বিজ্ঞপ্তি

আপনার AdSense পৃষ্ঠা দেখতে ভুলবেন না। AdSense ব্যবহার করে সফল হওয়ার জন্য আপনার অ্যাকাউন্ট সংক্রান্ত পছন্দমতো তথ্য এখানে পেতে পারেন।

সুযোগ ও পরীক্ষা

অটোমেটিক বিজ্ঞাপন পরীক্ষা

'অটোমেটিক বিজ্ঞাপন পরীক্ষা' ফিচার ব্যবহার করে বিভিন্ন অটোমেটিক বিজ্ঞাপনের সেটিংস তুলনা করতে পারবেন ও এটি বুঝতে পারবেন যে আপনার সাইটে কোনটি ভালভাবে কাজ করছে। যেমন, আপনি বিভিন্ন বিজ্ঞাপন ফর্ম্যাট ও বিজ্ঞাপন লোড পরীক্ষা করতে পারবেন বা 'অটোমেটিক বিজ্ঞাপন' চালু বা বন্ধ থাকা অবস্থার তুলনা করতে পারবেন। 'অটোমেটিক বিজ্ঞাপন পরীক্ষা' চালানোর জন্য আপনার সাইটের AdSense কোড এডিট করার দরকার নেই।

মনে রাখবেন: একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রতিটি সাইটের জন্য কেবলমাত্র একটি 'অটোমেটিক বিজ্ঞাপন' পরীক্ষা চালাতে পারবেন।

'অটোমেটিক বিজ্ঞাপন পরীক্ষা' শুরু করুন

  1. AdSense অ্যাকাউন্টে সাইন-ইন করুন।
  2. অপ্টিমাইজেশন এবং তারপর পরীক্ষা বিকল্পে ক্লিক করুন।
  3. আগে থেকেই অন্যান্য পরীক্ষা চললে, নতুন পরীক্ষা বিকল্পে ক্লিক করুন।
  4. "অটোমেটিক বিজ্ঞাপন" কার্ড বিভাগে গিয়ে অটোমেটিক বিজ্ঞাপন বিকল্পে ক্লিক করুন।
  5. যে সাইটে পরীক্ষা সেট-আপ করতে চান সেটি বেছে নিন।
    পরামর্শ: একটি নির্দিষ্ট সাইট খুঁজতে, সার্চ বা ফিল্টার বিকল্প ব্যবহার করতে পারেন।
  6. বিজ্ঞাপন সেটিংসের প্রিভিউতে গিয়ে যে অটোমেটিক বিজ্ঞাপন সেটিংস পরিবর্তন করে একই রকমের অন্য সেটিংস যোগ করতে চান সেটি বেছে নিন। মূল সেটিংসটি দেখুন বোতাম ব্যবহার করে মূল ও একই রকমের অন্য সেটিংসের মধ্যে পাল্টাতে পারবেন।
    মনে রাখবেন: পৃষ্ঠা বাদ দেওয়া বিকল্পটি ধূসর দেখাচ্ছে কারণ এটি পরীক্ষার জন্য আর উপলভ্য নেই।
  7. পরীক্ষা চালান বিকল্পে ক্লিক করুন।
  8. আপনার করা পরীক্ষার একটি নাম দিন।
  9. পরীক্ষা চালান বিকল্পে ক্লিক করুন। আপনার শুরু করা পরীক্ষাটি এখন চলছে এবং আমরা ডেটা সংগ্রহ করা শুরু করেছি।
মনে রাখবেন: পরীক্ষার প্রাথমিক ফলাফল পেতে আপনাকে কয়েক দিন অপেক্ষা করতে হতে পারে।

'অটোমেটিক বিজ্ঞাপন পরীক্ষা' চেক করুন

আপনার পরীক্ষা মনিটর করতে "পরীক্ষা" পৃষ্ঠায় যান। মূল সেটিংস ও একই রকমের অন্য সেটিংস দেখতে সেটিংস তুলনা করুন বিকল্পে ক্লিক করতে পারেন।

পরীক্ষার মাধ্যমে পর্যাপ্ত ডেটা সংগ্রহ করে আপনি মূল সেটিংস ও একই রকমের অন্য সেটিংসের তুলনা করে কোনটি বেশি ভাল কাজ করছে তা চেক করতে পারেন। মনে রাখবেন যে অটোমেটিক বিজ্ঞাপন সহ আপনার সমস্ত সাইটে (আপনার ব্যবহৃত যে কোনও বিজ্ঞাপন ইউনিট এর আওতায় পরে) অটোমেটিক বিজ্ঞাপন পরীক্ষার মেট্রিকের প্রভাব দেখতে পাবেন। এর সাহায্যে আপনার সাইটে অটোমেটিক বিজ্ঞাপনের প্রভাব আরও ভালভাবে বুঝতে পারবেন, বিশেষ করে যদি আপনি আগে থেকেই কোনও বিজ্ঞাপন ইউনিট ব্যবহার করে থাকেন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
true
আপনার AdSense পৃষ্ঠা

নিয়ে আসা হল AdSense পৃষ্ঠা: এমন একটি নতুন রিসোর্স যেখানে AdSense সঠিকভাবে ব্যবহার করার ব্যাপারে আপনার অ্যাকাউন্ট সম্পর্কিত পছন্দসই তথ্য ও বিভিন্ন নতুন সুযোগ পাবেন।

Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
1663941175827712760
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
157
false
false