বিজ্ঞপ্তি

আপনার AdSense পৃষ্ঠা দেখতে ভুলবেন না। AdSense ব্যবহার করে সফল হওয়ার জন্য আপনার অ্যাকাউন্ট সংক্রান্ত পছন্দমতো তথ্য এখানে পেতে পারেন।

জিডিপিআর (GDPR) ওভারভিউ ও নির্দেশিকা

IAB TCF v2.0-এর সাথে প্রকাশকের ইন্টিগ্রেশন

১৬ মে ২০২৩-এ IAB TCF-এর v2.2 লঞ্চ করার কথা IAB ঘোষণা করেছে। ১১ জুলাই ২০২৩ থেকে Google একটি ভেন্ডর হিসেবে TCF v2.2 ব্যবহার করে TC স্ট্রিং গ্রহণ করা শুরু করবে। এই তারিখের আগে TCF v2.2 স্ট্রিং সহ করা কোনও অনুরোধের ফলাফল এরর দেখাতে পারে।
  • TCF v2.1: আমরা TCF v2.1 স্ট্রিং গ্রহণ করা চালিয়ে গেলেও CMP-কে মাইলস্টোন প্রয়োগের ক্ষেত্রে IAB সংক্রান্ত নির্দেশিকা অনুসরণ করার উৎসাহ দেব, কারণ বর্তমান ইন্ডাস্ট্রি TCF v2.2 ভার্সনে এগিয়ে গেছে।
  • Google-এর সম্মতি ম্যানেজমেন্ট সংক্রান্ত সমাধান: CMP-এর জন্য IAB-এর আপডেট বাস্তবায়নের সময়সীমা ২০ নভেম্বর, ২০২৩-এর সাথে সঙ্গতি রেখে নভেম্বরের শুরুর দিক থেকে Ad Manager, AdSense এবং AdMob-এর 'গোপনীয়তা ও মেসেজিং' ট্যাবে উপলভ্য Google সম্মতি ম্যানেজমেন্ট সংক্রান্ত সমাধানের ক্ষেত্রে জিডিপিআর (GDPR) মেসেজের জন্য TCF v2.2 চালু করার ব্যাপারে পরিকল্পনা করা হচ্ছে।

IAB ইউরোপ ট্রান্সপারেন্সি ও কনসেন্ট ফ্রেমওয়ার্ক v2.0-তে Google যোগ দেবে এবং সেটির স্পেসিফিকেশন ও নীতি মেনে চলবে। IAB পুরোপুরি TCF v1.1 থেকে v2.0-তে পরিবর্তিত হলেই আমরা সব বিজ্ঞাপন অনুরোধের TC স্ট্রিং পড়তে এবং পাঠাতে শুরু করব। সেই সময়ের মধ্যে কোনও প্রকাশক একটি IAB TCF v2.0 কনসেন্ট ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম (CMP) প্রয়োগ করলে, আমাদের বর্তমান বিজ্ঞাপন পরিষেবা সংক্রান্ত আচরণে কোনও পরিবর্তন হবে না (যতক্ষণ না প্রকাশক 'বিটা' চালু না করছেন। নিচে এই ব্যাপারে বিশদে আলোচনা করা হয়েছে)।

IAB TCF v2.0 ব্যবহার করার বিকল্প বেছে নিলে প্রকাশককে প্রয়োগ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য মাথায় রাখতে হবে।

IAB TCF v2.0-এর সাথে ইন্টিগ্রেট করার জন্য, প্রকাশককে অবশ্যই তার সাইটে TCF v2.0-এর মাধ্যমে রেজিস্টার করা CMP প্রয়োগ করতে হবে। CMP, TC (স্বচ্ছতা ও সম্মতি) স্ট্রিং তৈরি করে এবং পাঠায়। তারপরে, Google-এর বিজ্ঞাপন ট্যাগ এবং SDK, CMP থেকে পাঠানো TC স্ট্রিং ব্যবহার করে।

আপনার কাছে Google-এ ডিভাইসে তথ্য স্টোর এবং/বা অ্যাক্সেস করার জন্য (উদ্দেশ্য ১) সম্মতি না থাকলে, আপনি Google-এ বিজ্ঞাপন ট্যাগ কল করতে পারবেন না

সাধারণ নির্দেশিকা

আপনি ইতিমধ্যেই সাইটে IAB TCF v2.0-এর মাধ্যমে রেজিস্টার করা CMP প্রয়োগ করলে, AdSense আবার কনফিগার করার প্রয়োজন ছাড়াই, CMP থেকে অটোমেটিক TC স্ট্রিং ব্যবহার করা শুরু করবে।

IAB TCF v2.0-এর মাধ্যমে রেজিস্টার করা CMP-এর মধ্যে CMP ভেন্ডর সংক্রান্ত যেকোনও নির্বাচন, EU ব্যবহারকারী সংক্রান্ত সম্মতি কন্ট্রোল সেটিংসে বিজ্ঞাপন প্রযুক্তি প্রদানকারী নির্বাচনকে ওভাররাইড করবে। EU ব্যবহারকারী সম্মতি কন্ট্রোলের মাধ্যমে সব EEA ব্যবহারকারীর জন্য পছন্দমতো নয় এমন বিজ্ঞাপন পরিবেশন করার বিকল্প বেছে নিলে তবেই এটি অন্তর্ভুক্ত হবে।

আপনার বিজ্ঞাপন অনুরোধ-এ NPA সেট করে থাকলে, আমরা সেই অনুরোধ ও TC স্ট্রিংয়ের মাধ্যমে দেখানো সম্মতি চেক করে দেখব এবং সবচেয়ে রক্ষণশীল সেটিং প্রয়োগ করব।

  • ট্যাগে TC স্ট্রিং পাস করা: GPT, GPT পাসব্যাক, AdSense এবং Ad Exchange ট্যাগ অটোমেটিক IAB CMP-এর সাথে যোগাযোগ করে, যাতে প্রকাশকের কনফিগারেশন ছাড়াই AdSense-এ TC স্ট্রিং ফরওয়ার্ড করা যায়। IMA SDK ও মোবাইল বিজ্ঞাপন SDK, স্থানীয় স্টোরেজের মধ্য থেকে অটোমেটিক TC স্ট্রিং গ্রহণ ও পার্স করে ও এটি মেনে চলে। অন্যান্য প্রকারের ট্যাগের জন্য আপনাকে নিম্নলিখিত সিগন্যাল ম্যানুয়ালি পাস করতে হবে: gdpr={0,1} এবং gdpr_consent={tc string}.
  • প্রোগ্রামাটিক চ্যানেলে TC স্ট্রিং পাস করা: IAB TC স্ট্রিং অটোমেটিক Google-এর প্রোগ্রামাটিক চ্যানেলে পাস করা হয় যেখানে প্রকাশকের কনফিগারেশনের প্রয়োজন পড়ে না।
  • নন-প্রোগ্রামাটিক ক্রিয়েটিভে TC স্ট্রিং পাস করা: আপনার ক্রিয়েটিভের জন্য কোনও অতিরিক্ত কনফিগারেশন প্রয়োজন কিনা তা শনাক্ত করতে পরিষেবা প্রদানকারীর সাথে একসঙ্গে কাজ করুন। ক্রিয়েটিভ TC স্ট্রিং সঠিকভাবে ব্যবহার করছে কিনা তা নিশ্চিত করতে এই কনফিগারেশনের প্রয়োজন হয়। প্রয়োজনমতো অন্যান্য ক্রিয়েটিভ ভেন্ডরকে TC স্ট্রিং ম্যানুয়ালি পাস করার কাজে সাহায্য করতে, IAB TCF ম্যাক্রো (GDPRGDPR_CONSENT_XXXX) চালানোর জন্য AdSense সহায়তা অফার করে।

সম্মতি সংক্রান্ত নীতি: পছন্দমতো ও পছন্দমতো নয় এমন বিজ্ঞাপন

২০১৯ সালের আগস্ট মাসে যেমন জানানো হয়েছে, আমাদের অপারেশন সংক্রান্ত তথ্য বিনিময় বিষয়ক নির্দেশিকা Google-এর বর্তমান নীতির শর্তাবলী মেনে চলার প্রয়োজনেই তৈরি করা হয়েছে, এদের মধ্যে বিশেষ করে Google-এর EU ব্যবহারকারী সম্মতি নীতি এবং শনাক্তকরণের জন্য ফিঙ্গারপ্রিন্টিংয়ের বিরুদ্ধে আমাদের নীতির শর্তাবলী (যেমন, আমাদের থার্ড-পার্টি বিজ্ঞাপন পরিষেবার শর্তাবলীতে যা দেওয়া হয়েছে)। Google-এর নীতি এখনও প্রয়োগ করা যাবে এবং কিছু কিছু ক্ষেত্রে, TCF v2.0-এর থেকে আরও বেশি বিধিনিষেধ এতে থাকে।

নভেম্বর ২০২৩ থেকে, Search Ads প্রকাশকের প্রোডাক্ট (AdSense for Search, AdSense for Shopping এবং Programmable Search Engine) পছন্দমতো বিজ্ঞাপন আর পরিবেশন না করার প্রসেস শুরু করেছে।

TCF v2.0-এর মাধ্যমে কাজ করার জন্য যেসব ভেন্ডরকে বেছে নেওয়া হয়েছে তাদের জন্য রেজিস্ট্রেশন সেটিংস প্রকাশকদের পর্যালোচনা করে দেখতে হবে। বিশেষ করে Google, প্রকাশকের CMP-এর একজন ভেন্ডর হলে, নিম্নলিখিত শর্তাবলী প্রয়োগ করার দরকার হয়।

নিম্নলিখিত শর্তাবলীর প্রত্যেকটি পালন করা হলে তবেই Google পছন্দমতো বিজ্ঞাপন দেখাবে:

  • গ্রাহক Google-কে নিম্নলিখিত কাজগুলি করার জন্য সম্মতি দেয়:
    • ডিভাইসে তথ্য স্টোর এবং/অথবা অ্যাক্সেস করা (উদ্দেশ্য ১)
    • একটি পছন্দমতো বিজ্ঞাপন প্রোফাইল তৈরি করা (উদ্দেশ্য ৩)
    • পছন্দমতো বিজ্ঞাপন বেছে নেওয়া (উদ্দেশ্য ৪)
  • বৈধ স্বার্থ (অথবা সম্মতি, যেখানে প্রকাশক সম্মতির অনুরোধ করতে CMP কনফিগার করেন) Google-এর জন্য নিম্নলিখিত কারণে প্রতিষ্ঠিত করা হয়:
    • সাধারণ বিজ্ঞাপন বেছে নেওয়া (উদ্দেশ্য ২)
    • বিজ্ঞাপনের পারফর্ম্যান্স মূল্যায়ন করা (উদ্দেশ্য ৭)
    • অডিয়েন্স ইনসাইট তৈরি করতে মার্কেট রিসার্চ থেকে পাওয়া ডেটা প্রয়োগ করা (উদ্দেশ্য ৯)
    • প্রোডাক্ট ডেভেলপ করা ও প্রোডাক্টের কোয়ালিটি উন্নত করা (উদ্দেশ্য ১০)

যদি পছন্দমতো বিজ্ঞাপনের জন্য সম্মতি সংক্রান্ত প্রয়োজনীয়তা পালন না করা হয়, তাহলে যখন নিম্নলিখিত বিষয়গুলি পালন করা হবে, তখন Google পছন্দমতো সেট না করা বিজ্ঞাপন দেখাবে:

  • গ্রাহক Google-কে নিম্নলিখিত কাজগুলি করার জন্য সম্মতি দেয়:
    • ডিভাইসে তথ্য স্টোর এবং/অথবা অ্যাক্সেস করা (উদ্দেশ্য ১)
  • বৈধ স্বার্থ (অথবা সম্মতি, যেখানে প্রকাশক সম্মতির অনুরোধ করতে CMP কনফিগার করেন) Google-এর জন্য নিম্নলিখিত কারণে প্রতিষ্ঠিত করা হয়:
    • সাধারণ বিজ্ঞাপন বেছে নেওয়া (উদ্দেশ্য ২)
    • বিজ্ঞাপনের পারফর্ম্যান্স মূল্যায়ন করা (উদ্দেশ্য ৭)
    • অডিয়েন্স ইনসাইট তৈরি করতে মার্কেট রিসার্চ থেকে পাওয়া ডেটা প্রয়োগ করা (উদ্দেশ্য ৯)
    • প্রোডাক্ট ডেভেলপ করা ও প্রোডাক্টের কোয়ালিটি উন্নত করা (উদ্দেশ্য ১০)

নিচের টেবিলে দেখানো পদ্ধতি অনুসারে নিম্নলিখিত পরিস্থিতিগুলিকে আমরা ম্যানেজ করব:

বিবরণ বিজ্ঞাপন পরিষেবা সংক্রান্ত আচরণ

স্টোর করা এবং/বা ডিভাইসে তথ্য অ্যাক্সেস করার জন্য (উদ্দেশ্য ১) Google-এর কাছে সম্মতি না থাকা

আমাদের বর্তমান ইউরোপীয় ইউনিয়নের ব্যবহারকারী সম্মতি নীতি অনুসারে, পছন্দমতো এবং পছন্দমতো নয়, এই দুই ধরনের বিজ্ঞাপনের জন্যই কুকি বা মোবাইল শনাক্তকারীর জন্য সম্মতি দিতে হবে। পছন্দমতো নয় এমন বিজ্ঞাপনের জন্যও কুকি ও মোবাইল শনাক্তকারীকে সম্মতি দেওয়ার প্রয়োজন হয়, কারণ পছন্দমতো নয় এমন বিজ্ঞাপন এখনও ফ্রিকোয়েন্সি ক্যাপিং ও মোট বিজ্ঞাপন রিপোর্টিংয়ের জন্য জালিয়াতি ও অপব্যবহার প্রতিরোধ করতে কুকি ও মোবাইল শনাক্তকারী ব্যবহার করে থাকে।

Google-এর বিজ্ঞাপন ট্যাগ প্রকাশক কল করতে পারবেন না।

উদ্দেশ্য ১-এর ক্ষেত্রে TC স্ট্রিংয়ে Google-এর জন্য সম্মতি না দেওয়া থাকলে, বিজ্ঞাপনের অনুরোধটি Google বন্ধ করে দেবে এবং কোনও বিজ্ঞাপন দেখানো হবে না।

দর্শকদের ইনসাইট তৈরি করার জন্য মার্কেট রিসার্চ প্রয়োগ করতে Search Ads প্রকাশকের প্রোডাক্টে (AdSense for Search, AdSense for Shopping এবং Programmable Search Engine) সম্মতি না থাকা (উদ্দেশ্য 9)

উদ্দেশ্য ৯-এর জন্য Search Ads প্রকাশকের প্রোডাক্টে সম্মতির প্রয়োজন নেই।

Search Ads প্রকাশকের প্রোডাক্টে বিজ্ঞাপন পরিবেশন করা যেতে পারে যদি অন্যান্য প্রয়োজনীয় উদ্দেশ্যে সম্মতি পাওয়া যায়।

গ্লোবাল ও আউট-অফ-ব্যান্ড স্কোপ

আমাদের বর্তমান ইউরোপীয় ইউনিয়নের ব্যবহারকারী সম্মতি নীতি অনুসারে, আপনাকে প্রতিটি পার্টিকে পরিষ্কারভাবে শনাক্ত করতে হবে যেটি আপনার Google প্রোডাক্ট ব্যবহারের ফলশ্রুতি হিসেবে, গ্রাহকের ব্যক্তিগত ডেটা সংগ্রহ, গ্রহণ বা ব্যবহার করতে পারে। আইনি যুক্তির স্কোপের ব্যাপারে আরও জানুন

গ্লোবাল স্কোপ ব্যবহার করে প্রতিটি পার্টিকে যেহেতু পরিষ্কারভাবে শনাক্ত করা সম্ভব হয় না, তাই আমরা এই সুযোগ ব্যবহার করি না। সব বিজ্ঞাপন অনুরোধের জন্য TC স্ট্রিং পড়া ও পাস করা শুরু করলে যে পরিবর্তনের সময়সীমা শুরু হয়, সেই সময়সীমার মধ্যে প্রকাশককে প্রয়োজনমতো পরিবর্তন করে নিতে সাহায্য করতে পছন্দমতো নয় এমন বিজ্ঞাপন দেখাব। তিন মাসের পরিবর্তনের সময়সীমা শেষ হয়ে গেলে, TC স্ট্রিং “আউট-অফ-ব্যান্ড” বা “গ্লোবাল স্কোপ” দেখালে, আমরা কোনও বিজ্ঞাপন দেখাব না।

ভুল TC স্ট্রিং

TC স্ট্রিং পার্স করা যাচ্ছে না (যেমন, কিছু ফিল্ড দেওয়া নেই)।

সব বিজ্ঞাপন অনুরোধের জন্য TC স্ট্রিং পড়া ও পাস করা শুরু করলে যে পরিবর্তনের সময়সীমা শুরু হয়, সেই সময়সীমার মধ্যে প্রকাশককে প্রয়োজনমতো পরিবর্তন করে নিতে সাহায্য করতে পছন্দমতো নয় এমন বিজ্ঞাপন দেখাব। ৩ মাসের পরিবর্তনের সময়সীমা শেষ হয়ে গেলে, TC স্ট্রিং ভুল দেওয়া থাকলে আমরা কোনও বিজ্ঞাপন দেখাব না।

ভেন্ডর রেজিস্ট্রেশনের ক্ষেত্রে নমনীয়তা ও প্রকাশকের ক্ষেত্রে প্রযোজ্য বিধিনিষেধ

বিভিন্ন ধরনের বিধিনিষেধকে কাস্টমাইজ করার কাজে TCF v2.0 প্রকাশককে সাহায্য করে। এর ফলে প্রকাশক নিজের পছন্দ জানাতে পারেন এবং প্রযোজ্য হলে তা ভেন্ডরের পছন্দের উপরে প্রাধান্য পায়। প্রকাশক কখনও ভেন্ডরকে এমন কোনও আইনগত ভিত্তি বা উদ্দেশ্যে অপারেট করার জন্য বলতে পারেন না যা ভেন্ডরের গ্লোবাল ভেন্ডর তালিকা রেজিস্ট্রেশনের সাথে একমত নয়। সুতরাং, এগুলি হল কিছু সময়ের জন্য আরোপ করা বিধিনিষেধ যেখানে প্রকাশক কখনই ভেন্ডর কী করবে তার স্কোপ বাড়াতে পারেন না, কেবল তাতে বিধিনিষেধ আরোপ করতে পারেন।

TCF v2.0-এর মাধ্যমে কাজ করার জন্য যেসব ভেন্ডরকে বেছে নেওয়া হয়েছে তাদের জন্য রেজিস্ট্রেশন সেটিংস প্রকাশকদের পর্যালোচনা করে দেখতে হবে। উদ্দেশ্যের আইনগত ভিত্তি অনুযায়ী ডিফল্ট নিয়মের কারণে Google-কে আমাদের ইন্টার-অপারেবিলিটি নির্দেশিকা অনুযায়ী “সম্মতি” পেতে হয় বলে কোনও ভেন্ডর যদি “বৈধ স্বার্থ” সম্পর্কিত ধারার সাথে নমনীয়তা বজায় রেখে রেজিস্ট্রেশন করে এবং সেই ভেন্ডরের সাথে Google প্রোডাক্টের মাধ্যমে প্রকাশক কাজ করতে চাইলে, তাকে তার CMP-এতে দেখানো প্রকাশকের ক্ষেত্রে প্রযোজ্য বিধিনিষেধে সেই সংশ্লিষ্ট ভেন্ডরের জন্য সম্মতি বেছে নিতে হয়।

উদ্দেশ্য ২, ৫, ৬, ৭, ৯ ও ১০ এবং বৈধ স্বার্থের ডিফল্ট নিয়মের জন্য Google নমনীয়তা বজায় রেখে রেজিস্ট্রেশন করেছে। যদি প্রকাশক CMP কনফিগার করে এই উদ্দেশ্যগুলির জন্য Google-কে সম্মতি সংগ্রহ করার ব্যাপারে বিধিনিষেধ আরোপ না করে, তাহলে যেসব ক্ষেত্রে CMP-এর মাধ্যমে ব্যবহারকারীর সাথে চুক্তিতে বৈধ স্বার্থ প্রতিষ্ঠিত হবে, Google সেইসব ক্ষেত্রে তাদের উপর নির্ভর করবে। উদ্দেশ্য ১, ৩ এবং ৪-এর জন্য Google নমনীয়তা বজায় রেখে রেজিস্ট্রেশন করেনি এবং তাই এই উদ্দেশ্যগুলির জন্য তাকে সব সময় সম্মতি চাইতে হবে।

ভেন্ডর নমনীয়তা বজায় রেখে রেজিস্ট্রেশন করলে, যাতে উদ্দেশ্য ৩ ও ৪-এর জন্য সম্মতি বেছে নেওয়া যায়, তার জন্য Funding Choices অটোমেটিক প্রকাশকের জন্য প্রযোজ্য বিধিনিষেধ তৈরি করবে।

আইনি যুক্তির স্কোপ

IAB TCF v2.0 প্রকাশককে আইনি যুক্তির স্কোপ বেছে নেওয়ার বিকল্প প্রদান করে যাতে নিচে যেমন বর্ণনা করা হয়েছে, তেমনভাবে ব্যক্তিগত ডেটা প্রসেস করা যায়। TC স্ট্রিং ব্যবহার করে এই তথ্য প্রদান করা হয়। Google-এর নীতি অনুসারে প্রকাশককে হয় (a) পরিষেবা-ভিত্তিক স্কোপ বা (b) গ্রুপ-ভিত্তিক স্কোপ বেছে নিতে হয়।

  • পরিষেবা-ভিত্তিক স্কোপ: শুধুমাত্র প্রকাশকের ওয়েবসাইট জাতীয় পরিষেবার মতো বিষয়ে আইনি যুক্তি প্রযোজ্য হবে যেখানে আইনি যুক্তি গ্রহণ ও ম্যানেজ করা হয়। (Google-এর সাথে কাজ করার অনুমোদনপ্রাপ্ত)
  • গ্রুপ-ভিত্তিক স্কোপ: আইনি যুক্তি শুধুমাত্র পরিষেবার একটি পূর্ব-নির্দিষ্ট গ্রুপের ক্ষেত্রেই প্রযোজ্য হয়। যেমন, এক বা একাধিক প্রকাশকের কিছু পরিমাণ ডিজিটাল প্রপার্টি যা প্রকাশকের গ্রুপের স্কোপের মধ্যে CMP প্রয়োগ করে। প্রতিটি গ্রুপই তাদের প্রতিষ্ঠিত আইনি ভিত্তি অনুযায়ী ব্যবহারকারীকে গ্রুপের সব পরিষেবা জুড়ে পছন্দ ম্যানেজ করতে দেয়। সম্মতির মুহূর্তে ডিজিটাল প্রপার্টির সব কম্পোনেন্টকে অবশ্যই বন্ধ করতে হবে। (Google-এর সাথে কাজ করার অনুমোদনপ্রাপ্ত)
  • গ্লোবাল স্কোপ: আইনি যুক্তি গ্রহণ ও ম্যানেজ করা পরিষেবার জন্যই শুধুমাত্র এটি প্রযোজ্য হয় না। গ্লোবাল স্কোপের মধ্যে CMP প্রয়োগ করা প্রকাশকের সব ডিজিটাল প্রপার্টি জুড়েই এটি প্রযোজ্য হয়। প্রতিটি গ্রুপই তাদের গ্লোবালি প্রতিষ্ঠিত আইনি ভিত্তি অনুযায়ী ব্যবহারকারীকে প্রকাশকের সংশ্লিষ্ট সব ডিজিটাল প্রপার্টি জুড়ে পছন্দ ম্যানেজ করতে দেয়। (Google-এর সাথে কাজ করার সময় তা 'অনুমোদিত নয়')
  • আউট-অফ-ব্যান্ড (“OOB”): আইনি যুক্তি ফ্রেমওয়ার্ক ব্যবহার করে প্রতিষ্ঠিত হয় না এবং সেই কারণে ফ্রেমওয়ার্কের মধ্যে কোনও সিগন্যাল দেখায় না এবং ফ্রেমওয়ার্কের মধ্যে ব্যবহারকারীর মাধ্যমে তা ম্যানেজও করা যায় না। (Google-এর সাথে কাজ করার সময় তা 'অনুমোদিত নয়')

প্রকাশক Google-এর সাথে কাজ করতে চাইলে পরিষেবা-ভিত্তিক (বা গ্রুপ-ভিত্তিক) স্কোপ বেছে নেবেন।

রিয়েল-টাইম বিডিং (RTB) এবং ওপেন বিডিং

IAB TCF v2.0 সংক্রান্ত লজিক, বিড করার অনুরোধ, বিডের উত্তর ও ক্রিয়েটিভ এবং কুকির সাথে ম্যাচ করা অনুরোধের উপর প্রয়োগ করা হবে।

আমরা তখনই বিড করার অনুরোধ পাঠানোর এবং কুকি ম্যাচ করার অনুমতি দেব, যখন ভেন্ডর 'বিজ্ঞাপন ব্যক্তিগতকরণ' সেটিংয়ের জন্য (TC স্ট্রিংয়ে উল্লেখিত উদ্দেশ্য ৩ এবং ৪) “সম্মতি দিন” বা কিছু সীমিত ক্ষেত্রে “ব্যবহৃত নয়” হিসেবে রেজিস্টার করবে। যেসব ভেন্ডর পছন্দমতো বিজ্ঞাপন দেখানোর উদ্দেশ্যে (TC স্ট্রিংয়ে উল্লেখিত উদ্দেশ্য ৩ এবং ৪) “সম্মতি দিন” হিসেবে রেজিস্টার করে কিন্তু, ব্যবহারকারীর কাছ থেকে সম্মতি পায় না:

  • বিড করার অনুরোধ তারা পাবে না।
  • কুকি ম্যাচ করার অনুরোধের উত্তর পাবে না।
  • কোনও নিলাম জেতার অনুমতি পাবে না। Google সেইসব ভেন্ডরের ক্রিয়েটিভ বন্ধ করে দেবে, যেসব ভেন্ডর নিলাম জেতা বা বিজ্ঞাপন দেখানোর জন্য আমাদের নীতির শর্তাবলী পালন করে না।

এছাড়াও, ব্যবহারকারীকে উদ্দেশ্য ১, উদ্দেশ্য ৩ এবং উদ্দেশ্য ৪-এর জন্য Google-কে অবশ্যই সম্মতি প্রদান করতে হবে।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
true
আপনার AdSense পৃষ্ঠা

নিয়ে আসা হল AdSense পৃষ্ঠা: এমন একটি নতুন রিসোর্স যেখানে AdSense সঠিকভাবে ব্যবহার করার ব্যাপারে আপনার অ্যাকাউন্ট সম্পর্কিত পছন্দসই তথ্য ও বিভিন্ন নতুন সুযোগ পাবেন।

Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
13065036876769479484
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
157
false
false