বিজ্ঞপ্তি

আপনার AdSense পৃষ্ঠা দেখতে ভুলবেন না। AdSense ব্যবহার করে সফল হওয়ার জন্য আপনার অ্যাকাউন্ট সংক্রান্ত পছন্দমতো তথ্য এখানে পেতে পারেন।

সুযোগ ও পরীক্ষা

AdSense ল্যাব ব্যবহার করে দেখা

AdSense ল্যাব হল পরীক্ষামূলক ফিচার যেটি এখনও সব প্রকাশকের জন্য প্রকাশ করতে প্রস্তুত নয়। যেমন, একটি ল্যাব সম্পূর্ণ নতুন বিজ্ঞাপনের ফর্ম্যাটে হতে পারে আমরা যেটির ব্যাপারে মতামত পাওয়ার জন্য অপেক্ষা করছি। এইসব ল্যাবে কাজ করার জন্য আমরা আপনাকে স্বাগত জানাই এবং এব্যাপারে আপনার ভাবনা আমাদের জানাতে আপনাকে উৎসাহ দিই।

আপনি কোনও ল্যাবে পরিবর্তিত করার আগে আপনাকে এইসব বিষয়ে সচেতন থাকতে হবে:

  • ল্যাব এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে, এগুলি যেকোনও সময় পরিবর্তিত হতে, কাজ বন্ধ করে দিতে অথবা অদৃশ্য হয়ে যেতে পারে — আপনি নিজের দায়িত্ব এগুলি ব্যবহার করুন।
  • ল্যাবের ফলাফলে পার্থক্য হতে পারে — নির্দিষ্ট কোনও ল্যাব থেকে আপনি কতটা উপার্জন করবেন সেই ব্যাপারে আমরা কোনও গ্যারেন্টি দিতে পারব না।
  • এগুলি আপনার AdSense অ্যাকাউন্টের স্ট্যাটাসে কোনও প্রভাব ফেলবে না।
  • আপনি যেকোনও সময় এগুলি বন্ধ করে দিতে পারবেন।

কীভাবে কোনও ল্যাব চালু করতে হয়

  1. AdSense অ্যাকাউন্টে সাইন-ইন করুন।
  2.   অপটিমাইজেশন বিকল্পে ক্লিক করুন
  3. Click Labs.
  4. "উপলভ্য ল্যাব" বিভাগে আপনার আগ্রহের এক বা একাধিক ল্যাব চালু করুন।

কেন আপনার কাছে কোনও ল্যাব নাও থাকতে পারে

আপনার সাইটের জন্য আবার প্রযোজ্য হতে পারে বলে আমরা মনে করলে শুধুমাত্র সেই ক্ষেত্রেই ল্যাব দেখিয়ে থাকি। আপনি কোনও ল্যাব ব্যবহার করে দেখতে চাইলে, আমরা আপনার "ল্যাব" পৃষ্ঠা নিয়মিত চেক করতে সাজেস্ট করি।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
true
আপনার AdSense পৃষ্ঠা

নিয়ে আসা হল AdSense পৃষ্ঠা: এমন একটি নতুন রিসোর্স যেখানে AdSense সঠিকভাবে ব্যবহার করার ব্যাপারে আপনার অ্যাকাউন্ট সম্পর্কিত পছন্দসই তথ্য ও বিভিন্ন নতুন সুযোগ পাবেন।

Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
499879862048139929
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
157
false
false