বিজ্ঞপ্তি

আপনার AdSense পৃষ্ঠা দেখতে ভুলবেন না। AdSense ব্যবহার করে সফল হওয়ার জন্য আপনার অ্যাকাউন্ট সংক্রান্ত পছন্দমতো তথ্য এখানে পেতে পারেন।

সাইন-আপ এবং সক্রিয় করা

ফোন নম্বর যাচাইকরণ সংক্রান্ত প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন

AdSense অ্যাকাউন্ট যাচাই করার জন্য Google কেন আপনার ফোন নম্বর চায়

অপব্যবহারের হাত থেকে ব্যবহারকারীদের নিরাপদে রাখতে কিছু ক্ষেত্রে আমরা তাদের অ্যাকাউন্ট তৈরি করা অথবা সাইন-ইন করার আগে তারা যে রোবট নয় তার প্রমাণ দিতে বলি। আপনার সিস্টেমকে স্প্যামারের অপব্যবহারের হাত থেকে নিরাপদে রাখতে ফোন থেকে এই অতিরিক্ত কনফার্মেশন দিন।

নিচে উল্লেখ করা প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নে সেই ফোন নম্বরটির উল্লেখ করা হয় যেটি AdSense অ্যাকাউন্টের জন্য সাইন-আপ করার সময় সংগ্রহ করা হয়।

আপনার ফোন নম্বর কীভাবে লিখবেন

আইএসডি কোডের ফর্ম্যাট মেনে আপনার ফোন নম্বর লিখে যাচাই করুন: +(দেশের কোড)(এলাকার কোড)(ফোন নম্বর). উদাহরণ: +১৪১৫৫৫৫২৬৭১, +৪৪১২৩৪৫৬৭৮৯০

মনে রাখবেন: AdSense-এ সাইন-আপ করে আপনার ফোন নম্বরের দেশের কোডের সাথে আপনি যে দেশ/অঞ্চলে বসবাস করেন সেটি বেছে নেওয়ার সময় সেই তথ্য মিলতে হবে। যেমন ধরুন, সাইন-আপ করার সময় আপনি বেছে নিয়েছেন "যুক্তরাজ্য", তাই আপনার ফোন নম্বর অবশ্যই +৪৪ দিয়ে শুরু হতে হবে।

টেক্সট মেসেজ বা কলের খরচ

আপনি কোন দেশে আছেন তার ভিত্তিতে আপনার এসএমএস বা ভয়েস কলের জন্য চার্জ করা হতে পারে। টেক্সট বা ভয়েস মেসেজের রেট আপনার সাবস্ক্রাইব করা প্ল্যান এবং নেটওয়ার্ক প্রদানকারীর উপর নির্ভর করে, তবে সম্ভবত টেক্সট মেসেজের এবং কল চার্জের যে স্ট্যান্ডার্ড রেট হয় তাই হবে।

বিস্তারিত জানতে আপনার মোবাইলের নেটওয়ার্ক প্রদানকারীর সাথে যোগাযোগ করুন।

টেক্সট মেসেজ ডেলিভার করতে দেরি হচ্ছে

আপনি যদি জনবহুল এলাকায় থাকেন অথবা যে নেটওয়ার্ক পরিষেবা ব্যবহার করছেন তার পরিকাঠামো ভাল না থাকে তাহলে টেক্সট মেসেজের ডেলিভারিতে দেরি হতে পারে। আপনি বেশ কিছু মিনিট অপেক্ষা করেও আমাদের থেকে কোনও টেক্সট মেসেজ না পেয়ে থাকেন, তাহলে ভয়েস কল বিকল্পটি ব্যবহার করে দেখুন।

যেসব পরিষেবা প্রদানকারীর সাথে কাজ করা হয়

Google-এর থেকে টেক্সট মেসেজের সুবিধা বেশিরভাগ মোবাইল পরিষেবা প্রদানকারীর কাছেই আছে। আপনার পরিষেবা প্রদানকারীতে Google-এর থেকে মেসেজ পাওয়ার সুবিধাটি যদি না থাকে, আপনি ভয়েস কল বিকল্পটি ব্যবহার করে দেখতে পারেন অথবা অন্য ফোন নম্বর ব্যবহার করতে পারেন।

টেক্সট মেসেজ বা ভয়েস কল যাচাইকরণ পদ্ধতি কাজ করছে না

এসএমএস এবং ভয়েস কলের বিকল্প দুটি একাধিকবার ব্যবহারের চেষ্টা করেও যদি আপনি যাচাইকরণের কোড না পেয়ে থাকেন, তাহলে সাজেস্ট করা নিচের ধাপগুলি অনুসরণ করুন:

  • যদি মোবাইল ফোন ব্যবহার করছেন তাহলে একটি ল্যান্ডলাইন টেলিফোন ব্যবহার করে অথবা বিপরীত কাজটিও করে দেখতে পারেন।
  • ফোনে অন্য ব্যক্তিদের থেকে কল এবং টেক্সট মেসেজ পাচ্ছেন কিনা কনফার্ম করুন।
  • আপনি যদি মোবাইল ফোন ব্যবহার করেন তাহলে যাচাইকরণের (মোবাইল পরিষেবা রেঞ্জের বাইরে থাকার সময়ে একটি এসএমএস পাঠানো হলে এবং পরে সেটি রেঞ্জের মধ্যে ফিরে এলেও অনেক সময় এসএমএস ডেলিভার হয় না) সময় মোবাইল সিগন্যাল ভাল আছে কিনা ভাল করে দেখে নিন।
  • অন্য কোনও দিনে ফোন নম্বর যাচাইকরণের চেষ্টা করুন - টেলিকম নেটওয়ার্কে সমস্যার জন্য এসএমএস এবং ভয়েস কলে হওয়া সমস্যা এখন ঠিক হয়েও যেতে পারে।
  • অন্য কোনও নেটওয়ার্ক পরিষেবা ব্যবহার করে দেখুন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
true
আপনার AdSense পৃষ্ঠা

নিয়ে আসা হল AdSense পৃষ্ঠা: এমন একটি নতুন রিসোর্স যেখানে AdSense সঠিকভাবে ব্যবহার করার ব্যাপারে আপনার অ্যাকাউন্ট সম্পর্কিত পছন্দসই তথ্য ও বিভিন্ন নতুন সুযোগ পাবেন।

Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
389707236801235642
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
157
false
false