বিজ্ঞপ্তি

আপনার AdSense পৃষ্ঠা দেখতে ভুলবেন না। AdSense ব্যবহার করে সফল হওয়ার জন্য আপনার অ্যাকাউন্ট সংক্রান্ত পছন্দমতো তথ্য এখানে পেতে পারেন।

সার্চের জন্য বিজ্ঞাপন

সার্চ ফলাফল পৃষ্ঠাতে বিভিন্ন সার্চ স্টাইল প্রয়োগ করতে, 'কন্ডিশনাল স্টাইলিং' ফিচার ব্যবহার করা

সব সার্চ স্টাইলের জন্যই একটি ডিফল্ট স্টাইল আছে। এর স্টাইল আইডি ব্যবহার করা পৃষ্ঠাতেই এই স্টাইলিং প্রয়োগ করা হয়। তবে আপনি কন্ডিশনাল স্টাইলিং ব্যবহার করে ডিফল্ট স্টাইলের বদলে অন্য একটি স্টাইল প্রয়োগ করতে পারেন।

কন্ডিশনাল স্টাইলিং ব্যবহার করে বিভিন্ন প্ল্যাটফর্মে সার্চের ফলাফল পৃষ্ঠাতে এবং একটি পৃষ্ঠার বিভিন্ন অংশে অন্য স্টাইলিং প্রয়োগ করতে পারেন। যেমন, ডেস্কটপ বা মোবাইলে আপনার বিজ্ঞাপন দেখানোর সময় বিভিন্ন স্টাইলিং প্রয়োগ করতে পারেন।

কখন কন্ডিশনাল স্টাইল প্রয়োগ করতে চান তা নির্দিষ্ট করতে স্টাইলের নিয়ম ব্যবহার করুন। আপনি (ডেস্কটপ, মোবাইল ইত্যাদি।) প্ল্যাটফর্মের জন্য স্টাইল তৈরি করতে পারেন। যেমন, মনে করুন, আপনার কাছে (mobilestyle1) স্টাইল আছে, মোবাইলে বিজ্ঞাপন কন্টেনার (afscontainer1) দেখা গেলে সেটি আপনি প্রয়োগ করতে চান। আপনি এই রকমের স্টাইল তৈরি করবেন: যদি মোবাইল প্ল্যাটফর্ম হয় এবং কন্টেইনার আইডি afscontainer1 হয় তাহলে mobilestyle1 প্রয়োগ করুন।

কন্ডিশনাল স্টাইল কীভাবে সেট-আপ করতে হয়

  1. AdSense অ্যাকাউন্টে সাইন-ইন করুন।
  2. সার্চের জন্য বিজ্ঞাপন বিকল্পে এবং তারপর সার্চ স্টাইল বিকল্পে ক্লিক করুন।
  3. আপনি যে স্টাইলের ক্ষেত্রে নিয়ম প্রয়োগ করতে চান, তার পাশেই দেখানো 'এডিট করুন' সম্পাদনা বোতামে ক্লিক করুন।
  4. কন্ডিশনাল স্টাইলিংয়ের বোতামে ক্লিক করুন Conditional styles icon
  5. "কন্ডিশনাল স্টাইলিং" প্যানেলে, + কন্ডিশনাল স্টাইলিং যোগ করুন/0} বিকল্পে ক্নিক করুন।
  6. কন্ডিশনাল স্টাইলের একটি নাম লিখুন।
  7. একটি প্ল্যাটফর্ম বেছে নিয়ে এবং (বৈকল্পিকভাবে) এবং কন্টেইনার আইডি লিখে একটি স্টাইলের নিয়ম তৈরি করুন।
    পরামর্শ: অন্য কন্ডিশনাল স্টাইলে কন্টেইনার আইডি দিয়ে টার্গেট করা কন্টেইনার ছাড়া পৃষ্ঠার সব কন্টেইনারে কন্ডিশনাল স্টাইল প্রয়োগ করতে চাইলে কন্টেইনার আইডি ফিল্ডকে খালি রাখুন।
  8. সেভ করুন-এ ক্লিক করুন। আপনি যদি এই নিয়মটির জন্য স্টাইলিংয়ে পরিবর্তন করে থাকেন তবে আপনাকে সেভ করার বিকল্পটি বেছে নিতে বলা হবে।

কন্ডিশনাল স্টাইলের নিয়ম এডিট করুন

  1. AdSense অ্যাকাউন্টে সাইন-ইন করুন।
  2. সার্চের জন্য বিজ্ঞাপন বিকল্পে এবং তারপর সার্চ স্টাইল বিকল্পে ক্লিক করুন।
  3. আপনি যে স্টাইলটি 'কন্ডিশনাল স্টাইল' ফিচারের মাধ্যমে এডিট করতে চান, তার পাশেই দেখানো 'এডিট করুন' সম্পাদনা বোতামে ক্লিক করুন।
  4. কন্ডিশনাল স্টাইলিংয়ের বোতামে ক্লিক করুন Conditional styles icon
  5. "কন্ডিশনাল স্টাইলিং"-এর প্যানেলে, যে কন্ডিশনাল স্টাইলটি আপনি এডিট করতে চান সেটি বেছে নিন।
  6. আরও আরও এবং তারপর এডিট করুন বিকল্পে ক্লিক করুন।
  7. স্টাইলের নিয়মে প্ৰয়োজনীয় পরিবর্তনগুলি করুন।
  8. সেভ করুন-এ ক্লিক করুন।
  9. কনফার্ম করতে সেভ করুন বিকল্পে ক্লিক করুন।
    মনে রাখবেন: আপনি যখন কোনও স্টাইলের নিয়ম আপডেট করেন তখন তার সাথে সেই সমস্ত সার্চ বিজ্ঞাপন প্রভাবিত হয় যেখানে এটি ব্যবহার করা হয়।

কন্ডিশনাল স্টাইল মুছুন

  1. AdSense অ্যাকাউন্টে সাইন-ইন করুন।
  2. সার্চের জন্য বিজ্ঞাপন বিকল্পে এবং তারপর সার্চ স্টাইল বিকল্পে ক্লিক করুন।
  3. আপনি যে স্টাইলটি 'কন্ডিশনাল স্টাইল' ফিচারের মাধ্যমে মুছতে চান, তার পাশেই দেখানো 'এডিট করুন' সম্পাদনা বোতামে ক্লিক করুন।
  4. কন্ডিশনাল স্টাইলিংয়ের বোতামে ক্লিক করুন Conditional styles icon
  5. "কন্ডিশনাল স্টাইল"-এর প্যানেলে, যে কন্ডিশনাল স্টাইলটি আপনি মুছতে চান সেটি বেছে নিন।
  6. আরও আরও এবং তারপর মুছুন বিকল্পে ক্লিক করুন।
  7. কনফার্ম করতে মুছুন বিকল্পে ক্লিক করুন।
    মনে রাখবেন: আপনি যখন কোনও কন্ডিশনাল স্টাইল মুছে দেন তখন তার সাথে সেই সমস্ত সার্চ বিজ্ঞাপন প্রভাবিত হয় যেখানে এটি ব্যবহার করা করা হয়।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
true
আপনার AdSense পৃষ্ঠা

নিয়ে আসা হল AdSense পৃষ্ঠা: এমন একটি নতুন রিসোর্স যেখানে AdSense সঠিকভাবে ব্যবহার করার ব্যাপারে আপনার অ্যাকাউন্ট সম্পর্কিত পছন্দসই তথ্য ও বিভিন্ন নতুন সুযোগ পাবেন।

Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
334021457520193341
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
157
false
false