বিজ্ঞপ্তি

আপনার AdSense পৃষ্ঠা দেখতে ভুলবেন না। AdSense ব্যবহার করে সফল হওয়ার জন্য আপনার অ্যাকাউন্ট সংক্রান্ত পছন্দমতো তথ্য এখানে পেতে পারেন।

ব্র্যান্ডের নিরাপত্তা

AdSense-এ সাধারণ বিভাগ ব্লক করা

সাধারণ বিভাগের বিজ্ঞাপন ব্লক করতে কন্ট্রোল ব্যবহার করুন #blockingcontrols #generalcategories

আপনি পোশাক, ইন্টারনেট, রিয়েল এস্টেট ও গাড়ির মতো সাধারণ বিভাগ থেকে দেখানো বিজ্ঞাপনগুলি ব্লক করতে পারেন। কিছু ভাষার জন্য সাধারণ বিভাগ অনুযায়ী ব্লক করার সুবিধা উপলভ্য আছে। এটি আপনার সাইটের ভাষার উপর নির্ভর করে না।

আমাদের সিস্টেম অটোমেটিক বিজ্ঞাপন শ্রেণীবদ্ধ করে এবং আমরা শুধু বিজ্ঞাপনদাতার প্রদত্ত শ্রেণীবিভাগের উপর নির্ভর করি না। আমাদের প্রযুক্তি সম্ভাব্য বিভাগ থেকে বিজ্ঞাপন ফিল্টার করার জন্য যথাসাধ্য চেষ্টা করে; তবে, সেটি যে সব সম্পর্কিত বিজ্ঞাপন ব্লক করতে পারবে এমন গ্যারান্টি আমরা দিই না।

আপনি সর্বাধিক ২০০টি সাধারণ বিভাগ ব্লক করতে পারবেন। আপনি হয়ত দেখবেন যে কিছু সংবেদনশীল বিভাগ ও সাধারণ বিভাগের মধ্যে ওভারল্যাপ আছে।

কোনও সাইটে সাধারণ বিভাগ ব্লক করুন

  1. AdSense অ্যাকাউন্টে সাইন-ইন করুন।
  2. ব্র্যান্ডের নিরাপত্তা বিকল্পে ক্লিক করুন।
  3. আপনার প্রোডাক্টে ক্লিক করুন। যেমন, 'কন্টেন্টে বিজ্ঞাপনের জন্য AdSense' প্রোডাক্টের ক্ষেত্রে কন্টেন্ট বিকল্পে ক্লিক করুন।
  4. কন্ট্রোল ব্লক করা বিকল্পে ক্লিক করুন।
  5. আপনি যে সাইট ব্লক করতে চান তার নাম লিখুন ও সার্চ বোতামে ক্লিক করুন।
  6. "সাইট সার্চ করুন" ডায়ালগে দেখানো সাইটের নামে ক্লিক করুন।
    পরামর্শ: আপনার সাইট তালিকাভুক্ত না হলে, আপনি সাইট ম্যানেজমেন্ট ফিচার ব্যবহার করে সেটি যোগ করতে পারেন।
  7. সাধারণ বিভাগ ম্যানেজ করুন বিকল্পে ক্লিক করুন।
  8. "সাধারণ বিভাগ" পৃষ্ঠায় বিভাগ ব্লক করতে বা অনুমতি দিতে কন্ট্রোলগুলি ব্যবহার করুন। বেছে নেওয়ার পরে পরিবর্তনগুলি অটোমেটিক সেভ হয়ে যায়।

সব সাইটে সাধারণ বিভাগ ব্লক করুন

  1. AdSense অ্যাকাউন্টে সাইন-ইন করুন।
  2. ব্র্যান্ডের নিরাপত্তা বিকল্পে ক্লিক করুন।
  3. আপনার প্রোডাক্টে ক্লিক করুন। যেমন, 'কন্টেন্টে বিজ্ঞাপনের জন্য AdSense' প্রোডাক্টের ক্ষেত্রে কন্টেন্ট বিকল্পে ক্লিক করুন।
  4. কন্ট্রোল ব্লক করা বিকল্পে ক্লিক করুন।
  5. সাধারণ বিভাগ ম্যানেজ করুন বিকল্পে ক্লিক করুন।
  6. "সাধারণ বিভাগ" পৃষ্ঠায় বিভাগ ব্লক করতে বা অনুমতি দিতে কন্ট্রোলগুলি ব্যবহার করুন। বেছে নেওয়ার পরে পরিবর্তনগুলি অটোমেটিক সেভ হয়ে যায়।
মনে রাখবেন: "সাধারণ বিভাগ" পৃষ্ঠায় যে মোট বিজ্ঞাপনের ইম্প্রেশন দেখানো হয় সেটি ১০০%-এর চেয়ে বেশি বা কম হতে পারে, কারণ কোনও বিজ্ঞাপন একাধিক বিভাগে শ্রেণীবদ্ধ থাকতে পারে বা কোনও বিভাগে নাও থাকতে পারে।

এই ভাষার সাধারণ বিভাগের বিজ্ঞাপন ব্লক করা যায়

শুধু নিম্নলিখিত ভাষায় সাধারণ বিভাগ ব্লক করার সুবিধা উপলভ্য আছে। আপনি কোনও সাধারণ বিভাগ ব্লক করলে, সেই বিভাগের কাজ করে এমন ভাষার সব বিজ্ঞাপন ব্লক করে দেওয়া হবে।

কিছু ভাষার ক্ষেত্রে, নির্দিষ্ট বিভাগ অন্তর্ভুক্ত থাকে না অথবা ব্লক করার জন্য অতিরিক্ত বিভাগ উপলভ্য থাকে। আরও বিবরণের জন্য নিচের সারণী দেখুন:

কাজ করে এমন ভাষা এগুলি ছাড়া:
চীনা (সরলীকৃত) প্রযোজ্য নয়
ডাচ প্রযোজ্য নয়
ইংরেজি প্রযোজ্য নয়
ফরাসি
  • ওজন কমানোর সাপ্লিমেন্ট
  • 401(K)
  • ইন্টারেস্ট ওনলি মর্টগেজ
জার্মান
  • পে-ডে ও জরুরি লোন
ইতালীয়
  • কোল্যাটারাল ছাড়া ক্রেডিট ও লোন
  • 401(K)
জাপানি
  • বন্দুক ও আগ্নেয়াস্ত্র
পোলিশ প্রযোজ্য নয়
পর্তুগিজ
  • ডেবিট ও চেক কার্ড
  • স্প্রেড বেটিং
  • 401(K)
  • বাড়ি রিফাইন্যান্সিং লোন
রাশিয়ান প্রযোজ্য নয়
স্প্যানিশ
  • টাইটেল লোন
তুর্কি প্রযোজ্য নয়

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
true
আপনার AdSense পৃষ্ঠা

নিয়ে আসা হল AdSense পৃষ্ঠা: এমন একটি নতুন রিসোর্স যেখানে AdSense সঠিকভাবে ব্যবহার করার ব্যাপারে আপনার অ্যাকাউন্ট সম্পর্কিত পছন্দসই তথ্য ও বিভিন্ন নতুন সুযোগ পাবেন।

Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
8042322269586608555
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
157
false
false