আপনার বিবরণ
সার্চ বিজ্ঞাপন (CSA) প্রোটোকলের মাধ্যমে Google-এর AdSense for Search (AFS) পরিষেবা ব্যবহার করার ক্ষেত্রে এইসব নীতি প্রযোজ্য।
স্বচ্ছতার উদ্দেশ্যে এইসব নীতির জন্য:
- "বিজ্ঞাপন" বলতে Google-এর পরিবেশন করা বিজ্ঞাপন বোঝায়। Google-এর প্রদান করা নয় এমন কোনও বিজ্ঞাপনকে (অথবা বিজ্ঞাপনের প্রোডাক্ট বা পরিষেবা) বোঝানো হয় না;
- প্রকাশকের তৈরি কন্টেন্ট, সিন্ডিকেট করা কন্টেন্ট, ব্যবহারকারীর তৈরি কন্টেন্ট, অর্গানিক সার্চ ফলাফল, বিজ্ঞাপন (Google বা কোনও থার্ড-পার্টির প্রদান করা) এবং অন্য সাইটে লিঙ্ক বা অ্যাপ সহ ব্যবহারকারীদের কাছে আপনি যা পরিবেশন করেন সেগুলি সবকিছুই "কন্টেন্ট"-এর মধ্যে পড়ে; এবং
- Google-এর অনুমতির প্রয়োজন আছে সেটি উল্লেখ করা হলে, সেই প্রয়োজনীয়তা Google-এর প্রদান করা বিজ্ঞাপন সহ Google পরিষেবা ব্যবহারের ক্ষেত্রে প্রযোজ্য হয়।
Google পরিষেবা প্রয়োগ করা হয় এমন প্রপার্টিতে কন্টেন্ট সহ Google পরিষেবা ব্যবহারের সময় আপনাকে এই নীতি মেনে চলতে হবে। নীতি মেনে চলা না হলে, Google এগুলি সহ অন্যান্য সংশোধনমূলক ব্যবস্থা নিতে পারে: (১) Google পরিষেবার সুবিধা সাসপেন্ড করে দেওয়া, (২) কোনও Google পরিষেবা ব্যবহার বা সেটির প্রয়োগ বন্ধ করে দেওয়া বা পরিবর্তন করার জন্য বাধ্য করা, (৩) প্রযোজ্য Google পরিষেবার চুক্তি, Google AdSense অনলাইন পরিষেবার শর্তাবলী বা আপনার এবং Google-এর মধ্যে থাকা অন্য কোনও প্রাসঙ্গিক চুক্তি অনুযায়ী অধিকার প্রয়োগ করা।
নীতি
Google AdSense-এর প্রোগ্রাম নীতির পাশাপাশি AdSense সার্চ বিজ্ঞাপনের ক্ষেত্রেও নিম্নলিখিত অতিরিক্ত নীতি প্রযোজ্য এবং অংশগ্রহণের জন্য আপনাকে এগুলিতে সম্মতি দিতে হবে।
নিম্নলিখিত নীতি সব সার্চ বিজ্ঞাপন প্রয়োগের ক্ষেত্রে প্রযোজ্য (ডেস্কটপ, মোবাইল এবং মোবাইল অ্যাপ):
- Google-কে পাঠানো কোয়েরি ভেরিয়েবল ও ব্যবহারকারীর সার্চ করার উদ্দেশ্য একই হতে হবে
সার্চ বিজ্ঞাপন শুধুমাত্র সার্চ ফলাফল পৃষ্ঠাতে ব্যবহার করা যেতে পারে যদি তা নিচে উল্লেখ করা তিনটি সোর্সের মধ্যে যেকোনও একটি থেকে আসে ও ব্যবহারকারীর সার্চ করার উদ্দেশ্য তাতে পরিষ্কারভাবে বোঝা যায়:- ব্যবহারকারী কোনও কোয়ারি এডিট অথবা ফিল্টার না করে সার্চ বক্সে সরাসরি জমা দিয়ে সার্চ কোয়ারি করতে পারেন। সার্চ বক্সে কোনও সার্চ করা শব্দ অটো-ফিল করা নাও হতে পারে এবং প্রকাশকরা অটো-ফিলের ফলে লেখা সার্চ করা শব্দ ব্যবহার করে কোনও লিঙ্ক নাও দিয়ে থাকতে পারেন।
- Google-এর AdSense for Search-এ প্রোডাক্ট-ইন্টিগ্রেটেড ফিচার সংক্রান্ত নীতিতে উল্লিখিত এবং এটি মেনে চলে এমন AdSense for Search-এ প্রোডাক্ট-ইন্টিগ্রেটেড ফিচার।
- Google-এর বিকল্প সার্চ কোয়েরি সংক্রান্ত নীতিতে বিকল্প সার্চ কোয়েরির বিষয়টি স্পষ্টভাবে বিশদে বলা রয়েছে ও তা এই নীতি মেনে চলে।
- প্রত্যেক ব্যবহারকারীর একটি অ্যাকশনের ক্ষেত্রে শুধুমাত্র একটি সার্চ বিজ্ঞাপনের অনুরোধ জমা নেওয়া হয়
প্রত্যেক ব্যবহারকারীর একটি অ্যাকশনের ক্ষেত্রে আপনি সার্চ বিজ্ঞাপনের জন্য একটির বেশি অনুরোধ করতে পারবেন না। ব্যবহারকারীর অ্যাকশন বলতে তার করা ক্লিক অথবা স্ক্রলকে বোঝায় যার ফলে আরও সার্চ ফলাফল অ্যাসিঙ্ক্রোনাস পদ্ধতিতে লোড করার প্রক্রিয়া শুরু হয়। - সার্চ করা যায় এমন কন্টেন্টের ধরন
AdSense-এর প্রোগ্রাম নীতি অনুযায়ী, কপিরাইটযুক্ত কন্টেন্ট বা আমাদের সাইটের কন্টেন্ট সংক্রান্ত নির্দেশিকা লঙ্ঘন করে, এমন কন্টেন্ট সার্চ করা আপনার উদ্দেশ্য হওয়া উচিত নয়। - শুধু সার্চ ফলাফল পৃষ্ঠায় কোড ব্যবহার করা যেতে পারে
শুধু সার্চ ফলাফল পৃষ্ঠায় সার্চের জন্য বিজ্ঞাপন ইউনিট প্লেস করা যেতে পারে। - বিজ্ঞাপন স্পষ্ট হতে হবে এবং তা যেন সার্চ ফলাফল থেকে আলাদা করে বোঝা যায়
- পুরস্কারের বিনিময়ে সার্চ করানো যাবে না
বিজ্ঞাপন দেখা বা সার্চ করার জন্য ব্যবহারকারীদের আপনি কোনও পুরস্কার বা পারিশ্রমিক দিতে পারবেন না। - সার্চ ফলাফলের সাথে পৃষ্ঠাতে বিজ্ঞাপন দেখাতে হবে
আপনার সাইট থেকে পাঠানো সার্চ ফলাফলের সাথে বিজ্ঞাপন দেখাতে হবে এবং সেগুলি মুখ্য ফলাফল হিসেবে দেখানো যাবে না। - পার্টনাররা হয়ত কন্টেন্টের জন্য AdSense (AFC), Google বিজ্ঞাপন ম্যানেজার এবং/অথবা AdMob বিজ্ঞাপন দিয়ে সার্চ বিজ্ঞাপন ব্যাক-ফিল করতে পারবেন না
Google বিজ্ঞাপন দিয়ে সার্চ বিজ্ঞাপনের ফলাফল ব্যাক-ফিল করার মতো একটি প্লেসমেন্টের মধ্যে একাধিক অনুরোধের ধরন ব্যবহার করা অনুমোদিত নয় যেমন, কন্টেন্টের জন্য AdSense, Google বিজ্ঞাপন ম্যানেজার অথবা AdMob. এছাড়া, একই প্লেসমেন্টের জন্য করা অনুরোধের ধরন পাল্টানো যাবে না যেমন, কয়েকটি ভিউতে সার্চ বিজ্ঞাপনের জন্য এবং কন্টেন্টের জন্য AdSense-এর ব্যবহার, Google বিজ্ঞাপন ম্যানেজার অথবা অন্যান্য ভিউতে AdMob-এর ব্যবহার। -
এমন পৃষ্ঠায় সার্চ বিজ্ঞাপন রাখতে পারবেন না যেখানে একই সাথে অন্যান্য ইউনিটের চাহিদার ভিত্তিতে Google Ads-এর টেক্সট দেখানো হয়।
-
অর্গানিক ফলাফলের সাপেক্ষে বিজ্ঞাপনের সংখ্যা
কোনও ব্যবহারকারীর সার্চ কোয়েরি থেকে পাওয়া সার্চ ফলাফলের সংখ্যার চেয়ে বিজ্ঞাপনের সংখ্যা বেশি রাখা যাবে না। -
নিম্নলিখিত কন্টেন্টের বেশিরভাগ অংশে সার্চের ফলাফল দেখা যায় এমন ক্ষেত্রে Google লিখিতভাবে অনুমোদন না করা পর্যন্ত সার্চ ফলাফলের পৃষ্ঠাতে সার্চ বিজ্ঞাপন প্রয়োগ করা যাবে না:
- ভিডিও
- ছবি
- খবরের সঙ্কলন
- লোকজন
- মিউজিক
- Google Programmable Search Engine (যেমন, YouTube API) ছাড়া অন্য কোনও Google পরিষেবা থেকে আসা কন্টেন্ট।
ডেস্কটপের ক্ষেত্রে নির্দিষ্ট নীতি
-
প্রতি পৃষ্ঠায় সর্বাধিক তিনটি বিজ্ঞাপনের ইউনিট সার্চ ফলাফলের পৃষ্ঠায় সর্বাধিক তিনটি বিজ্ঞাপন ইউনিট যোগ করা যেতে পারে। আপনি একটি লিঙ্ক ইউনিটও যোগ করতে পারেন এবং কন্টেন্টের জন্য একটি AdSense অথবা একটি Ad Exchange ইউনিট একটি ছবিতে অবশ্যই সেট করতে হবে যা শুধুমাত্র বিজ্ঞাপনের প্লেসমেন্ট অনুযায়ী টার্গেট করা হয়।
-
অর্গানিক ফলাফল সম্পর্কে বিজ্ঞাপনের সংখ্যা
- কোনও ব্যবহারকারীর সার্চ কোয়েরি থেকে পাওয়া সার্চ ফলাফলের সংখ্যার চেয়ে বিজ্ঞাপনের সংখ্যা বেশি হতে পারে না।
- সার্চের ফলাফলের উপরে অথবা নিচে সর্বাধিক পাঁচটি বিজ্ঞাপন (একটি ইউনিট) এবং স্ক্রল না করে বিজ্ঞাপনের সার্চের ফলাফলের এক তৃতীয়াংশের বেশি জায়গা নেওয়া যাবে না
- ফলাফলের পাশের ইউনিটে সর্বাধিক আটটি বিজ্ঞাপন দেওয়া যাবে
মোবাইল ওয়েব এবং ট্যাবলেটের ক্ষেত্রে নির্দিষ্ট নীতি
- প্রত্যেক পৃষ্ঠায় সর্বাধিক দুটি বিজ্ঞাপন ইউনিট দেওয়া যাবে
যেখানে ফলাফল দেখানো হবে সেই মোবাইলের প্রত্যেক পৃষ্ঠার জন্য সার্চ বিজ্ঞাপনের ক্ষেত্রে একটির বেশি অনুরোধ করা যাবে না। আপনার সার্চ ফলাফলের পৃষ্ঠাতে মোবাইল বিজ্ঞাপন ইউনিটের ক্ষেত্রে সর্বাধিক দুটি সার্চ বিজ্ঞাপন যোগ করা যেতে পারে। যেকোনও সময়ে স্ক্রিনে শুধুমাত্র একটি বিজ্ঞাপন ইউনিট দেখা যাবে। - আপনি উপরের বিজ্ঞাপন ইউনিট ও নিচের বিজ্ঞাপন ইউনিট উভয় ক্ষেত্রে তিনটির বেশি বিজ্ঞাপন দেখাতে পারবেন না।
- একই সময়ে ব্যবহারকারীকে দেখাতে আপনার কাছে একটির বেশি মোবাইল বিজ্ঞাপন ইউনিটের জন্য সার্চ বিজ্ঞাপন থাকবে না।
মোবাইল অ্যাপের ক্ষেত্রে নির্দিষ্ট নীতি
- অন-ফ্রেম বিজ্ঞাপন দেখানোর (যে বিজ্ঞাপন অ্যাপ্লিকেশনের নিচের বা উপরের অংশে দেখানো হয়) অনুমতি নেই।
- ইন-ফ্রেম বিজ্ঞাপন (যে বিজ্ঞাপন মোবাইল অ্যাপ্লিকেশনের ভিতরের পৃষ্ঠায় দেখানো হয়)
আপনি হয়ত বিজ্ঞাপন ইউনিটের উপরে ও নিচে তিনটির বেশি বিজ্ঞাপন দেখাতে পারবেন না। পৃষ্ঠাতে কোনও উপরের বিজ্ঞাপন ইউনিট না থাকলে আপনি নিচের বিজ্ঞাপন ইউনিটে সর্বাধিক চারটি বিজ্ঞাপন দেখাতে পারবেন। - ব্যবহারকারীকে একই সময়ে দেখানোর জন্য আপনার কাছে মোবাইল অ্যাপ বিজ্ঞাপন ইউনিটের ক্ষেত্রে সার্চ বিজ্ঞাপন একটির বেশি থাকবে না।