বিজ্ঞপ্তি

আপনার AdSense পৃষ্ঠা দেখতে ভুলবেন না। AdSense ব্যবহার করে সফল হওয়ার জন্য আপনার অ্যাকাউন্ট সংক্রান্ত পছন্দমতো তথ্য এখানে পেতে পারেন।

AdSense কীভাবে কাজ করে

Google AdSense, প্রকাশকদের তাদের অনলাইন কন্টেন্ট থেকে উপার্জন করার সুবিধা প্রদান করে। আপনার কন্টেন্ট ও দর্শকদের উপর নির্ভর করে AdSense আপনার সাইটে কী বিজ্ঞাপন দেখাবে তা ঠিক করে। যেসব বিজ্ঞাপনদাতা তাদের প্রোডাক্টের প্রচার করতে চান তারা এই বিজ্ঞাপনগুলি তৈরি করেন ও সেগুলির জন্য পে করেন। বিজ্ঞাপনদাতারা যেহেতু ভিন্ন ভিন্ন বিজ্ঞাপনের জন্য আলাদা দাম পে করেন, তাই আপনার উপার্জনও আলাদা হয়।

তিন ধাপে AdSense

১. আপনি বিজ্ঞাপন দেখানোর জন্য জায়গার ব্যবস্থা করেন

২. সর্বাধিক পে করে এমন বিজ্ঞাপন আপনার সাইটে দেখানো হয়

৩. আপনাকে পে করা হয়

আপনার সাইটে কোথায় বিজ্ঞাপন দেখানো হবে তা ঠিক করে ও সাইটে বিজ্ঞাপনের কোড পেস্ট করে আপনি বিজ্ঞাপন দেখানোর জন্য জায়গার ব্যবস্থা করেন। রিয়েল-টাইম নিলামের মাধ্যমে বিজ্ঞাপনদাতারা আপনার সাইটের বিজ্ঞাপনের জায়গার জন্য বিড করেন। সর্বাধিক পে করে এমন বিজ্ঞাপন আপনার সাইটে দেখানো হয়। আপনার সাইটে দেখানো বিজ্ঞাপনের জন্য যাতে আপনি পেমেন্ট পান তা নিশ্চিত করতে আমরা সব বিজ্ঞাপনদাতা ও নেটওয়ার্কের বিলিং প্রসেস ম্যানেজ করি।

 

AdSense-এ সাইন-আপ করুন

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন

AdSense কীভাবে কাজ করে সেই সম্পর্কে আপনাকে আরও জানতে সাহায্য করার জন্য প্রকাশকদের এই প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নগুলির নিচে উত্তর দিয়েছি:

সবকটি বড় করুন  সবকটি আড়াল করুন

AdSense সম্পর্কে

AdSense কী?
AdSense আপনার অনলাইন কন্টেন্টের পাশে বিজ্ঞাপন দেখিয়ে উপার্জন করার একটি সহজ ও ফ্রি উপায়। AdSense-এর সাহায্যে আপনি সাইটের দর্শকদের প্রাসঙ্গিক ও আকর্ষণীয় বিজ্ঞাপন দেখাতে পারবেন এবং সাইটের সাথে মেলানোর জন্য বিজ্ঞাপনগুলি কীভাবে দেখানো হবে তাও কাস্টমাইজ করতে পারবেন।
অন্য বিজ্ঞাপন নেটওয়ার্ক ও AdSense-এর মধ্যে পার্থক্য কী?
AdSense প্রোগ্রাম-এর মাধ্যমে আপনার সাইটে Google Ads থেকে বিজ্ঞাপন পরিবেশন করা হয়। বিজ্ঞাপনের ধরনের উপর নির্ভর করে বিজ্ঞাপনের ইম্প্রেশন বা ব্যবহারকারীরা কতবার বিজ্ঞাপনে ক্লিক করেছেন সেই অনুযায়ী আপনার সাইটে বিজ্ঞাপনের জন্য Google আপনাকে পে করে। অসংখ্য বিজ্ঞাপনদাতার চাহিদা সম্পর্কে আপনি AdSense থেকে সঙ্গে সঙ্গে ও অটোমেটিক জানতে পারেন। অর্থাৎ, বিজ্ঞাপনের জায়গার জন্য প্রতিযোগিতা বাড়ে। এছাড়াও, আপনার সব অনলাইন কন্টেন্টের জন্য আপনি আরও প্রাসঙ্গিক বিজ্ঞাপন দেখানোর সুযোগ পান।
আমার সাইটে কোন বিজ্ঞাপন দেখানো হবে তা কি আমায় বেছে নিতে হবে?
না। AdSense আপনার সাইটের কন্টেন্ট বা দর্শকের উপর নির্ভর করে অটোমেটিক বিজ্ঞাপন পরিবেশন করে। আপনার সাইটে Google কীভাবে বিজ্ঞাপন টার্গেট করে তা জানুন।
আমার সাইটে কোন বিজ্ঞাপন দেখানো হবে তা কে নির্ধারণ করে?
আপনার পৃষ্ঠায় কোন বিজ্ঞাপন দেখানো হবে তা বিজ্ঞাপনের নিলাম ব্যবহার করে AdSense অটোমেটিক বেছে নেয়। সর্বাধিক পে করে এমন বিজ্ঞাপন আপনার সাইটে দেখানো হয়। বিজ্ঞাপনের নিলাম সম্পর্কে আরও জানুন।
আমার সাইটে কি আমি বিজ্ঞাপনগুলি দেখতে পাব?
হ্যাঁ, আপনার সাইটে বিজ্ঞাপন সেট-আপ করা হয়ে গেলে সেটি দেখতে পাবেন। একটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, নিজের সাইটের বিজ্ঞাপনে কখনও ক্লিক করবেন না। AdSense-এর প্রোগ্রাম নীতি অনুযায়ী যেকোনও কারণে নিজের সাইটের বিজ্ঞাপনে ক্লিক করা নিষিদ্ধ।
আমার সাইটে কোনও বিজ্ঞাপন পছন্দ না হলে আমি কি সেটি সরিয়ে দিতে পারি?
হ্যাঁ। আপনার AdSense অ্যাকাউন্টের ব্র্যান্ড নিরাপত্তা পৃষ্ঠা থেকে আপনি আলাদা করে কোনও বিজ্ঞাপন পর্যালোচনা করতে ও নিজের পৃষ্ঠায় সেটি দেখাতে চান কিনা তা বেছে নিতে পারবেন। আপনার সাইটে বিজ্ঞাপন দেখানো এবং ব্লক করার বিষয়ে নির্দেশিকা দেখুন।

খরচ

AdSense ব্যবহার করতে হলে কি আমায় পে করতে হবে?
না, AdSense-এ ফ্রিতে অংশগ্রহণ করা যায়। তার থেকেও ভাল, আপনার সাইটে দেখানো বিজ্ঞাপনে ক্লিক, সেটির ইম্প্রেশন ও Google Ads-এর সাথে অন্যান্য ইন্টার‍্যাকশনের জন্য Google আপনাকে পে করে। AdSense ব্যবহার করে উপার্জন করা সম্পর্কে আরও জানতে AdSense থেকে উপার্জন নিবন্ধটি দেখুন।

সাইন-আপ করুন

আমি AdSense-এ সাইন-আপ করব কীভাবে?
আপনি AdSense ব্যবহার করার জন্য প্রস্তুত হলে, এখান থেকে সাইন-আপ করতে পারেন। আপনার সাইট প্রোগ্রাম নীতি মেনে চলছে কিনা দেখার জন্য সেটি আমরা পর্যালোচনা করব।

নীতি

AdSense-এ অংশগ্রহণ করার জন্য আমাকে কি কোনও নীতি মেনে চলতে হবে?
AdSense ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছেন এমন সব প্রকাশককে প্রোগ্রাম নীতি মেনে চলতে হবে। আপনি এই নীতিগুলি না মেনে চললে আপনার AdSense অ্যাকাউন্ট আমরা বন্ধ করে দিতে পারি। অনেক ক্ষেত্রে, প্রকাশকরা যাতে নীতি মেনে চলেন তা নিশ্চিত করতে আমরা তাদের সাথে একসাথে কাজ করি। তবে এইসব নীতি লঙ্ঘন করে এমন বিজ্ঞাপন না দেখানো, যেসব পৃষ্ঠা এইসব নীতি লঙ্ঘন করে সেখানে বিজ্ঞাপন পরিবেশন না করা, পেমেন্ট হোল্ডে রাখা অথবা নীতি লঙ্ঘনকারী অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার অধিকার আমাদের আছে।

মনে রাখবেন যে আমরা যেকোনও সময় নীতি পরিবর্তন করতে পারি এবং নিয়ম ও শর্তাবলী অনুযায়ী লেটেস্ট প্রোগ্রাম নীতি জানা ও সেটি মেনে চলার দায়িত্ব আপনার।

আপনি কীভাবে প্রোগ্রাম নীতি প্রয়োগ করেন?
AdSense প্রকাশকরা আমাদের প্রোগ্রাম নীতি মেনে চলছেন কিনা তা আমরা নিয়মিত মনিটর করি। কোনও প্রকাশক আমাদের নীতি বা নিয়ম ও শর্তাবলী মেনে চলছেন না বলে শনাক্ত করা হলে তার অ্যাকাউন্ট সাসপেন্ড বা বন্ধ করে দেওয়া হতে পারে।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
true
আপনার AdSense পৃষ্ঠা

নিয়ে আসা হল AdSense পৃষ্ঠা: এমন একটি নতুন রিসোর্স যেখানে AdSense সঠিকভাবে ব্যবহার করার ব্যাপারে আপনার অ্যাকাউন্ট সম্পর্কিত পছন্দসই তথ্য ও বিভিন্ন নতুন সুযোগ পাবেন।

Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
13238198708115283186
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
157
false
false