বিজ্ঞপ্তি

আপনার AdSense পৃষ্ঠা দেখতে ভুলবেন না। AdSense ব্যবহার করে সফল হওয়ার জন্য আপনার অ্যাকাউন্ট সংক্রান্ত পছন্দমতো তথ্য এখানে পেতে পারেন।

অফিসিয়াল ডকুমেন্ট পরিচয়পত্র হিসেবে জমা দেওয়া যাবে

আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে এবং আমাদের জন্য অ্যাকাউন্ট সংক্রান্ত বিবরণ খুঁজে পাওয়াটা সহজ করে তুলতে, Google-এর সঙ্গে যোগাযোগের সময় হয়ত আপনার কাছে এই আইডি চাওয়া হতে পারে। আপনি যে ব্যক্তিগত তথ্য জমা করেছেন তা সঠিক কিনা জানতে এই তথ্য সংগ্রহ করা হচ্ছে।

Google-এর অভ্যন্তরীণ সিস্টেমে উচ্চ মানের নিরাপত্তা ব্যবস্থায় আপনার আইডি এনক্রিপটেড করে স্টোর করা হবে এবং সেটি অন্যদের সাথে শেয়ার করা হবে না।

যে ধরনের আইডি জমা দিতে পারবেন

  • সরকারি আইডি কার্ড: AdSense অ্যাকাউন্টে যেভাবে দেখা যাচ্ছে ঠিক সেভাবেই ছবিতে আপনার প্রাপক হিসেবে নাম এবং ঠিকানা থাকতে হবে।

  • ব্যাঙ্ক স্টেটমেন্ট, টেলিফোন বিল বা ভাড়ার রসিদ: আপনার আইডি কার্ডে উল্লেখ করা ঠিকানা আলাদা হলে বা আইডি কার্ডে ঠিকানা উল্লেখ করা না থাকলে, ব্যাঙ্ক স্টেটমেন্ট, টেলিফোন বিল বা ভাড়ার রসিদের ছবি ঠিকানা হিসেবে জমা দিতে পারেন। যাতে AdSense অ্যাকাউন্টে যেভাবে দেখা যাচ্ছে ঠিক সেভাবেই ছবিতে আপনার প্রাপক হিসেবে নাম এবং ঠিকানা থাকতে হবে।

মনে রাখবেন:
  • আমাদের ব্যবহৃত ভাষাতে প্রিন্ট হওয়া তথ্য শুধুমাত্র গ্রহণ করা হবে।
  • ছবিটি যেন বোঝা যায়, ফোকাসে থাকে এবং তীব্র আলো ও প্রতিফলন না থাকে।
  • আপনার ডকুমেন্টের দুই দিকেই তথ্য থাকলে সেটির সামনের ও পিছনের ছবি তুলে দুটি ছবি আপলোড করুন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
true
আপনার AdSense পৃষ্ঠা

নিয়ে আসা হল AdSense পৃষ্ঠা: এমন একটি নতুন রিসোর্স যেখানে AdSense সঠিকভাবে ব্যবহার করার ব্যাপারে আপনার অ্যাকাউন্ট সম্পর্কিত পছন্দসই তথ্য ও বিভিন্ন নতুন সুযোগ পাবেন।

Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
11872558201284755195
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
157
false
false