বিজ্ঞপ্তি

আপনার AdSense পৃষ্ঠা দেখতে ভুলবেন না। AdSense ব্যবহার করে সফল হওয়ার জন্য আপনার অ্যাকাউন্ট সংক্রান্ত পছন্দমতো তথ্য এখানে পেতে পারেন।

ব্র্যান্ডের নিরাপত্তা

Google-সার্টিফায়েড বিজ্ঞাপন নেটওয়ার্ককে অনুমতি দিন ও ব্লক করুন

ডিফল্ট হিসেবে সার্টিফায়েড Google বিজ্ঞাপন নেটওয়ার্ক থেকে আপনার পৃষ্ঠায় বিজ্ঞাপন দেখানো হয়। বিজ্ঞাপন নেটওয়ার্ক পৃষ্ঠা থেকে আপনি আগে থেকে আছে এমন বা ভবিষ্যতের সব বিজ্ঞাপন নেটওয়ার্ক থেকে বিজ্ঞাপন ব্লক করা সংক্রান্ত অভিরুচি সেট করতে পারেন।

মনে রাখবেন: কোনও নেটওয়ার্ক ব্লক করা থাকলে, সেটি আপনার ইনভেনটরি কিনতে না পারলেও টার্গেটিং টুল থেকে তা দেখতে পারে। কোনও ক্রেতা ব্লক করা নেটওয়ার্ক থেকে আপনার ইনভেন্টরিতে বিজ্ঞাপন টার্গেট করতে চাইলে, সেটি চালানো হবে না।

বিজ্ঞাপন নেটওয়ার্ক ব্লক করার আগে কী বিবেচনা করে দেখা উচিত

Google-সার্টিফায়েড বিজ্ঞাপন নেটওয়ার্ক ব্লক করার আগে, আপনার এগুলি বিবেচনা করে দেখা উচিত:

বিজ্ঞাপনের নিলাম

Google Ads প্রোগ্রাম ও Google-সার্টিফায়েড বিজ্ঞাপন নেটওয়ার্ক, দুটি ক্ষেত্রেই বিজ্ঞাপনের নিলামের প্রক্রিয়া ও উপার্জন ভাগের বিষয়টি একই। Google Ads বা বিজ্ঞাপন নেটওয়ার্ক যেখান থেকেই বিজ্ঞাপন দেখানো হোক না কেন, আমাদের সিস্টেম সবচেয়ে বেশি পেমেন্ট করছে এমন বিজ্ঞাপনই সবসময় দেখাবে। আপনি কোনও বিজ্ঞাপন নেটওয়ার্ক ব্লক করলে, সেটি উপার্জনের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। কারণ, ব্লক করা নেটওয়ার্ক আপনার সাইটে বিজ্ঞাপনের নিলামে অংশগ্রহণ করবে না এবং এর ফলে বিজ্ঞাপন দেখানোর জায়গার জন্য সম্ভাব্য উপার্জন বৃদ্ধি পাবে না।

এক হাজার ইম্প্রেশন পিছু উপার্জন (RPM)

১০০০ ইম্প্রেশন পিছু আপনি আনুমানিক কত উপার্জন করবেন সেটি RPM থেকে জানা যায়। RPM-এর উপর নির্ভর করে বিজ্ঞাপন নেটওয়ার্ক ব্লক না করলেই ভাল হয়। নিম্নলিখিত উদাহরণ বিবেচনা করে দেখুন:

বিজ্ঞাপন নেটওয়ার্ক ইম্প্রেশন RPM
নেটওয়ার্ক ক ১০০০০ $১
নেটওয়ার্ক খ ১৪ $৩
নেটওয়ার্ক গ ১০০০ $০.৫০

নেটওয়ার্ক খ-এর RPM সবচেয়ে বেশি এবং মনে হচ্ছে এটি অন্যান্য নেটওয়ার্কের চেয়ে ভাল পারফর্ম করছে। তবে, এই মেট্রিক মাত্র ১৪টি ইম্প্রেশনের উপর নির্ভর করে গণনা করা হয়েছে এবং পরবর্তী ১০০০ বা ১০০০০ ইম্প্রেশন থেকেও একই উপার্জন হতে পারে এমন প্রত্যাশা করা উচিত হবে না। ইম্প্রেশনের মূল্যে অনেক পরিবর্তন হয়, তাই কম ইম্প্রেশন থেকে যে RPM গণনা করা হচ্ছে সেটি বিভ্রান্তিকর হতে পারে।

নেটওয়ার্ক গ-এর RPM সবচেয়ে কম। তবে, নেটওয়ার্ক গ-এর RPM সবচেয়ে কম বলে সেটি ব্লক করলে উপার্জনের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। যেহেতু নেটওয়ার্ক গ কম মূল্যবান ইম্প্রেশনের নিলাম জিতছে, তাই এর RPM সবচেয়ে কম। আমাদের সিস্টেম সবসময় নিলামের মাধ্যমে প্রতিটি ইম্প্রেশনের জন্য যাতে সবচেয়ে বেশি মূল্য পাওয়া যায় সেই চেষ্টা করবে। আপনি নেটওয়ার্ক গ ব্লক করলে, অন্য কোনও নেটওয়ার্ক কম বিড করে নিলামে জিতে যেতে পারে।

বিজ্ঞাপন নেটওয়ার্ককে কীভাবে অনুমতি দেবেন বা ব্লক করবেন

  1. AdSense অ্যাকাউন্টে সাইন-ইন করুন।
  2. ব্র্যান্ডের নিরাপত্তা বিকল্পে ক্লিক করুন।
  3. আপনার প্রোডাক্টে ক্লিক করুন। যেমন, 'কন্টেন্টে বিজ্ঞাপনের জন্য AdSense' প্রোডাক্টের ক্ষেত্রে কন্টেন্ট বিকল্পে ক্লিক করুন।
  4. কন্ট্রোল ব্লক করা বিকল্পে ক্লিক করুন।
  5. বিজ্ঞাপন নেটওয়ার্ক ম্যানেজ করুন বিকল্পে ক্লিক করুন।
  6. Google ভবিষ্যতে সার্টিফাই করতে পারে এমন বিজ্ঞাপন নেটওয়ার্ককে অটোমেটিক বিজ্ঞাপন দেখানোর অনুমতি দিতে চাইলে, নতুন Google-সার্টিফায়েড বিজ্ঞাপন নেটওয়ার্ককে অটোমেটিক অনুমতি দিন বিকল্প চালু করুন।
  7. বর্তমানে আছে এমন কোনও Google-সার্টিফায়েড বিজ্ঞাপন নেটওয়ার্ককে অনুমতি দিতে বা ব্লক করতে চাইলে, বিজ্ঞাপন নেটওয়ার্কের নামের পাশে যে কন্ট্রোল আছে সেটি ব্যবহার করুন।
    পরামর্শ: নির্দিষ্ট বিজ্ঞাপন নেটওয়ার্ক খুঁজতে সার্চ বক্স ব্যবহার করুন।

    কোনও পরিবর্তন কার্যকর হতে মোটামুটি এক ঘণ্টা সময় লাগবে।


আপনার জানা জিনিসগুলি আর একবার দেখে নিন

যা যা জেনেছেন, সেগুলি একবার পর্যালোচনা করে নিন। আপনি কি নিচে উল্লেখ করা প্রশ্নগুলির উত্তর জানেন?

প্রশ্ন ১: অ্যাড ব্লকের মাধ্যমে আপনি কী করতে পারেন?

আগে থেকে আছে এমন বা ভবিষ্যতের সব বিজ্ঞাপন নেটওয়ার্ক থেকে বিজ্ঞাপন ব্লক করতে পারেন।

প্রশ্ন ২: নেটওয়ার্ক ব্লক করার ফলে কী হতে পারে?

নেটওয়ার্ক ব্লক করা থাকলে, সেটি আপনার ইনভেন্টরি কিনতে না পারলেও নিজেদের টার্গেটিং টুল থেকে তারা এটি দেখতে পারে। কোনও ক্রেতা ব্লক করা নেটওয়ার্ক থেকে আপনার ইনভেন্টরিতে বিজ্ঞাপন টার্গেট করতে চাইলে, সেটি চালানো হবে না।

প্রশ্ন ৩: নেটওয়ার্ক ব্লক করলে মোট উপার্জনের ক্ষেত্রে কি নেতিবাচক প্রভাব পড়তে পারে?

হ্যাঁ। আপনি কোনও বিজ্ঞাপন নেটওয়ার্ক ব্লক করলে, সেটি উপার্জনের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। কারণ, ব্লক করা নেটওয়ার্ক আপনার সাইটে বিজ্ঞাপনের নিলামে অংশগ্রহণ করবে না এবং এর ফলে বিজ্ঞাপন দেখানোর জায়গার জন্য সম্ভাব্য উপার্জন বৃদ্ধি পাবে না।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
true
আপনার AdSense পৃষ্ঠা

নিয়ে আসা হল AdSense পৃষ্ঠা: এমন একটি নতুন রিসোর্স যেখানে AdSense সঠিকভাবে ব্যবহার করার ব্যাপারে আপনার অ্যাকাউন্ট সম্পর্কিত পছন্দসই তথ্য ও বিভিন্ন নতুন সুযোগ পাবেন।

Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
10698042371016857231
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
157
false
false