বিজ্ঞপ্তি

আপনার AdSense পৃষ্ঠা দেখতে ভুলবেন না। AdSense ব্যবহার করে সফল হওয়ার জন্য আপনার অ্যাকাউন্ট সংক্রান্ত পছন্দমতো তথ্য এখানে পেতে পারেন।

বিজ্ঞাপন টার্গেট করা

Google কীভাবে আগ্রহ ও ডেমোগ্রাফি সংক্রান্ত বিভাগ অনুমান করে

ব্যবহারকারীরা YouTube বা আমাদের পার্টনার ওয়েবসাইটের মতো Google Sites ব্রাউজ করার সময় কী ধরনের কন্টেন্ট দেখছেন, তা বোঝার জন্য ব্যবহারকারীদের ব্রাউজারে Google একটি বিজ্ঞাপন কুকি স্টোর করে। এই তথ্য ব্যবহার করে, আপনার ব্যবহারকারীদের জন্য অনুমান করা আগ্রহ বা ডেমোগ্রাফির ভিত্তিতে যে বিজ্ঞাপন তাদের আকর্ষণীয় লাগতে পারে, সেই বিজ্ঞাপন দেখানো হয়।

যেমন, কোনও ব্যবহারকারী যদি খেলাধূলা সংক্রান্ত এমন অনেক ওয়েবসাইট ব্রাউজ করেন যেখানে AdSense বিজ্ঞাপন আছে অথবা তিনি যদি YouTube-এ খেলাধূলা সংক্রান্ত ভিডিও দেখেন, তাহলে Google তার কুকিতে বা Google অ্যাকাউন্টে আগ্রহ হিসেবে খেলাধূলাকে যুক্ত করতে পারে এবং তাকে আরও বেশি করে খেলাধূলা সংক্রান্ত বিজ্ঞাপন দেখাতে পারে। একইভাবে, ব্যবহারকারী যেসব সাইটে যান সেখানকার অধিকাংশ ভিজিটর যদি মহিলা হন, তাহলে আমরা ব্যবহারকারীর কুকি বা Google অ্যাকাউন্ট "মহিলা" ডেমোগ্রাফি বিভাগের সঙ্গে যুক্ত করতে পারি। এছাড়া, আমরা Google অ্যাকাউন্ট থেকেও ডেমোগ্রাফি ব্যবহার করতে পারি।

Google কিছু ক্ষেত্রে পছন্দমতো বিজ্ঞাপনের জন্য পরিষেবা ফি চার্জ করতে পারে। এইসব ক্ষেত্রে, নিলামের আগে বিজ্ঞাপনদাতার সর্বাধিক বিড কমানো হয় এবং নিলামের চূড়ান্ত দামের সাথে এই ফি যোগ করা হয়।

ব্যবহারকারীরা বিজ্ঞাপন সেটিংসের মধ্যে থেকে জানতে পারবেন যে তাদের তথ্য ও ডেমোগ্রাফি Google কীভাবে ব্যবহার করে এবং তারা পছন্দ অনুযায়ী বিজ্ঞাপন বেছে নেওয়ার বিকল্প থেকেও বেরিয়ে আসতে পারবেন।

পার্টনার সাইট থেকে আমাদের সংগ্রহ করা তথ্য Google-এর গোপনীয়তা নীতি অনুযায়ী ব্যবহার করা হয়। আমরা জাতি, ধর্ম, যৌন অভিরুচি, স্বাস্থ্য বা সংবেদনশীল আর্থিক বিভাগের মতো কোনও সংবেদনশীল তথ্য বা আগ্রহের ভিত্তিতে বিজ্ঞাপন দেখাই না।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
true
আপনার AdSense পৃষ্ঠা

নিয়ে আসা হল AdSense পৃষ্ঠা: এমন একটি নতুন রিসোর্স যেখানে AdSense সঠিকভাবে ব্যবহার করার ব্যাপারে আপনার অ্যাকাউন্ট সম্পর্কিত পছন্দসই তথ্য ও বিভিন্ন নতুন সুযোগ পাবেন।

Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
16305714482084749828
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
157
false
false