধ করলে, সেগুলি ক্রল করা হবে না।

    মনে রাখবেন: আপনি যদি এমন পৃষ্ঠায় বিজ্ঞাপন পরিবেশন করেন যেখানে User-agent: * লাইনের মাধ্যমে রোবটের অ্যাক্সেস নিষিদ্ধ করা হয়েছে, AdSense ক্রলার তারপরেও সেইসব পৃষ্ঠা ক্রল করবে। আপনার পৃষ্ঠায় AdSense ক্রলারের অ্যাক্সেস করা বন্ধ করতে, আপনার robots.txt ফাইলে নিম্নলিখিত বিষয়গুলি যোগ করতে হবে:

    User-agent: Mediapartners-Google

    User-agent: Google-Display-Ads-Bot

  • আমাদের ক্রলার শুধু সেইসব URL অ্যাক্সেস করার চেষ্টা করবে যেখানে আমাদের বিজ্ঞাপন ট্যাগ প্রয়োগ করা হয়েছে।

    শুধু এমন পৃষ্ঠাই আমাদের সিস্টেমে অনুরোধ জানাতে ও ক্রল করাতে পারবে যেখানে Google বিজ্ঞাপন দেখানো হচ্ছে।

  • আমাদের ক্রলার শুধু সেইসব পৃষ্ঠা অ্যাক্সেস করার চেষ্টা করবে যা রিডাইরেক্ট করে।

    আপনার যদি "আসল পৃষ্ঠা" থাকে যা অন্যান্য পৃষ্ঠায় রিডাইরেক্ট করে, সেক্ষেত্রে রিডাইরেক্ট হচ্ছে কিনা নির্ধারণ করার জন্য আমাদের ক্রলারকে সেই আসল পৃষ্ঠা অ্যাক্সেস করতে হবে। এর ফলে, আপনার অ্যাক্সেস লগে দেখতে পাবেন যে আমাদের ক্রলার 'আসল পৃষ্ঠা' ভিজিট করেছে।

  • ক্রলার কত ঘনঘন আপনার সাইটের কন্টেন্ট ইন্ডেক্স করবে তার উপর আমাদের কোনও নিয়ন্ত্রণ নেই।

    এই সময়ে, সাইট আবার ক্রল করার উপর আমাদের কোনও নিয়ন্ত্রণ নেই। ক্রলিং প্রসেস আমাদের বটের মাধ্যমে অটোমেটিক পরিচালিত হয়। আপনি কোনও পৃষ্ঠায় কিছু পরিবর্তন করলে, সেই পরিবর্তন আমাদের ইন্ডেক্সে প্রতিফলিত হতে ১ বা ২ সপ্তাহ পর্যন্ত লেগে যেতে পারে।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
true
আপনার AdSense পৃষ্ঠা

নিয়ে আসা হল AdSense পৃষ্ঠা: এমন একটি নতুন রিসোর্স যেখানে AdSense সঠিকভাবে ব্যবহার করার ব্যাপারে আপনার অ্যাকাউন্ট সম্পর্কিত পছন্দসই তথ্য ও বিভিন্ন নতুন সুযোগ পাবেন।

Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
4257205556811543926
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
157
false
false