বিজ্ঞপ্তি

আপনার AdSense পৃষ্ঠা দেখতে ভুলবেন না। AdSense ব্যবহার করে সফল হওয়ার জন্য আপনার অ্যাকাউন্ট সংক্রান্ত পছন্দমতো তথ্য এখানে পেতে পারেন।

পেমেন্ট

Google Asia Pacific Pte. Ltd. হল চুক্তি সম্পাদনকারী এন্টিটি

 

সিঙ্গাপুরের বিলিং ঠিকানা আছে এমন প্রকাশকদের সিঙ্গাপুরের 'পণ্য ও পরিষেবা ট্যাক্স' (জিএসটি) দিতে হতে পারে। সেটি অনুযায়ী, আপনাকে প্রদত্ত পরিষেবার জন্য Google জিএসটি চার্জ করতে হতে পারে।

জিএসটি জমা দেওয়ার জন্য আপনাকে ইনভয়েস পাঠাতে হলে নিচের নির্দেশাবলী অনুসরণ করুন। সব প্রয়োজনীয় তথ্য জমা দিতে এবং শর্তাবলীতে সম্মতি জানাতে ভুলবেন না, সেটি না করলে আমরা আপনার ইনভয়েস গ্রহণ করতে পারব না।

মনে রাখবেন: পিডিএফ হিসেবে ইনভয়েস পাঠাতে হবে। অন্য কোনও ফর্ম্যাট গ্রহণযোগ্য বলে বিবেচিত হয় না।

এটিতে সরাসরি যান: প্রয়োজনীয় তথ্য | নমুনা ইনভয়েস | ইনভয়েস জমা দিন

প্রয়োজনীয় তথ্য

আপনার ইনভয়েসে নিম্নলিখিত সব তথ্য থাকতে হবে:

  • "ট্যাক্স ইনভয়েস" কথাটি
  • আপনার নাম ও ঠিকানা (AdSense, AdMob বা Ad Exchange অ্যাকাউন্টে যেভাবে উল্লেখ করা আছে)
  • আপনার জিএসটি রেজিস্ট্রেশন নম্বর
  • ইনভয়েস ইস্যু করার তারিখ
  • ইনভয়েস শনাক্তকরণ নম্বর
  • Google এশিয়া প্যাসিফিকের জিএসটি রেজিস্ট্রেশন নম্বর: 200817984R
  • Google এশিয়া প্যাসিফিকের সম্পূর্ণ নাম ও ঠিকানা হল:
    Google Asia Pacific Pte. Ltd.
    Mapletree Business City II
    70 Pasir Panjang Road, #03-71
    Singapore 117371
    মনে রাখবেন: ইনভয়েস এই ঠিকানায় পাঠাবেন না। শুধু অনলাইন জমা দিলেই হবে
  • এগুলি সহ প্রদত্ত পরিষেবার বিবরণ (যেমন, ইন্টারনেট বিজ্ঞাপন পরিষেবা):
    • পেমেন্টের তারিখ (যে তারিখে পেমেন্ট করা হয়েছিল)
    • পেমেন্ট নম্বর (পেমেন্টের রসিদ-এ পাওয়া যাবে)
  • জিএসটি বাদ দিয়ে ট্যাক্সযোগ্য অর্থের পরিমাণ (এটি পেমেন্টের মোট পরিমাণ)
    মনে রাখবেন: শুধু AdSense, AdMob বা Ad Exchange থেকে উপার্জন এই প্রসেসের জন্য বিবেচিত হবে।
  • সিঙ্গাপুরে বর্তমান জিএসটি হার
  • কত জিএসটি পেমেন্ট করতে হবে (জিএসটি-র শতকরা হার দ্বারা নির্ধারিত সঠিক পরিমাণ)
  • জিএসটি সহ মোট অর্থের পরিমাণ
  • মোট কত পেমেন্ট করতে হবে (সবসময় যে পরিমাণ অর্থের উপর জিএসটি চার্জ করা হয় সেটির সমান)
    মনে রাখবেন: ইনভয়েসে অর্থের পরিমাণ বিদেশী মুদ্রায় উল্লেখ করা হলে, ট্যাক্স ইনভয়েসে নিম্নলিখিত বিষয়গুলি সিঙ্গাপুরের ডলারে উল্লেখ করতে ভুলবেন না:
    • জিএসটি বাদ দিয়ে মোট অর্থের পরিমাণ
    • জিএসটি সহ মোট অর্থের পরিমাণ
    • জিএসটি হিসেবে যতটা পেমেন্ট করতে হবে

নমুনা ইনভয়েস

ট্যাক্স ইনভয়েসে নিম্নলিখিত তথ্য থাকতে হবে:

  1. "ট্যাক্স ইনভয়েস" কথাটি
  2. Google এশিয়া প্যাসিফিকের সম্পূর্ণ নাম, ঠিকানা ও জিএসটি রেজিস্ট্রেশন নম্বর।
  3. পণ্য ও পরিষেবার বিবরণ
  4. জিএসটি হার
  5. আপনার নাম ও ঠিকানা
  6. আপনার জিএসটি রেজিস্ট্রেশন নম্বর
  7. ইনভয়েসের তারিখ
  8. ইনভয়েস শনাক্তকরণ নম্বর
  9. জিএসটি বাদ দিয়ে মোট অর্থের পরিমাণ (S$)
  10. মোট জিএসটি (S$)
  11. জিএসটি সহ মোট অর্থের পরিমাণ (S$)

আপনার ইনভয়েস জমা দিন

সব প্রয়োজনীয় তথ্য যোগ করার পরে এই ফর্ম ব্যবহার করে আপনার ইনভয়েস জমা দিন এবং প্রসেস করার জন্য উল্লিখিত শর্তাবলীতে সম্মতি জানান: সিঙ্গাপুরের জিএসটি ইনভয়েস জমা দেওয়ার ফর্ম

সব তথ্য সহ জিএসটি রেমিট্যান্স ইনভয়েস পেলে আমরা সেটি পর্যালোচনা এবং প্রসেস করব। ইনভয়েস প্রসেসিংয়ের জন্য ৬-৮ সপ্তাহ সময় লাগতে পারে।

Google-এর সাথে আপনার চুক্তি অনুযায়ী আপনার প্রদান করা পরিষেবার জন্য Google যে পেমেন্ট করে সেটি চূড়ান্ত এবং এর জন্য ট্যাক্স দিতে হলে, সব প্রযোজ্য ট্যাক্স অন্তর্ভুক্ত থাকে বলে বিবেচনা করতে হবে।

তবে, স্থানীয় সরকারি আইন অনুযায়ী আপনাকে ট্যাক্স সংক্রান্ত আরও তথ্য বা ট্যাক্স ইনভয়েস পাঠাতে হলে সেটি নিম্নলিখিত ঠিকানায় পাঠাতে পারেন। মনে রাখবেন, আমরা সব ধরনের ফর্ম বা ইনভয়েস প্রসেস করি না।

Google Asia Pacific Pte. Ltd.
Mapletree Business City II
70 Pasir Panjang Road, #03-71
Singapore 117371

মনে রাখবেন, আমাদের জিএসটি নম্বর হল 200817984R

যেহেতু ট্যাক্সের ব্যাপারে Google আপনাকে কোনও পরামর্শ দিতে পারবে না, তাই দেশীয় ট্যাক্স সংক্রান্ত দায়দায়িত্বের ব্যাপারে কোনও প্রশ্ন থাকলে স্থানীয় ট্যাক্স উপদেষ্টার সাথে যোগাযোগ করুন।

আপনার অ্যাকাউন্টের জন্য সঠিক চুক্তি সম্পাদনকারী এন্টিটি বেছে নিয়েছেন কিনা তা ভাল করে দেখে নেবেন। কীভাবে ট্যাক্স সংক্রান্ত তথ্যের জন্য আপনার চুক্তি সম্পাদনকারী এন্টিটি খুঁজবেন তা জানুন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
true
আপনার AdSense পৃষ্ঠা

নিয়ে আসা হল AdSense পৃষ্ঠা: এমন একটি নতুন রিসোর্স যেখানে AdSense সঠিকভাবে ব্যবহার করার ব্যাপারে আপনার অ্যাকাউন্ট সম্পর্কিত পছন্দসই তথ্য ও বিভিন্ন নতুন সুযোগ পাবেন।

Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
17298976787905746064
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
157
false
false