বিজ্ঞপ্তি

আপনার AdSense পৃষ্ঠা দেখতে ভুলবেন না। AdSense ব্যবহার করে সফল হওয়ার জন্য আপনার অ্যাকাউন্ট সংক্রান্ত পছন্দমতো তথ্য এখানে পেতে পারেন।

AdSense-এর সাথে Google Analytics ব্যবহার করুন

যেসব কারণে আপনার AdSense অ্যাকাউন্ট Analytics-এর সাথে ইন্টিগ্রেট করবেন

AdSense অ্যাকাউন্ট Analytics-এর সাথে ইন্টিগ্রেট করলে আপনার বিজ্ঞাপন ও সাইটের ব্যাপারে অনেক নতুন তথ্য জানতে পারবেন। AdSense অ্যাকাউন্ট Analytics-এর সাথে ইন্টিগ্রেট করলে আপনার বিজ্ঞাপনের পারফর্ম্যান্স এবং ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করতে পারবেন।

  • কোন ট্রাফিক সোর্স, ভৌগোলিক অবস্থান, পেজ বা ব্রাউজার ব্যবহার করলে সবচেয়ে ভালো ও সবচেয়ে খারাপ মনিটাইজ করা ব্যবহারকারীরা আপনার সাইটে আসতে পারেন, তা শনাক্ত করে কন্টেন্ট অপ্টিমাইজ করুন।
  • আপনার ব্যবহারকারীরা কোন পৃষ্ঠায় বেশিক্ষণ সময় কাটান, কোন পৃষ্ঠা ছেড়ে চলে যান এবং সেই পৃষ্ঠা ছেড়ে তারা কোন পৃষ্ঠায় যান তা দেখুন এবং সেই অনুযায়ী ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করুন। কোন জিনিস আপনার ভিজিটরদের মনোযোগ সবচেয়ে বেশি আকর্ষণ করে তা বুঝতে পারলে, আপনি এমন জায়গায় বিজ্ঞাপন প্লেস করতে পারবেন যেখানে ব্যবহারকারীদের তা দেখার সম্ভাবনা সবচেয়ে বেশি।
  • ব্যবহারকারীদের আচরণগত বিভিন্ন বিষয় উপার্জনের উপর কী প্রভাব ফেলে তা বুঝে, সেই অনুযায়ী পরিবর্তন প্রয়োগ করে নিজের উপার্জন বাড়ান। এইসব আচরণের মধ্যে রয়েছে তারা কত ঘনঘন সাইটে আসেন এবং একটি সেশনে তারা কতগুলি পৃষ্ঠায় ভিজিট করেন (পেজ ডেফথ) ইত্যাদি।

Google Analytics-এ সামগ্রিকভাবে কী কী সুবিধা পাওয়া যায় সেই ব্যাপারে আরও জানুন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?

আরও সহায়তা প্রয়োজন?

দ্রুত আপনার সমস্যার সমাধান করার জন্য অতিরিক্ত সহায়তা পেতে সাইন-ইন করুন

true
আপনার AdSense পৃষ্ঠা

নিয়ে আসা হল AdSense পৃষ্ঠা: এমন একটি নতুন রিসোর্স যেখানে AdSense সঠিকভাবে ব্যবহার করার ব্যাপারে আপনার অ্যাকাউন্ট সম্পর্কিত পছন্দসই তথ্য ও বিভিন্ন নতুন সুযোগ পাবেন।

Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
7388168170529221052
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
157
false
false