Google প্রকাশক প্রোডাক্টের ক্ষেত্রে বিভিন্ন ভাষাতে প্রকাশকরা নিজেদের কন্টেন্ট প্রকাশ করতে পারে। সাইন-আপ করার সময় আপনি নিজের সাইটের প্রাথমিক ভাষা বেছে নিতে পারবেন। যদি আপনার সাইট অনুমোদিত হয়, তাহলে সাইটে একাধিক সমর্থিত ভাষায় কন্টেন্ট থাকলেও, Google আপনার ওয়েব পৃষ্ঠাতে উপযুক্ত ভাষাতেই প্রাসঙ্গিক বিজ্ঞাপন দেখাবে।
মনে রাখবেন: প্রকাশক প্রোডাক্টের ক্ষেত্রে অনুমোদিত নয় এমন কোনও ভাষাতে সামগ্রিকভাবে কন্টেন্ট লিখে Google বিজ্ঞাপন কোড যদি পৃষ্ঠাতে দেওয়া হয়, তা Google প্রকাশক নীতির মাধ্যমে অনুমোদিত হয় না।
যেসব ভাষাতে কন্টেন্ট অনুমোদন করা হয়
বর্তমানে যে সমস্ত ভাষাকে অনুমোদন করা হয়েছে, সেগুলিকে সাইট বা অ্যাপের প্রাথমিক ভাষা হিসেবে সেট করতে হবে:
|