বিজ্ঞপ্তি

আপনার AdSense পৃষ্ঠা দেখতে ভুলবেন না। AdSense ব্যবহার করে সফল হওয়ার জন্য আপনার অ্যাকাউন্ট সংক্রান্ত পছন্দমতো তথ্য এখানে পেতে পারেন।

লঙ্ঘনের ব্যাপারে অভিযোগ জানানোর রিসোর্স

নির্দিষ্ট লঙ্ঘনের ব্যাপারে অভিযোগ জানানোর জন্য সহায়তা পেতে আপনি এই তথ্য ব্যবহার করতে পারেন।

Penalties (and next steps) | Sustainable Monetized Websites

আপনি কোন লঙ্ঘন সম্পর্কে অভিযোগ জানাতে চান তার উপর ভিত্তি করে নিম্নলিখিত ধাপ অনুসরণ করুন।

এই নিবন্ধ থেকে আপনি এইসব বিষয়ে জানতে পারবেন:

নীতি লঙ্ঘনের ঘটনায় কোনও AdSense বিজ্ঞাপন যুক্ত আছে কিনা তা কনফার্ম করা

নীতি লঙ্ঘনের ঘটনায় কোনও AdSense বিজ্ঞাপন যুক্ত আছে কিনা তার ব্যাপারে নিশ্চিত না হলে, AdSense কোড পেতে পৃষ্ঠার সোর্স চেক করে দেখতে পারেন। যাচাই করার একটি ভাল উপায় হল, আপনার ব্রাউজারের সোর্স কোড ভিউতে বিজ্ঞাপন কোড চেক করে দেখা।

উদাহরণ

আপনার ব্রাউজারে বিজ্ঞাপন কোড থাকা পৃষ্ঠাটি খুলুন এবং তারপরে আপনার পৃষ্ঠার সোর্স কোড দেখুন। 

Chrome-এ মাউসে ডানদিকের বোতামে ক্লিক করে পৃষ্ঠা সোর্স দেখুন বিকল্প বেছে নিন অথবা 'CTRL + U' বোতামে প্রেস করুন।
মনে রাখবেন: লঙ্ঘনের ঘটনার সাথে যুক্ত কোনও বিজ্ঞাপন AdSense বিজ্ঞাপন হলে, তবেই শুধুমাত্র আমরা কোনও ব্যবস্থা গ্রহণ করতে পারি। নীতি সংক্রান্ত কোনও প্রশ্ন থাকলে, 'সহায়তা কেন্দ্র' মেনুতে AdSense-এর প্রোগ্রাম নীতি দেখুন।

নীতি লঙ্ঘনের বিষয়ে অভিযোগ জানানো 

প্রকাশকরা AdSense প্রোগ্রাম নীতি মেনে চলছেন কিনা তা যাচাই করার জন্য আমরা নিয়মিত তাদের পর্যালোচনা করে থাকি। সাইটে দেখানো সংশ্লিষ্ট কন্টেন্ট বা বিজ্ঞাপনের প্লেসমেন্টের জন্য সাইটটি AdSense-এর প্রোগ্রাম নীতি লঙ্ঘন করছে বলে মনে করলে, আপনি নীতি লঙ্ঘনের জন্য অভিযোগ করার ফর্ম ব্যবহার করতে পারেন। 

সাইটে ভুল ক্লিকের ব্যাপারে অভিযোগ জানানো

সাইটে কোনও দর্শক এসে ভুল ক্লিক করেছেন বলে মনে করলে, কোনও সন্দেহজনক অ্যাক্টিভিটির জন্য সাইট লগ পর্যালোচনা করে দেখুন। আপনার অ্যাকাউন্টে ভুল অ্যাক্টিভিটির ব্যাপারে আমাদের জানাতে, ভুল ক্লিক সংক্রান্ত কন্ট্যাক্ট ফর্ম ব্যবহার করুন। 

আপনি কীভাবে ভুল ট্রাফিক আটকাতে পারেন তার ব্যাপারে আরও জানুন।

Google থেকে সরিয়ে দিতে হবে বলে মনে করেন এমন কন্টেন্টের ব্যাপারে অভিযোগ জানানো

কোনও কন্টেন্ট দেখে যদি মনে হয় সেটি প্রযোজ্য আইন অনুযায়ী Google-এর পরিষেবা থেকে সেটিকে সরিয়ে দেওয়া দরকার, তাহলে Google থেকে কন্টেন্ট সরিয়ে দেওয়া সংক্রান্ত সমস্যার সমাধানকারী ব্যবহার করুন।

অন্যান্য Google প্রোডাক্ট বা পরিষেবাতে হওয়া লঙ্ঘনের বিষয়ে অভিযোগ জানানো

AdSense টিম অন্যান্য Google প্রোডাক্টের ক্ষেত্রে নীতি এনফোর্স করতে না পারলেও, অন্যান্য প্রোডাক্ট লঙ্ঘনের ব্যাপারে অভিযোগ জানানোর উপযুক্ত লিঙ্কগুলি নিচে দেখানো হয়েছে। 

মনে রাখবেন: আপনি যে প্রোডাক্ট বা লঙ্ঘনের ধরনের ব্যাপারে অভিযোগ জানাতে চান, সেটি দেখতে না পেলে, আরও তথ্য পেতে Google-এর সহায়তা পৃষ্ঠা দেখতে পারেন।

 

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
true
আপনার AdSense পৃষ্ঠা

নিয়ে আসা হল AdSense পৃষ্ঠা: এমন একটি নতুন রিসোর্স যেখানে AdSense সঠিকভাবে ব্যবহার করার ব্যাপারে আপনার অ্যাকাউন্ট সম্পর্কিত পছন্দসই তথ্য ও বিভিন্ন নতুন সুযোগ পাবেন।

Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
7050686236046932018
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
157
false
false