বিজ্ঞপ্তি

আপনার AdSense পৃষ্ঠা দেখতে ভুলবেন না। AdSense ব্যবহার করে সফল হওয়ার জন্য আপনার অ্যাকাউন্ট সংক্রান্ত পছন্দমতো তথ্য এখানে পেতে পারেন।

অ্যাকাউন্ট সেটিংস

AdSense ব্যবহার করার সুবিধা কোন কোন দেশে নিয়ন্ত্রিত রয়েছে তা বোঝা

ইউনাইটেড স্টেটস অফিস অফ ফরেন অ্যাসেট কন্ট্রোল (OFAC)-এর পক্ষ থেকে জারি করা নিষেধাজ্ঞা Google মেনে চলে। ফলে, নিচে উল্লেখ করা দেশ বা অঞ্চলের প্রকাশকরা AdSense ব্যবহার করতে পারেন না:

  • ক্রিমিয়া
  • কিউবা
  • তথাকথিত ডনেস্ক পিপলস রিপাবলিক (DNR) এবং লুহানস্ক পিপলস রিপাবলিক (LNR)
  • ইরান
  • উত্তর কোরিয়া
  • সিরিয়া

পাশাপাশি, AdSense সেই সব সংস্থা বা ব্যক্তিদের জন্য উপলভ্য নয়, যাদের উপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা এবং রফতানি বিষয়ক নিয়ন্ত্রণ আরোপ করা আছে। এটি সেই ধরনের সংস্থা বা ব্যক্তির জন্য উপলভ্য নয়, যারা নিয়ন্ত্রণে রয়েছে এমন সংস্থা বা ব্যক্তির মালিকানার আওত্তায় আছে বা তাদের মাধ্যমে নিয়ন্ত্রিত আছে।

প্রকাশকরা কীভাবে নিষেধাজ্ঞা সংক্রান্ত আইন মেনে চলবেন

এর পাশাপাশি, প্রযোজ্য নিষেধাজ্ঞা এবং রফতানি বিষয়ক নিয়ন্ত্রণ AdSense প্রকাশকদের অবশ্যই মেনে চলতে হবে। এর মধ্যে আছে OFAC-এর পক্ষ থেকে জারি করা নিষেধাজ্ঞা; Google যেন এই সমস্ত নিয়ম লঙ্ঘন না করে তাও মালিকদের নিশ্চিত করতে হবে। নিয়ন্ত্রিত সংস্থা বা ব্যক্তিদের জন্য বা তাদের তরফে AdSense ব্যবহার করা যাবে না। নিষেধাজ্ঞা আরোপিত দেশ বা অঞ্চলের সংস্থা বা ব্যক্তিদের জন্য বা তাদের তরফে AdSense ব্যবহার করা যাবে না।

সম্প্রতি যোগ করা অঞ্চল

যদি আপনি এমন কোনও লোকেশনে থাকেন যেখানে OFAC-এর পক্ষ থেকে সম্প্রতি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তাহলে AdSense অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে।

আপনার অ্যাকাউন্ট কোনও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আওতায় এলে সেটি সাসপেন্ড করার সময় আমরা আপনাকে ইমেল পাঠাব। অতিরিক্ত সময় পাওয়া যাবে না বা এর কোনও ব্যতিক্রম হবে না। আপনি যদি মনে করেন যে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়া উচিত নয়, তাহলে আমাদের সিদ্ধান্ত আবার বিবেচনার অনুরোধ করতে যোগাযোগের ফর্ম পূরণ করুন।

নিষিদ্ধ অঞ্চলে অ্যাকাউন্ট অ্যাক্সেস

আপনার অ্যাকাউন্টটি নিষিদ্ধ দেশ বা অঞ্চলে না থাকলেও নিষেধাজ্ঞার আওতায় পড়তে পারে: আপনি নিজে যদি নিষিদ্ধ কোনও দেশে বা অঞ্চলে থাকেন বা যান, তাহলেও আপনি AdSense-এ সাইন-ইন করতে পারবেন না। তবে, AdSense সহায়তা কেন্দ্র এবং AdSense-এর অন্য যে সমস্ত ওয়েবসাইটে সাইন-ইন করার প্রয়োজন নেই, সেগুলি আপনি অ্যাক্সেস করতে পারবেন।

আগে থেকে থাকা অ্যাকাউন্টের জমা ব্যালেন্স

নিষেধাজ্ঞার আওতায় আসা AdSense প্রকাশকদের আইনত যতটা সম্ভব, ততখানি বকেয়া টাকা দেওয়ার চেষ্টা করা হবে। যেমন, ক্রিমিয়াতে মার্কিন যুক্তরাষ্ট্রের আইনের অধীনে ১ ফেব্রুয়ারি, ২০১৫ তারিখের পরে কোনও পেমেন্ট প্রসেস করা হবে না।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
true
আপনার AdSense পৃষ্ঠা

নিয়ে আসা হল AdSense পৃষ্ঠা: এমন একটি নতুন রিসোর্স যেখানে AdSense সঠিকভাবে ব্যবহার করার ব্যাপারে আপনার অ্যাকাউন্ট সম্পর্কিত পছন্দসই তথ্য ও বিভিন্ন নতুন সুযোগ পাবেন।

Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
163941513818430675
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
157
false
false