বিজ্ঞপ্তি

আপনার AdSense পৃষ্ঠা দেখতে ভুলবেন না। AdSense ব্যবহার করে সফল হওয়ার জন্য আপনার অ্যাকাউন্ট সংক্রান্ত পছন্দমতো তথ্য এখানে পেতে পারেন।

সাইন-আপ করার আগে

AdSense-এ অংশগ্রহণ করার যোগ্যতামান

আপনার যদি এমন নিজস্ব কন্টেন্ট থাকে যা আমাদের নীতি মেনে চলে এবং আপনার বয়স ১৮ বছর বা তার বেশি হলে, আপনি AdSense-এর জন্য সাইন-আপ করতে পারবেন। #signup

AdSense প্রোগ্রামে অংশগ্রহণ করতে হলে, আপনাকে আমাদের যোগ্যতামান পূরণ করতে হবে। AdSense অ্যাকাউন্টে সাইন-আপ করার আগে আপনাকে কী কী করতে হবে তা এখানে দেখুন।

পৃষ্ঠায় কি আপনার তৈরি করা অনন্য ও আকর্ষণীয় কন্টেন্ট দেখানো হয়েছে?

আপনার কন্টেন্ট অবশ্যই আসল ও দর্শকদের আকর্ষণ করার মতো ভাল কোয়ালিটির হতে হবে। AdSense-এর জন্য আপনার পেজ প্রস্তুত কিনা তা ভাল করে দেখে নিন লিঙ্কে গিয়ে আমাদের পরামর্শ সম্পর্কে জানুন।

মনে রাখবেন: এটি জেনে রাখা জরুরি যে AdSense-এ জমা দেওয়া সাইটটির HTML সোর্স কোডে আপনার অ্যাক্সেস থাকতে হবে। যে সাইটে AdSense ব্যবহার করতে চান সেটি আপনার মালিকানাধীন হতে হবে। এই সম্পর্কে আরও জানুন।

আপনার কন্টেন্ট কি AdSense-এর প্রোগ্রাম নীতি মেনে চলে?

আপনার সাইট আমাদের প্রোগ্রাম নীতি মেনে চলে কিনা তা সাইন-আপ করার আগে ভাল করে দেখে নিন। মনে রাখবেন, আমরা আমাদের নীতি যেকোনও সময়ে পরিবর্তন করতে পারি এবং আমাদের নিয়ম ও শর্তাবলী অনুযায়ী, নীতি পরিবর্তনের বিষয়ে খোঁজ রাখার দায়িত্ব আপনার।

আপনার বয়স কি কমপক্ষে ১৮ বছর?

আমাদের নিয়ম ও শর্তাবলী অনুযায়ী, কারও বয়স ১৮ বছর বা তার বেশি হলে তবেই অ্যাপ্লিকেশন জমা নেওয়া হয়।

দ্রষ্টব্য: আপনার বয়স ১৮ বছরের কম হলে, আপনার পিতা মাতা বা অভিভাবককে তার নিজের Google অ্যাকাউন্ট থেকে AdSense-এ সাইন-আপ করতে হতে পারে। তার AdSense অ্যাকাউন্ট অনুমোদিত হলে, এই সাইটের ভারপ্রাপ্ত প্রাপ্তবয়স্ক ব্যক্তির অ্যাকাউন্টেই সমস্ত পেমেন্ট করা হবে।

AdSense-এ সাইন-আপ করুন

আপনি Blogger (বা অন্য কোনও হোস্ট পার্টনার) অথবা YouTube ব্যবহার করলে

আপনি AdSense হোস্ট পার্টনার (যেমন Blogger) ব্যবহার করলে, হোস্ট করা AdSense অ্যাকাউন্টে সাইন-আপ করতে পারবেন এবং YouTube ক্রিয়েটর হলে, YouTube-এর জন্য AdSense অ্যাকাউন্টে সাইন-আপ করতে পারবেন। মনে রাখবেন, উপযুক্ত হতে গেলে আপনাকে অবশ্যই নির্দিষ্ট যোগ্যতামান পূরণ করতে হবে। আপনার ব্লগ অথবা চ্যানেল AdSense অথবা YouTube-এর জন্য AdSense-এর মাধ্যমে উপার্জনের জন্য উপযুক্ত হলে, প্রযোজ্য নির্দিষ্ট যোগ্যতামান অনুযায়ী আপনার অ্যাকাউন্ট সেট-আপ করতে এবং এইসব প্রোডাক্ট লিঙ্ক করতে পারবেন।

AdSense-এর জন্য আপনার Blogger অথবা হোস্ট পার্টনার অ্যাকাউন্টের মাধ্যমে এবং YouTube-এর জন্য AdSense-এর জন্য YouTube Studio-র মাধ্যমে সাইন-আপ করুন। আরও তথ্যের জন্য, এখানে ভিজিট করুন:

Blogger-এর জন্য মনিটাইজ পরিষেবা চালু করতে, আপনাকে অবশ্যই AdSense নীতিবিধিনিষেধ মেনে চলতে হবে।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
true
আপনার AdSense পৃষ্ঠা

নিয়ে আসা হল AdSense পৃষ্ঠা: এমন একটি নতুন রিসোর্স যেখানে AdSense সঠিকভাবে ব্যবহার করার ব্যাপারে আপনার অ্যাকাউন্ট সম্পর্কিত পছন্দসই তথ্য ও বিভিন্ন নতুন সুযোগ পাবেন।

Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
13579831516126053601
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
157
false
false