বিজ্ঞপ্তি

আপনার AdSense পৃষ্ঠা দেখতে ভুলবেন না। AdSense ব্যবহার করে সফল হওয়ার জন্য আপনার অ্যাকাউন্ট সংক্রান্ত পছন্দমতো তথ্য এখানে পেতে পারেন।

অটোমেটিক বিজ্ঞাপন

সাইটে 'অটোমেটিক বিজ্ঞাপন' সেট-আপ করা

অটোমেটিক বিজ্ঞাপন সেট-আপ করতে, আপনাকে বিজ্ঞাপনের সেটিংস বেছে নিতে হবে এবং AdSense কোড কপি করে আপনার সাইটের সব পৃষ্ঠায় পেস্ট করতে হবে

পরামর্শ: সেট-আপ করার অংশ হিসেবে আপনি একটি পরীক্ষা চালাতে পারেন। এটি করলে, 'অটোমেটিক বিজ্ঞাপন' ফিচারটি সাইটে পুরোপুরি প্রয়োগ করার আগেই সাইট ট্রাফিকের অংশ হিসেবে এটি পরীক্ষা করে নিতে পারবেন।

শুরু করার আগে

সাইটটি আপনার বিজ্ঞাপন পৃষ্ঠার তালিকাতে আছে কিনা তা ভাল করে দেখে নিন। না থাকলে, 'অটোমেটিক বিজ্ঞাপন' সেট-আপ করার আগে, সাইটের তালিকাতে সাইটটিকে যোগ করতে হবে

'অটোমেটিক বিজ্ঞাপন' কীভাবে সেট-আপ করবেন

  1. AdSense অ্যাকাউন্টে সাইন-ইন করুন।
  2. বিজ্ঞাপন বিকল্পে ক্লিক করুন।
  3. আপনার সব সাইটের টেবিল থেকে, সাইটের পাশে 'এডিট করুন' সম্পাদনা বিকল্পে ক্লিক করুন। আপনার সাইটটি বিজ্ঞাপন সেটিংসের প্রিভিউতে খুলে যাবে।
    পরামর্শ: সাইটে অটোমেটিক বিজ্ঞাপন লাইভ হওয়ার আগে প্রিভিউয়ের সাহায্যে আপনি বিজ্ঞাপনের বিভিন্ন সেটিংস ব্যবহার করে দেখে নিতে পারেন।
  4. "বিজ্ঞাপন সেটিংস" থেকে অটোমেটিক বিজ্ঞাপন চালু করুন।
  5. (ঐচ্ছিক) বিজ্ঞাপনের ইনটেন্ট চালু করতে ইনটেন্ট-পরিচালিত ফর্ম্যাট বিকল্পে ক্লিক করুন।
  6. (ঐচ্ছিক) নির্দিষ্ট ওভারলে ফর্ম্যাট বন্ধ করতে ওভারলে ফর্ম্যাট বিকল্পে ক্লিক করুন।
  7. (ঐচ্ছিক) এগুলি করতে ইন-পেজ ফর্ম্যাট বিকল্পে ক্লিক করুন:
  8. (ঐচ্ছিক) আপনার পৃষ্ঠায় ইন-পেজ অটোমেটিক বিজ্ঞাপন দেখাতে না চাইলে ফাঁকা জায়গাগুলি বাদ দিতে বাদ দেওয়া জায়গা বিকল্পে ক্লিক করুন।
  9. (ঐচ্ছিক) নির্দিষ্ট পৃষ্ঠায় অটোমেটিক বিজ্ঞাপন না দেখাতে চাইলে পেজ এক্সক্লুশন বিকল্পে ক্লিক করুন।
    মনে রাখবেন: পরীক্ষা করতে চাইলে কোনও পেজ এক্সক্লুশন যোগ করবেন না। পরীক্ষা করার ক্ষেত্রে পৃষ্ঠার এক্সক্লুশন উপলভ্য নয়। পরীক্ষা শেষ হওয়ার পর আপনি পৃষ্ঠার এক্সক্লুশন যোগ করতে পারেন।
  10. সাইটে প্রয়োগ করুন বিকল্পে ক্লিক করুন।
  11. আপনার সেভ করার বিকল্প বেছে নিন:
    • আপনার সাইটে অটোমেটিক বিজ্ঞাপন সেটিংস প্রয়োগ করতে, এখনই আপডেট করুন এবং তারপর সেভ করুন বিকল্পে ক্লিক করুন।

      অথবা

    • আপনার অটোমেটিক বিজ্ঞাপন সেটিংস যাচাই করতে, প্রথমে পরীক্ষা চালান এবং তারপর পরীক্ষাশুরু করুন বিকল্পে ক্লিক করুন।

      AdSense আপনার সাইটের ৫০% ট্রাফিকের উপর ৯০ দিনের জন্য পরীক্ষা চালাবে। পর্যাপ্ত ডেটা সংগ্রহ করা হলে পরীক্ষাটি শেষ হয়ে যাবে। অটোমেটিক বিজ্ঞাপন পরীক্ষা সম্পর্কে আরও জানুন।

মনে রাখবেন: সাইটের প্রত্যেকটি পৃষ্ঠায় AdSense কোড যোগ করেছেন কিনা তা ভাল করে দেখে নিন। পৃষ্ঠাতে বিজ্ঞাপন দেখাতে ১ ঘণ্টা পর্যন্ত সময় লাগতে পারে। আরও বিশদে জানতে কোড ব্যবহার করার গাইড দেখুন।

'অটোমেটিক বিজ্ঞাপন'-এর পারফর্ম্যান্স ট্র্যাক করা

সাইটের 'অটোমেটিক বিজ্ঞাপন'-এর পারফর্ম্যান্স ট্র্যাক করতে চাইলে বিজ্ঞাপন এবং তারপর ওভারভিউ পৃষ্ঠায় যান ও সাইটের পাশে 'রিপোর্ট দেখুন' View report বিকল্পে ক্লিক করুন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
true
আপনার AdSense পৃষ্ঠা

নিয়ে আসা হল AdSense পৃষ্ঠা: এমন একটি নতুন রিসোর্স যেখানে AdSense সঠিকভাবে ব্যবহার করার ব্যাপারে আপনার অ্যাকাউন্ট সম্পর্কিত পছন্দসই তথ্য ও বিভিন্ন নতুন সুযোগ পাবেন।

Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
3128549007554407830
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
157
false
false