বিজ্ঞপ্তি

আপনার AdSense পৃষ্ঠা দেখতে ভুলবেন না। AdSense ব্যবহার করে সফল হওয়ার জন্য আপনার অ্যাকাউন্ট সংক্রান্ত পছন্দমতো তথ্য এখানে পেতে পারেন।

পেমেন্ট

আপনার AdSense পেমেন্টে সাময়িক ভাবে হোল্ড প্রয়োগ করা

আপনার AdSense পেমেন্টে সর্বাধিক এক বছর পর্যন্ত সাময়িক ভাবে হোল্ড প্রয়োগ করতে পারবেন। নিজে থেকে হোল্ড প্রয়োগ করার প্রক্রিয়া কনফিগার করলে, আপনার নির্দিষ্ট করা তারিখের আগে Google পেমেন্ট করতে পারবে না, কিন্তু ব্যালেন্স হিসেবে আপনার করা উপার্জন জমতে থাকবে।

আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স যদি পেমেন্ট থ্রেশহোল্ডে পৌঁছায় এবং আপনার অ্যাকাউন্টে যদি কোনও হোল্ড প্রয়োগ করা না থাকে, তাহলে হোল্ডের মেয়াদ হিসেবে যে তারিখ নির্দিষ্ট করেছেন তার, কয়েক দিনের পরেই আমরা আপনার জমা হওয়া উপার্জনের একটি বড়সড় পেমেন্ট ইস্যু করব।

আবার পেমেন্ট পাওয়া চালু করতে চান?

আবার পেমেন্ট পাওয়া শুরু করতে, হয় আপনার অ্যাকাউন্টে নিজের সেট করা হোল্ড সরান অথবা যদি প্রযোজ্য হয়, আপনার পেমেন্ট থ্রেশহোল্ড পরিবর্তন করে $১০০ (অথবা সেই অঞ্চলের সম পরিমাণ মূল্য) করুন এবং একটি যথাযথ পেমেন্টের তারিখ সেট করুন।

আপনার পেমেন্টে একটি হোল্ড সেট করার জন্য:

  1. AdSense অ্যাকাউন্টে সাইন-ইন করুন।
  2. পেমেন্ট এবং তারপর পেমেন্ট সংক্রান্ত তথ্য বিকল্পে ক্লিক করুন।
  3. সেটিংস ম্যানেজ করুন বিকল্পে ক্লিক করুন।
  4. "পেমেন্টের শিডিউল" বিকল্পের ঠিক পাশে এডিট করুন Compose বিকল্পে ক্লিক করুন।
  5. পেমেন্ট হোল্ডের মেয়াদ যে তারিখে শেষ হবে হিসেবে সেট করতে চান সেই তারিখটি লিখুন।
  6. একটি আলাদা বিকল্প হিসাবে, আপনি পেমেন্ট থ্রেশহোল্ড বাড়িয়ে একটি বড় অঙ্কের অর্থরাশিতে সেট করতে পারেন।
  7. সেভ করুন বিকল্পে ক্লিক করুন।
মনে রাখবেন: নিজের পেমেন্টের ক্ষেত্রে আপনি এক বছরের বেশি সময়সীমার হোল্ড প্রয়োগ করতে পারবেন না। এছাড়াও, আপনি যদি মাসের ২০ তারিখের পরে আপনার পেমেন্টের সময়সূচীর উপর হোল্ড সেট করেন, তাহলে বর্তমান মাসের পেমেন্ট পিছিয়ে দিতে পারবেন না। আপনার আসন্ন পেমেন্ট পরবর্তী কোনও তারিখ পর্যন্ত পিছিয়ে দিতে চাইলে, আপনাকে অবশ্যই ২০ তারিখের মধ্যে হোল্ড সেট করতে হবে।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
true
আপনার AdSense পৃষ্ঠা

নিয়ে আসা হল AdSense পৃষ্ঠা: এমন একটি নতুন রিসোর্স যেখানে AdSense সঠিকভাবে ব্যবহার করার ব্যাপারে আপনার অ্যাকাউন্ট সম্পর্কিত পছন্দসই তথ্য ও বিভিন্ন নতুন সুযোগ পাবেন।

Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
710100052129409438
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
157
false
false