আপনার পেমেন্ট সেটিংসে গিয়ে পেমেন্টের থ্রেশহোল্ড পেমেন্টের ডিফল্ট থ্রেশহোল্ড-এর থেকে বেশি মান পর্যন্ত বাড়াতে পারেন।
আপনার পেমেন্ট থ্রেশহোল্ড পরিবর্তন করতে এই ধাপ অনুসরণ করুন:
- AdSense অ্যাকাউন্টে সাইন-ইন করুন।
- পেমেন্ট পেমেন্ট সংক্রান্ত তথ্য বিকল্পে ক্লিক করুন।
- সেটিংস ম্যানেজ করুন বিকল্পে ক্লিক করুন।
- "পেমেন্টের শিডিউল" বিকল্পের ঠিক পাশে এডিট করুন বিকল্পে ক্লিক করুন।
- আপনার পছন্দের পেমেন্ট থ্রেশহোল্ডের মান লিখুন।
- সেভ করুন বিকল্পে ক্লিক করুন।
আমি কি আমার পেমেন্টের শিডিউল পরিবর্তন করতে পারি?
বর্তমানে আমরা পেমেন্টের ফ্রিকোয়েন্সি পরিবর্তন করার অনুমতি দিই না। তবে, আপনার পেমেন্ট সাময়িকভাবে হোল্ড করার বিকল্প বেছে নিতে পারেন।