বিজ্ঞপ্তি

আপনার AdSense পৃষ্ঠা দেখতে ভুলবেন না। AdSense ব্যবহার করে সফল হওয়ার জন্য আপনার অ্যাকাউন্ট সংক্রান্ত পছন্দমতো তথ্য এখানে পেতে পারেন।

ব্র্যান্ডের নিরাপত্তা

AdSense-এ বিজ্ঞাপনদাতার URL ব্লক করা

কিছু নির্দিষ্ট সাইট থেকে আপনার পৃষ্ঠায় বিজ্ঞাপন দেখানো বন্ধ করুন #blockadvertiserURLs #blockingcontrols

নির্দিষ্ট URL-এর সাথে লিঙ্ক (অথবা ক্লিক-থ্রু) করা কোনও বিজ্ঞাপন আপনি ব্লক করতে পারেন। আপনার সাইটে নির্দিষ্ট কোনও বিজ্ঞাপন দেখাতে না চাইলে এটি সহায়ক হয়। যেমন, আপনার প্রতিযোগীর www.example.com সাইটে লিঙ্ক করে এমন সব বিজ্ঞাপন আপনি ব্লক করতে পারেন। www.example.com-এর মতো টপ-লেভেল ডোমেন ব্লক করলে, সেই ডোমেনের কোনও সাবডিরেক্টরিতে লিঙ্ক করে এমন সব বিজ্ঞাপন আপনি ব্লক করে দিতে পারবেন।

আপনি সর্বাধিক ৫০০ URL ব্লক করতে পারবেন।

কোনও সাইটে বিজ্ঞাপনদাতার URL ব্লক করুন

  1. AdSense অ্যাকাউন্টে সাইন-ইন করুন।
  2. ব্র্যান্ডের নিরাপত্তা বিকল্পে ক্লিক করুন।
  3. আপনার প্রোডাক্টে ক্লিক করুন। যেমন, 'কন্টেন্টে বিজ্ঞাপনের জন্য AdSense' প্রোডাক্টের ক্ষেত্রে কন্টেন্ট বিকল্পে ক্লিক করুন।
  4. কন্ট্রোল ব্লক করা বিকল্পে ক্লিক করুন।
  5. আপনি যে সাইট ব্লক করতে চান তার নাম লিখুন ও সার্চ বোতামে ক্লিক করুন।
  6. "সাইট সার্চ করুন" ডায়ালগে দেখানো সাইটের নামে ক্লিক করুন।
    পরামর্শ: আপনার সাইট তালিকাভুক্ত না হলে, আপনি সাইট ম্যানেজমেন্ট ফিচার ব্যবহার করে সেটি যোগ করতে পারেন।
  7. বিজ্ঞাপনদাতার URL ম্যানেজ করুন বিকল্পে ক্লিক করুন।
  8. যেসব URL আপনি ব্লক করতে চান, সেগুলি "বিজ্ঞাপনদাতার URL" পৃষ্ঠাতে লিখুন।

    একাধিক URL আপনি কমা দিয়ে অথবা 'Enter' বোতাম টিপে আলাদা করে লিখতে পারেন।

  9. URL ব্লক করুন-এ ক্লিক করুন।

    ২৪ ঘণ্টার মধ্যে ব্লক করা URL থেকে আপনার পৃষ্ঠায় বিজ্ঞাপন দেখানো বন্ধ হয়ে যাওয়া উচিত।

সব সাইটে বিজ্ঞাপনদাতার URL ব্লক করুন

  1. AdSense অ্যাকাউন্টে সাইন-ইন করুন।
  2. ব্র্যান্ডের নিরাপত্তা বিকল্পে ক্লিক করুন।
  3. আপনার প্রোডাক্টে ক্লিক করুন। যেমন, 'কন্টেন্টে বিজ্ঞাপনের জন্য AdSense' প্রোডাক্টের ক্ষেত্রে কন্টেন্ট বিকল্পে ক্লিক করুন।
  4. কন্ট্রোল ব্লক করা বিকল্পে ক্লিক করুন।
  5. বিজ্ঞাপনদাতার URL ম্যানেজ করুন বিকল্পে ক্লিক করুন।
  6. "বিজ্ঞাপনদাতার URL" পৃষ্ঠাতে আপনি ব্লক করতে চান এমন URLগুলি লিখুন।

    একাধিক URL আপনি কমা দিয়ে অথবা 'Enter' বোতাম টিপে আলাদা করে লিখতে পারেন।

  7. URL ব্লক করুন-এ ক্লিক করুন।

    ২৪ ঘণ্টার মধ্যে ব্লক করা URL থেকে আপনার পৃষ্ঠায় বিজ্ঞাপন দেখানো বন্ধ হয়ে যাওয়া উচিত।

মনে রাখবেন: URL নির্ধারণ করতে আপনার নিজের বিজ্ঞাপনে ক্লিক করবেন না—এটি প্রোগ্রাম নীতি লঙ্ঘন করে।

URL ব্লক করা সংক্রান্ত নির্দেশিকা

অ্যাকশন / কম্পোনেন্ট নির্দেশিকা
আপনি যে বিজ্ঞাপনের URL ব্লক করতে চান সেগুলি লেখার সময়
  • একাধিক URL আপনি কমা দিয়ে অথবা 'Enter' বোতাম টিপে আলাদা করে লিখতে পারেন।
  • আপনি সর্বাধিক ৫০০ URL ব্লক করতে পারবেন।
URL পাথের জন্য
  • example.com লেখা হলে তা example.com এবং example.com/sub-এর বিজ্ঞাপন ব্লক করে।
  • example.com/sub লেখা হলে তা example.com/products-এর বিজ্ঞাপন ব্লক করে না।
কোয়েরি পাথের জন্য
  • example.com/1?2=3 লেখা হলে তা example.com/1?4=5-এর বিজ্ঞাপন ব্লক করে
সাবডোমেনের জন্য
  • example.com লেখা হলে তা www.example.com এবং forums.example.com-এর বিজ্ঞাপন ব্লক করে।
  • www.example.com লেখা হলে তা www.example.com, forums.example.com এবং example.com.-এর বিজ্ঞাপন ব্লক করে।
  • forums.example.com লেখা হলে তা forums.example.com-এর বিজ্ঞাপন ব্লক করে কিন্তু example.com, www.example.com অথবা admin.example.com-এর বিজ্ঞাপন ব্লক করে না।
অ্যাপের জন্য Google Play Store এবং iTunes URL-এর জন্য URL নর্মালাইজ করা আছে। এর অর্থ হল আপনার প্রপার্টিতে অ্যাপটি যাতে আর বিজ্ঞাপন না দেখাতে পারে তার জন্য URL-এর ধরনগুলির মধ্যে থেকে একটি যোগ করতে হবে। যেমন, itunes.apple.com/app/id12345 এবং itunes.apple.com/us/app/id12345 একটি অ্যাপকে পয়েন্ট করে, আপনাকে অ্যাপটিকে সম্পূর্ণভাবে ব্লক করতে কেবলমাত্র একটি URL লিখতে হবে।
YouTube ভিডিওর জন্য
  • ভিডিওর URL লিখে একটি ভিডিও ব্লক করুন: youtube.com/watch?v=videoID
  • সব YouTube ভিডিও ব্লক করুন: youtube.com/watch
  • ওয়াচ ডোমেনের মাধ্যমে একটি সম্পূর্ণ YouTube চ্যানেল ব্লক করুন: youtube.com/channel/channelID
এমন URL-এর জন্য যাতে দেশের কোড টপ-লেভেল ডোমেন সহ একটি টপ-লেভেল ডোমেন আছে (যেমন google.com.br) URL-এর অংশ হিসেবে স্পষ্টভাবে দেশের কোড টপ-লেভেল ডোমেন অন্তর্ভুক্ত করুন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
true
আপনার AdSense পৃষ্ঠা

নিয়ে আসা হল AdSense পৃষ্ঠা: এমন একটি নতুন রিসোর্স যেখানে AdSense সঠিকভাবে ব্যবহার করার ব্যাপারে আপনার অ্যাকাউন্ট সম্পর্কিত পছন্দসই তথ্য ও বিভিন্ন নতুন সুযোগ পাবেন।

Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
10537777569864978353
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
157
false
false