বিজ্ঞপ্তি

আপনার AdSense পৃষ্ঠা দেখতে ভুলবেন না। AdSense ব্যবহার করে সফল হওয়ার জন্য আপনার অ্যাকাউন্ট সংক্রান্ত পছন্দমতো তথ্য এখানে পেতে পারেন।

জিডিপিআর (GDPR) মেসেজ

ইউরোপিয়ান রেগুলেশন মেসেজ তৈরি করা (Search Ads প্রকাশক)

Search Ads প্রকাশকরা ফ্রিতে যেকোনও Google-সার্টিফায়েড TCF CMP ব্যবহার করতে পারে। AdSense for Search (AFS) পার্টনার যারা Google-এর নিজস্ব সম্মতি ম্যানেজমেন্ট সংক্রান্ত সমাধান ব্যবহার করতে চান, তাদের সাহায্য করার উদ্দেশ্যে নিচে ধাপ লেখা হয়েছে।

মনে রাখবেন: আপনি যদি একই AdSense অ্যাকাউন্ট থেকে AdSense for Search (AFS) ও AdSense for Content (AFC) ব্যবহার করেন, তাহলে আপনার সার্চ পৃষ্ঠায় কনসেন্ট মেসেজ ঠিক করে দেখানো হচ্ছে কিনা সেই বিষয়ে নিশ্চিত হতে দেখে নেবেন যে সঠিক সার্চ ফলাফল পৃষ্ঠা (যা নিচে বর্ণনা করা হয়েছে) ট্যাগ করেছেন কিনা।

আগে যেমন ঘোষণা করা হয়েছিল সেই অনুযায়ী, ১ ফেব্রুয়ারি, ২০২৪ থেকে শুরু করে আমরা আমাদের Search Ads প্রকাশকদের প্রোডাক্ট (AdSense for Search, AdSense for Domains বা Programmable Search Engine) ব্যবহার করে পার্টনারদের জন্য নতুন সম্মতি ম্যানেজ করা সংক্রান্ত প্রয়োজনীয়তা প্রয়োগ করা শুরু করব। ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চল (EEA) বা যুক্তরাজ্যের ব্যবহারকারীদের কাছে বিজ্ঞাপন পরিবেশনের সময় সম্মতি সংগ্রহের জন্য IAB ইউরোপের ট্রান্সপারেন্সি ও কনসেন্ট ফ্রেমওয়ার্ক (TCF)-এর সাথে ইন্টিগ্রেট করা একটি Google-সার্টিফায়েড CMP প্রয়োগ করে প্রকাশকরা সেইসব প্রয়োজনীয়তা পূরণ করতে পারে।

মনে রাখবেন: আপনি নিজের AdSense অ্যাকাউন্টে যদি গোপনীয়তা ও মেসেজিং বিভাগ দেখতে না পান, সাহায্যের জন্য আপনি অ্যাকাউন্ট ম্যানেজারের সাথে যোগাযোগ করতে পারেন।

অ্যাড ব্লকিং রিকভারি মেসেজের জন্য সাইট ট্যাগ করা

  1. AdSense অ্যাকাউন্টে সাইন-ইন করুন।
  2. গোপনীয়তা ও মেসেজিং বিকল্পে ক্লিক করুন।
  3. বিজ্ঞাপন ব্লক করার রিকভারি মেসেজে ক্লিক করুন (এবং এটি প্রথমবার করে থাকলে শুরু করা যাক বিকল্পেও ক্লিক করুন)।
  4. ট্যাগ করা বিকল্পে ক্লিক করুন।
  5. আপনার সাইটে অ্যাড ব্লকিং রিকভারি ট্যাগ কোড কপি করতে কপি করুন বিকল্পে ক্লিক করুন। তারপর আপনার সাইটের HTML কোডে <head></head> ট্যাগের মধ্যে কোডটি পেস্ট করুন। দেখে নিন যে আপনার সার্চ ফলাফল পৃষ্ঠায় সার্চ বিজ্ঞাপন দেখানোর আগে ট্যাগ আসছে কিনা।
    মনে রাখবেন: বিজ্ঞাপন ব্লক করার রিকভারি মেসেজ তৈরি করবেন না। আপনার সাইটে ব্যবহারকারীদের দেখানো মেসেজ তৈরি করতে GDPR মেসেজিং ব্যবহার করা হবে।

জিডিপিআর (GDPR) মেসেজ তৈরি করা

  1. গোপনীয়তা ও মেসেজিং বিকল্পে ক্লিক করুন।
  2. জিডিপিআর (GDPR) বিকল্পে ক্লিক করুন (এবং এটি প্রথমবার করে থাকলে শুরু করা যাক বিকল্পেও ক্লিক করুন)।
  3. জিডিপিআর (GDPR) মেসেজ তৈরি করুন বিকল্পে ক্লিক করুন।
  4. কোন কোন সাইটে মেসেজটি দেখানো হবে, সেটি বেছে নিন:
    1. সাইট বেছে নিন বিকল্পে ক্লিক করুন।
    2. পছন্দমতো সাইট বেছে নিন।
    3. সাইটের গোপনীয়তা নীতি URL ইনপুট করতে URL যোগ করুন বিকল্পে ক্লিক করুন।
    4. (ঐচ্ছিক) আপনার মেসেজে লোগো যোগ করতে লোগো যোগ করুন বিকল্পে ক্লিক করুন।
    5. কনফার্ম করুন বিকল্পে ক্লিক করুন।
    মনে রাখবেন:
  1. আপনার মেসেজের ডিফল্ট ভাষা এবং ঐচ্ছিক হিসেবে বেশ কয়েকটি অতিরিক্ত ভাষা বেছে নিন। আপনার মেসেজ ব্যবহারকারীদের কাছে ডিফল্ট ভাষায় দেখানো হবে, যদি না আপনার বেছে নেওয়া অতিরিক্ত ভাষাগুলির মধ্যে একটি ভাষা ব্যবহারকারীর ডিভাইসের ভাষা সেটিংসের সাথে আরও ভালোভাবে মেলে।
  2. "ব্যবহারকারীর পছন্দ" বিভাগে গিয়ে আপনার ব্যবহারের ক্ষেত্রে উপযুক্ত মেসেজ সেটিংস সেট করুন।
  3. প্রকাশ করুন বিকল্পে ক্লিক করুন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
true
আপনার AdSense পৃষ্ঠা

নিয়ে আসা হল AdSense পৃষ্ঠা: এমন একটি নতুন রিসোর্স যেখানে AdSense সঠিকভাবে ব্যবহার করার ব্যাপারে আপনার অ্যাকাউন্ট সম্পর্কিত পছন্দসই তথ্য ও বিভিন্ন নতুন সুযোগ পাবেন।

Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
5958792843707152639
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
157
false
false