বিজ্ঞপ্তি

আপনার AdSense পৃষ্ঠা দেখতে ভুলবেন না। AdSense ব্যবহার করে সফল হওয়ার জন্য আপনার অ্যাকাউন্ট সংক্রান্ত পছন্দমতো তথ্য এখানে পেতে পারেন।

গোপনীয়তা ও মেসেজিং টুলে গিয়ে সাইটের হোস্ট সরিয়ে ফেলা

যেসব প্রকাশকের Ad Manager অ্যাকাউন্ট ও AdSense অ্যাকাউন্ট উভয়ই রয়েছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য

গোপনীয়তা ও মেসেজিং টুলে সাইটগুলিকে হোস্টে অ্যাসাইন করা হয় যা সাইটের গোপনীয়তা ও মেসেজিং টুলের সাথে সংশ্লিষ্ট Google প্রোডাক্ট। ডিফল্ট হিসেবে সাইটগুলি অ্যাসাইন করা থাকে না ও "আপনার সাইট বেছে নিন" পৃষ্ঠার "হোস্ট" কলামে একটি ড্যাশ চিহ্ন ("-") দেওয়া থাকে। আপনি কোনও মেসেজে সাইট যোগ করলে অথবা সাইটের গোপনীয়তা নীতির URL এডিট করলে, আপনি বর্তমানে যে প্রোডাক্টে সাইন-ইন করে রয়েছেন সেটি গোপনীয়তা ও মেসেজিং টুলে সাইটের হোস্ট হিসেবে অ্যাসাইন করা হবে। যেমন, আপনি AdSense-এ নতুন মেসেজে কোনও সাইট যোগ করলে, সাইটটির হোস্ট হিসেবে AdSense-কে অ্যাসাইন করা হবে।

আপনি কোনও সাইটের হোস্ট সরিয়ে দিতে চাইলে, "আপনার সাইট বেছে নিন" পৃষ্ঠায় গিয়ে তা করতে পারবেন। যাইহোক, এই গুরুত্বপূর্ণ বিষয়টি মনে রাখতে হবে যে, আপনি কোনও সাইটের হোস্ট সরিয়ে দিলে অ্যাসাইন করা সব মেসেজ থেকে সাইটটি ও সেটির সাব-সাইট সরে যাবে এবং যেসব মেসেজে শুধুমাত্র এই সাইটকেই টার্গেট করা হয়েছে, সেই সমস্ত মেসেজ গোপনীয়তা ও মেসেজিং টুল থেকে মুছে দেওয়া হবে। যে Google প্রোডাক্টে মেসেজ তৈরি করা হয়, মেসেজ সেটির সাথেই সংযুক্ত থাকে তাই কোনও সাইট থেকে হোস্ট সরিয়ে দিলে, সেই মেসেজের সংশ্লিষ্ট হোস্টও সাইট থেকে সরে যায়।

কোনও সাইটে অ্যাসাইন করা হোস্ট শুধুমাত্র গোপনীয়তা ও মেসেজিং টুলে মেসেজ কনফিগারেশনকে প্রভাবিত করে। এই সেটিংয়ের ফলে Ad Manager ও AdSense-এ সাইট ম্যানেজমেন্টের অন্যান্য দিকে প্রভাব পড়বে না।

সাইটের হোস্ট দেখা

কোনও সাইটের হোস্ট দেখতে নিচে উল্লেখ করা ধাপগুলি সম্পূর্ণ করুন:

  1. AdSense অ্যাকাউন্টে সাইন-ইন করুন।
  2. গোপনীয়তা ও মেসেজিং বিকল্পে ক্লিক করুন।
  3. গোপনীয়তা ও মেসেজিং পৃষ্ঠায় থাকা মেসেজের ধরনের কোনও একটি কার্ডে গিয়ে ম্যানেজ করুন বিকল্পে ক্লিক করুন।
  4. আপনার সাইটের তালিকা দেখতে মেসেজের তালিকায় "সাইট" কলামে থাকা যেকোনও লিঙ্কে ক্লিক করুন। অ্যাসাইন করা হোস্ট আপনি "হোস্ট" কলামে তালিকাভুক্ত দেখতে পাবেন। কোনও হোস্ট অ্যাসাইন করা না থাকলে একটি ড্যাশ চিহ্ন ("-") দেওয়া থাকবে।

সাইটের হোস্ট সরানো

কোনও সাইটের হোস্ট সরিয়ে দেওয়ার আগে, কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখা প্রয়োজন: 

  • সাইট এবং এর সাব-সাইটগুলি গোপনীয়তা ও মেসেজিং টুলে থাকা সমস্ত অ্যাসাইন করা মেসেজ থেকে মুছে যাবে।
  • এই পরিবর্তনের ফলে যেসব মেসেজে আর সাইট অ্যাসাইন করা থাকবে না সেগুলি মুছে দেওয়া হবে।
  • আপনি অ্যাসাইন না করা সাইটগুলির জন্য Ad Manager বা AdSense-এ নতুন মেসেজ তৈরি করতে পারবেন। মেসেজ তৈরির জন্য আপনি যেসব প্রোডাক্ট ব্যবহার করবেন সেগুলিকে সাইটের নতুন হোস্ট হিসেবে অ্যাসাইন করা হবে।
  • আপনি অ্যাসাইন না করা কোনও সাইটের গোপনীয়তা নীতি এডিট করলে এই পরিবর্তনটি করার জন্য আপনি যে প্রোডাক্ট ব্যবহার করেছেন সেটিকে সাইটের নতুন হোস্ট হিসেবে গণ্য করা হবে।
হোস্ট সরিয়ে দেওয়ার ফলে আগে থেকে থাকা মেসেজে করা পরিবর্তন আগের অবস্থায় ফিরিয়ে আনা যাবে না। আপনি পরে সাইটে সেই একই হোস্ট অ্যাসাইন করলেও এইসব মেসেজ ফেরত আনা যাবে না।

কোনও সাইটের হোস্ট সরিয়ে দিতে নিচে উল্লেখ করা ধাপগুলি সম্পূর্ণ করুন:

  1. AdSense অ্যাকাউন্টে সাইন-ইন করুন।
  2. গোপনীয়তা ও মেসেজিং বিকল্পে ক্লিক করুন। 
  3. গোপনীয়তা ও মেসেজিং পৃষ্ঠায় থাকা মেসেজের ধরনের কোনও একটি কার্ডে গিয়ে ম্যানেজ করুন বিকল্পে ক্লিক করুন।
  4. আপনার সাইটের তালিকা দেখতে মেসেজের তালিকায় "সাইট" কলামে থাকা যেকোনও লিঙ্কে ক্লিক করুন। অ্যাসাইন করা হোস্ট আপনি "হোস্ট" কলামে তালিকাভুক্ত দেখতে পাবেন। কোনও হোস্ট অ্যাসাইন করা না থাকলে একটি ড্যাশ চিহ্ন ("-") দেওয়া থাকবে।
  5. "হোস্ট" কলামে গিয়ে অ্যাসাইন করা হোস্টের নামে যান ও Remove site host চিহ্নে ক্লিক করুন।
  6. বর্তমান হোস্ট সরিয়ে দিলে কী কী প্রভাব পড়তে পারে তা বুঝতে "সাইটের হোস্ট সরানো হচ্ছে" ডায়লগ বক্সের টেক্সট ভালো করে পড়ে নিন। বাতিল করুন বিকল্পে ক্লিক করে ফেরত যান অথবা পরবর্তী বিকল্পে ক্লিক করে চালিয়ে যান।
  7. গোপনীয়তা ও মেসেজিং টুল থেকে এই হোস্টকে সরানোর বিষয়ে নিশ্চিত হলে, কনফার্ম করুন বিকল্পে ক্লিক করুন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
true
আপনার AdSense পৃষ্ঠা

নিয়ে আসা হল AdSense পৃষ্ঠা: এমন একটি নতুন রিসোর্স যেখানে AdSense সঠিকভাবে ব্যবহার করার ব্যাপারে আপনার অ্যাকাউন্ট সম্পর্কিত পছন্দসই তথ্য ও বিভিন্ন নতুন সুযোগ পাবেন।

Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
8233928145562617788
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
157
false
false