বিজ্ঞপ্তি

আপনার AdSense পৃষ্ঠা দেখতে ভুলবেন না। AdSense ব্যবহার করে সফল হওয়ার জন্য আপনার অ্যাকাউন্ট সংক্রান্ত পছন্দমতো তথ্য এখানে পেতে পারেন।

পেমেন্ট

AdSense কীভাবে আপনার উপার্জনের এক্সচেঞ্জ রেট নির্ধারণ করে

বিজ্ঞাপন দেখানোর আগের দিন থেকে প্রচলিত মার্কেট রেট ব্যবহার করে আমরা বিজ্ঞাপনদাতার অর্থকে তাদের মুদ্রা থেকে আপনার মুদ্রায় রূপান্তরিত করি। আমরা প্রধান ব্যাঙ্ক এবং ইন্ডাস্ট্রির অন্যান্য স্বীকৃত রেট সোর্স থেকে এই রেটের তথ্য পেয়ে থাকি।

উদাহরণ: ধরা যাক, আপনি ইউরোতে পেমেন্ট পান ও ১৫ আগস্টে একজন বিজ্ঞাপনদাতা আপনার সাইটে বিজ্ঞাপন দেখানোর স্পেস কেনার জন্য মার্কিন ডলারে পে করেছেন। আমরা ১৪ আগস্টের শেষ মুহূর্তে ডলার থেকে ইউরোর এক্সচেঞ্জ রেট যা ছিল তা ব্যবহার করে আপনার উপার্জন গণনা করব।
মনে রাখবেন: আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার পেমেন্ট মুদ্রার তুলনায় অন্য কোনও মুদ্রা চালু থাকলে আপনি পেমেন্ট পাওয়ার সময়ে, ব্যাঙ্ক নিজস্ব মুদ্রা রূপান্তর রেট প্রয়োগ করতে (নিজস্ব এক্সচেঞ্জ রেট প্রয়োগ করে) এমনকি আপনার AdSense পেমেন্ট প্রত্যাখ্যান করতেও পারে। উভয় ক্ষেত্রেই আরও তথ্য জানতে সরাসরি আপনার ব্যাঙ্কের সাথে যোগাযোগ করুন।

রিপোর্টের এক্সচেঞ্জ রেট

আমরা রিপোর্টের ক্ষেত্রেও একই পদ্ধতিতে মুদ্রা রূপান্তরিত করে থাকি। অর্থাৎ, আপনাকে যে পরিমাণ পেমেন্ট করা হবে তা আপনার পেমেন্ট মুদ্রার রিপোর্টে দেখানোর কথা। যদি আপনি সেই মুদ্রায় পেমেন্ট করেন তবে আপনাকে যে পরিমাণ পেমেন্ট করা হবে তা একটি ভিন্ন মুদ্রায় রিপোর্টে দেখানো হয়।

মনে রাখবেন: আপনার পেমেন্ট মুদ্রার পরিবর্তে অন্য মুদ্রায় রিপোর্ট দেখার সময়ে, আপনি যদি পরবর্তী সময়ের এক্সচেঞ্জ রেট অনুযায়ী আপনার উপার্জনের হিসেব করেন তাহলে রিপোর্টে দেখানো অর্থ (প্রতিদিনের এক্সচেঞ্জ রেট অনুযায়ী) আপনার করা হিসেবের সাথে নাও মিলতে পারে।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
true
আপনার AdSense পৃষ্ঠা

নিয়ে আসা হল AdSense পৃষ্ঠা: এমন একটি নতুন রিসোর্স যেখানে AdSense সঠিকভাবে ব্যবহার করার ব্যাপারে আপনার অ্যাকাউন্ট সম্পর্কিত পছন্দসই তথ্য ও বিভিন্ন নতুন সুযোগ পাবেন।

Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
5104567252210064169
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
157
false
false