বিজ্ঞপ্তি

আপনার AdSense পৃষ্ঠা দেখতে ভুলবেন না। AdSense ব্যবহার করে সফল হওয়ার জন্য আপনার অ্যাকাউন্ট সংক্রান্ত পছন্দমতো তথ্য এখানে পেতে পারেন।

জিডিপিআর (GDPR) মেসেজ

ইউরোপীয় রেগুলেশনের মেসেজ সংক্রান্ত সমস্যার সমাধানকরণ

আপনি Google সম্মতি ম্যানেজমেন্ট সমাধান ব্যবহার করার পরেও ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চল (EEA), যুক্তরাজ্য (UK) ও সুইজারল্যান্ডে আপনার সাইটে কোনও মেসেজ দেখানো না হলে, সমস্যার সমাধান করার মেসেজ ডিপ্লয় করার বিষয়ে সাহায্য করতে এইসব ধাপ ফলো করতে পারবেন।

  • আপনার পৃষ্ঠা একটি আপ-টু-ডেট AdSense ট্যাগ-এর মাধ্যমে ট্যাগ করা আছে কিনা তা নিশ্চিত করুন।
  • আপনার সাইটে দেখানো AdSense ট্যাগ আপনার মেসেজ কনফিগার করা অ্যাকাউন্টের সাথে মিলছে কিনা তা যাচাই করে দেখুন। 
    AdSense-এ একটি মাত্র পৃষ্ঠায় একাধিক অ্যাকাউন্টের জন্য বিজ্ঞাপন দেখানো যায় না। এই পরিস্থিতিতে Google সম্মতি ম্যানেজমেন্ট সমাধান নাও প্রয়োগ করা যেতে পারে, কিন্তু আপনার সাইটে সবক'টি ট্যাগ করা অ্যাকাউন্টে আপনি সম্মতি মেসেজ কনফিগার করে বিষয়টি ঠিক করার চেষ্টা করে দেখতে পারেন।
  • সাইটের রেফারার নীতিতে ক্রস-অরিজিন অনুরোধের মধ্যে রেফারার দেখানোর অনুমতি না দেওয়া হলে, Google সম্মতি ম্যানেজমেন্ট সমাধান কাজ করতে পারে না। 
    • সমাধান: প্রকাশকের রেফারার নীতিতে ক্রস-অরিজিন অনুরোধের মধ্যে HTTP রেফারার হেডার দেখানোর অনুমতি দেওয়া হয়েছে কিনা তা নিশ্চিত করতে হয়। ডিফল্ট হিসেবে strict-origin-when-cross-origin দেখালেই চলবে।
  • Google সম্মতি ম্যানেজমেন্ট সমাধান শুধুমাত্র টপ-লেভেল উইন্ডোতেই কাজ করতে পারে।
    • সমাধান: আপনার AdSense ট্যাগ বা গোপনীয়তা ও মেসেজিং ট্যাগ টপ-লেভেল উইন্ডোতে প্লেস করা হয়েছে কিনা নিশ্চিত করুন।
      এছাড়াও, গোপনীয়তা ও মেসেজিং ট্যাগ সংক্রান্ত নির্দেশিকা শুধুমাত্র প্রকাশকদের জন্যও প্রাসঙ্গিক যারা অ্যাড-ব্লকিং রিকভারি মেসেজ ব্যবহার করেন।

 

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
true
আপনার AdSense পৃষ্ঠা

নিয়ে আসা হল AdSense পৃষ্ঠা: এমন একটি নতুন রিসোর্স যেখানে AdSense সঠিকভাবে ব্যবহার করার ব্যাপারে আপনার অ্যাকাউন্ট সম্পর্কিত পছন্দসই তথ্য ও বিভিন্ন নতুন সুযোগ পাবেন।

Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
4317862927782376229
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
157
false
false