বিজ্ঞপ্তি

আপনার AdSense পৃষ্ঠা দেখতে ভুলবেন না। AdSense ব্যবহার করে সফল হওয়ার জন্য আপনার অ্যাকাউন্ট সংক্রান্ত পছন্দমতো তথ্য এখানে পেতে পারেন।

কোড ব্যবহারের গাইড

আপনার WordPress সাইটে বিজ্ঞাপন ইউনিট কোড যোগ করা

WordPress-এ বিজ্ঞাপন প্লেসমেন্টের জন্য আপনি প্লাগ-ইন, থিম বা উইজেট ব্যবহার করতে পারবেন। #wordpress

WordPress সাইটে AdSense বিজ্ঞাপন ইউনিটের কোড প্লেসমেন্ট করার একাধিক পদ্ধতি রয়েছে। এটি করার কিছু পদ্ধতি নিচে দেখতে পাবেন।

মনে রাখবেন: এই ধরনের কোড যোগ করতে, আপনার AdSense অ্যাকাউন্টের জন্য প্রয়োজনীয় বিজ্ঞাপন ইউনিট আগেই তৈরি করে নিতে হবে।

প্লাগ-ইন

আপনি যদি কোডিংয়ে পারদর্শী না হন কিন্তু সাইটের নির্দিষ্ট প্লেসমেন্টে নির্দিষ্ট বিজ্ঞাপন রাখতে চান, তাহলে বিজ্ঞাপন প্লাগ-ইন ব্যবহার করতে পারেন। আপনি WordPress প্লাগ-ইন ডিরেক্টরিতে প্লাগ-ইন দেখতে পেতে পারেন।

আপনি যাতে কোড না লিখে অথবা এডিট না করেও বিজ্ঞাপনের প্লেসমেন্ট নির্দিষ্ট করতে পারেন, তার জন্য বিজ্ঞাপনের প্লাগ-ইনে অতিরিক্ত কিছু বৈশিষ্ট্য থাকতে পারে।

প্লাগ-ইন বেছে নেওয়ার সময় এইসব বিষয় মাথায় রাখবেন:

  • প্লাগ-ইনটি আপনার থিমে ব্যবহার করা যাবে কিনা দেখে নেবেন।

  • বিভিন্ন প্লাগ-ইনের বিভিন্ন বৈশিষ্ট্য থাকে। কোন প্লাগ-ইনটি আপনার সাইটের জন্য উপযুক্ত, তা বোঝার জন্য বেশ কয়েকটি ব্যবহার করে দেখুন।

  • Google বহির্ভূত প্লাগ-ইনের কোনও অ্যাকশনের জন্য Google দায়ী থাকবে না।

মনে রাখবেন: আপনি হয়ত প্লাগ-ইনের মাধ্যমে কিছু বিজ্ঞাপন ফর্ম্যাট ব্যবহার করতে পারবেন না। কোনও প্লাগ-ইন ব্যবহারের ক্ষেত্রে সাহায্যের প্রয়োজন হলে, সেটির ডেভেলপারের সাথে সরাসরি যোগাযোগ করুন।

WordPress থিম

আপনি যদি সাইটে বিজ্ঞাপন ইউনিটের প্লেসমেন্ট সহজে ম্যানেজ করতে চান তাহলে থিম ব্যবহার করে দেখতে পারেন। আমরা আপনাকে এমন WordPress থিম ব্যবহার করার পরামর্শ দিচ্ছি যেগুলি AdSense-এর জন্য "অপ্টিমাইজ" করা হয়েছে। এই ধরনের থিমে পৃষ্ঠায় বিজ্ঞাপনের কোড রাখার জন্য অথবা WordPress সাইটে বিভিন্ন উপাদান পোস্ট করার জন্য আগে থেকেই জায়গা নির্দিষ্ট করা থাকে।

তবে থিম ব্যবহার করলে আপনি হয়ত সবসময় নিজের পছন্দ মতো জায়গায় বিজ্ঞাপন ইউনিট রাখতে পারবেন না। এছাড়া, আপনার কন্টেন্টের পক্ষে সবথেকে উপযুক্ত লে-আউট এই থিমগুলিতে ব্যবহারযোগ্য নাও হতে পারে।

থিম এবং থিমের ব্যবহারের বিষয়ে আরও তথ্যের জন্য অফিসিয়াল WordPress.org ডকুমেন্টেশন পড়ুন।

কিছু কিছু থিমে বিল্ট-ইন "বিজ্ঞাপনের জায়গা" দেওয়া থাকে, তবে আপনার বেছে নেওয়া থিমে যদি সেই রকম কিছু না থাকে তাহলে বিজ্ঞাপন ইউনিট যোগ করার সবথেকে সহজ উপায় হল টেক্সট উইজেট ব্যবহার করা।

মনে রাখবেন: আপনি হয়ত থিমের মাধ্যমে কিছু বিজ্ঞাপন ফর্ম্যাট ব্যবহার করতে পারবেন না।

টেক্সট উইজেট

আপনি যদি টেক্সট উইজেট ব্যবহার করেন তাহলে আপনার WordPress সাইটের থিমে যে জায়গাগুলি আগে থেকেই নির্দিষ্ট করা আছে, সেখানে আপনি বিজ্ঞাপন ইউনিট যোগ করতে পারবেন।

টেক্সট উইজেট এবং সেগুলি ব্যবহারের বিষয়ে আরও তথ্যের জন্য অফিসিয়াল WordPress.org ডকুমেন্টেশন পড়ুন।

মনে রাখবেন: আপনি হয়ত টেক্সট উইজেটের মাধ্যমে কিছু বিজ্ঞাপন ফর্ম্যাট ব্যবহার করতে পারবেন না।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
true
আপনার AdSense পৃষ্ঠা

নিয়ে আসা হল AdSense পৃষ্ঠা: এমন একটি নতুন রিসোর্স যেখানে AdSense সঠিকভাবে ব্যবহার করার ব্যাপারে আপনার অ্যাকাউন্ট সম্পর্কিত পছন্দসই তথ্য ও বিভিন্ন নতুন সুযোগ পাবেন।

Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
5269173720174905609
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
157
false
false