বিজ্ঞপ্তি

আপনার AdSense পৃষ্ঠা দেখতে ভুলবেন না। AdSense ব্যবহার করে সফল হওয়ার জন্য আপনার অ্যাকাউন্ট সংক্রান্ত পছন্দমতো তথ্য এখানে পেতে পারেন।

কোড ব্যবহারের গাইড

বিজ্ঞাপন কোড প্রয়োগ করা সংক্রান্ত সাধারণ সমস্যা

আমাদের সাজেশন হল, বিজ্ঞাপন কোড যোগ করার পরে, আপনার বিজ্ঞাপনটি সঠিকভাবে দেখানো হচ্ছে কিনা তা চেক করে নিন। আপনি AdSense বিজ্ঞাপন কোড ঠিকভাবে যোগ করেছেন কিনা সেটি চেক করার একটি ভাল উপায় হল, ব্রাউজারের সোর্স কোড ভিউ থেকে বিজ্ঞাপন কোড চেক করে দেখে নেওয়া:

  1. যে পৃষ্ঠায় বিজ্ঞাপন কোড আছে সেটি ব্রাউজারে খুলুন ও পৃষ্ঠার সোর্স কোড দেখুন (যেমন, Chrome-এর ক্ষেত্রে ডানদিকের বোতামে ক্লিক করুন এবং পৃষ্ঠার সোর্স দেখুন বিকল্পটি বেছে নিন অথবা CTRL + U) বোতাম প্রেস করুন।
  2. পৃষ্ঠার সোর্স কোডে উল্লেখ করা বিজ্ঞাপন কোড AdSense অ্যাকাউন্টের কোডের সাথে মিলছে কিনা দেখে নিন।

    বিজ্ঞাপনের কোড AdSense অ্যাকাউন্টে যেভাবে দেখানো হয় ঠিক সেভাবেই পৃষ্ঠাতেও দেখতে পাবেন।

পরামর্শ: আপনি কি WordPress ব্যবহারকারী? AdSense কোড যোগ করা সম্পর্কে সাহায্য পান।

বিজ্ঞাপনের কোড সংক্রান্ত সাধারণ সমস্যা

বিজ্ঞাপনের কোড নিয়ে নিম্নলিখিত কোনও সমস্যা হলে, আপনার সাইটে বিজ্ঞাপন নাও দেখানো হতে পারে:

  • বিজ্ঞাপনের কোড সম্পূর্ণ যোগ করা হয়নি, যেমন <script> বা <ins> ট্যাগ বাদ পরে গেছে।
  • সম্পূর্ণ বিজ্ঞাপনের কোড একটি লাইনে দেখানো হচ্ছে।
  • বিজ্ঞাপনের কোডে অতিরিক্ত HTML ট্যাগ আছে।

এই ধরনের কোনও সমস্যা লক্ষ্য করলে, আপনার AdSense অ্যাকাউন্টের বিজ্ঞাপন পৃষ্ঠা থেকে বিজ্ঞাপনের কোড নতুন করে কপি করে পুরনো কোডের জায়গায় পেস্ট করুন। কীভাবে বিজ্ঞাপনের কোড পেতে এবং কপি করতে হয় সেটি জানুন।

পরামর্শ: রেসপন্সিভ বিজ্ঞাপন ইউনিট প্রয়োগ করার ব্যাপারে সাহায্যের প্রয়োজন হলে, রেসপন্সিভ বিজ্ঞাপন ইউনিটের জন্য প্রযুক্তিগত বিবেচনা দেখুন।

আরও সাহায্য পাওয়া

আপনার পৃষ্ঠার ডিজাইনে বিজ্ঞাপনের কোড যোগ করার ব্যাপারে কোনও সাহায্যের প্রয়োজন হলে, নিম্নলিখিত Google Search কোয়েরি ব্যবহার করে দেখুন:

আপনি বর্তমানে WYSIWYG বা অন্য কোনও HTML এডিট করার সফ্টওয়্যার ব্যবহার করলে, সাহায্য পেতে সেটির নির্দেশিকা দেখুন অথবা প্রোডাক্টের প্রযুক্তিগত সহায়তা টিমের সাথে যোগাযোগ করুন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
true
আপনার AdSense পৃষ্ঠা

নিয়ে আসা হল AdSense পৃষ্ঠা: এমন একটি নতুন রিসোর্স যেখানে AdSense সঠিকভাবে ব্যবহার করার ব্যাপারে আপনার অ্যাকাউন্ট সম্পর্কিত পছন্দসই তথ্য ও বিভিন্ন নতুন সুযোগ পাবেন।

Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
13587106951250091099
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
157
false
false