বিজ্ঞপ্তি

আপনার AdSense পৃষ্ঠা দেখতে ভুলবেন না। AdSense ব্যবহার করে সফল হওয়ার জন্য আপনার অ্যাকাউন্ট সংক্রান্ত পছন্দমতো তথ্য এখানে পেতে পারেন।

জিডিপিআর (GDPR) ওভারভিউ ও নির্দেশিকা

ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চল (EEA), যুক্তরাজ্য ও সুইজারল্যান্ডে বিজ্ঞাপন পরিবেশন করার জন্য নতুন Google সম্মতি ম্যানেজমেন্ট সংক্রান্ত প্রয়োজনীয়তা (CMP-দের জন্য)

২০২৪ সালের ৩১ জুলাই থেকে, যেসব পার্টনার Google-এর বিজ্ঞাপন সংক্রান্ত প্রোডাক্ট ব্যবহার করছেন তাদের ক্ষেত্রে আইনি প্রয়োজনে এবং বিজ্ঞাপন পছন্দমতো করার জন্য ব্যক্তিগত ডেটা সংগ্রহ, শেয়ার ও ব্যবহার করতে, কুকি বা অন্যান্য লোকাল স্টোরেজের জন্য সুইজারল্যান্ডের ব্যবহারকারীদের সম্মতি প্রয়োজন হবে।

ইউরোপীয় ইউনিয়নের ব্যবহারকারী সম্মতি নীতি মেনে চলতে, Google AdSense, Ad Manager, বা AdMob-এর মতো আমাদের প্রকাশক প্রোডাক্ট ব্যবহারকারী পার্টনারদের, TCF-এর সাথে ইন্টিগ্রেট করা কোনও সার্টিফায়েড CMP ব্যবহার করতে হবে যাতে ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চল (EEA), যুক্তরাজ্যের পাশাপাশি সুইজারল্যান্ডের ব্যবহারকারীদেরও বিজ্ঞাপন দেখানো যায়।

১৬ জানুয়ারি ২০২৪ থেকে, ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চল (EEA), যুক্তরাজ্য বা সুইজারল্যান্ডের ব্যবহারকারীদের বিজ্ঞাপন দেখানোর সময়, Google AdSense, Ad Manager অথবা AdMob ব্যবহারকারী প্রকাশক ও ডেভেলপারদের Google দ্বারা সার্টিফাই করা এবং IAB-এর ট্রান্সপারেন্সি ও কনসেন্ট ফ্রেমওয়ার্কের (TCF) সাথে ইন্টিগ্রেট করা কনসেন্ট ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম (CMP) ব্যবহার করতে হবে।

নতুন প্রয়োজনীয়তা ও এইসব পরিবর্তনের সময় সম্পর্কে বুঝতে এবং CMP-দের প্রস্তুতি নেওয়ার জন্য কী করণীয় তা জানতে নিম্নলিখিত তথ্য ভালো করে পড়ুন।

CMP-এর জন্য নতুন সম্মতি সংক্রান্ত প্রয়োজনীয়তা

TCF মেনে চলার জন্য তৈরি করা Google সার্টিফিকেশন সংক্রান্ত মাপকাঠি অনুযায়ী Google এইসব Google-সার্টিফায়েড CMP মূল্যায়ন করে। TCF ব্যবহারকারী প্রকাশকরা যদি TCF-এ রেজিস্টার না করা বিজ্ঞাপন প্রযুক্তি প্রদানকারীদের সাথেও কাজ করেন, তাহলে আমাদের অতিরিক্ত সম্মতি সংক্রান্ত স্পেসিফিকেশনের মাধ্যমে Google-এ বর্তমানে তারা কাজ করতে পারেন এবং ভবিষ্যতেও কাজ করা চালিয়ে যাবেন। যেসব CMP আমাদের অতিরিক্ত সম্মতি সংক্রান্ত স্পেসিফিকেশনের মাধ্যমে কাজ করছে তারা সঠিকভাবে কাজ করছে কিনা তা আমাদের CMP মূল্যায়ন সিস্টেম চেক করে দেখবে। Google-সার্টিফিকেশন মাপকাঠির ভিত্তিতে কোনও CMP পর্যালোচনা করা হয়ে গেলে ওই CMP আমাদের Google-সার্টিফায়েড CMP-এর তালিকায় স্থান পাবে। TCF বা প্রযোজ্য গোপনীয়তা আইনগুলি CMP সম্পূর্ণভাবে মেনে চলছে কিনা, Google তা চেক করে না।

ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চল (EEA), যুক্তরাজ্য এবং/অথবা সুইজারল্যান্ডের ব্যবহারকারীদের বিজ্ঞাপন পরিবেশন করা যেসব প্রকাশক ও ডেভেলপার Google AdSense, Ad Manager বা AdMob ব্যবহার করছেন, তাদেরকে ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চল ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চল (EEA), যুক্তরাজ্য অথবা সুইজারল্যান্ডের ব্যবহারকারীদের বিজ্ঞাপন পরিবেশন করার সময় TCF-এর সাথে ইন্টিগ্রেট করা Google-সার্টিফায়েড CMP ব্যবহার করতে হবে।

২০২০ সালে, আমাদের বিজ্ঞাপন সিস্টেমগুলি TCF-এর সাথে ইন্টিগ্রেট করা হয়েছে। আমাদের প্রকাশকদের ইন্টিগ্রেশন সংক্রান্ত সহায়তা কেন্দ্রের নিবন্ধ থেকে আপনি IAB TCF এবং AdSense-এর ইন্টিগ্রেশন সম্পর্কে আরও জানতে পারবেন। ২০২০ সালে, আমরা স্ট্যান্ডার্ডাইজ করা ফ্রেমওয়ার্কের মাধ্যমে ব্যবহারকারীর স্বচ্ছতা ও সম্মতি ম্যানেজ করার লক্ষ্যে ইন্ডাস্ট্রির প্রচেষ্টাকে সহায়তা করার যে অঙ্গীকার করেছিলাম, IAB TCF সংক্রান্ত নতুন প্রয়োজনীয়তাটি তারই ধারাবাহিকতা।

CMP সার্টিফিকেশন প্রসেস

CMP-দের যত তাড়াতাড়ি সম্ভব Google-সার্টিফায়েড হিসেবে অনবোর্ড করার জন্য আমরা সক্রিয়ভাবে কাজ করছি। CMP-রা সার্টিফায়েড হতে চাইলে Google-এ রেজিস্টার করতে পারেন। আমরা আপনাদের সাথে যোগাযোগ করে পরবর্তী ধাপ জানিয়ে দেব।

সার্টিফিকেশনের ব্যাপারে আপনার আগ্রহ রেজিস্টার করতে, এই ফর্ম জমা দিন

টাইমলাইন

  • মে ২০২৩ এবং তার পর থেকে: আমাদের প্রকাশক পার্টনারদের সাথে কাজ করে এমন CMP-দের সার্টিফাই করার প্রসেসটি Google শুরু করেছে। সার্টিফিকেশনের মাপকাঠি অনুযায়ী CMP-দের মূল্যায়ন করে Google তাদের সার্টিফাই করবে।
  • ১৬ জানুয়ারি, ২০২৪ থেকে: যেসব প্রকাশক ও ডেভেলপার Google AdSense, Ad Manager বা AdMob ব্যবহার করছেন তাদেরকে ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চল (EEA) অথবা যুক্তরাজ্যের ব্যবহারকারীদের বিজ্ঞাপন পরিবেশন করার সময় Google-সার্টিফায়েড TCF CMP ব্যবহার করতে হবে। সময় সংক্রান্ত আরও বিবরণের ব্যাপারে আমরা আরও আপডেট দেব।

পরবর্তী ধাপ

  • আপনার আগ্রহ রেজিস্টার করুন: সার্টিফিকেশনের ব্যাপারে আপনার আগ্রহ রেজিস্টার করতে, এই ফর্ম জমা দিন

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
true
আপনার AdSense পৃষ্ঠা

নিয়ে আসা হল AdSense পৃষ্ঠা: এমন একটি নতুন রিসোর্স যেখানে AdSense সঠিকভাবে ব্যবহার করার ব্যাপারে আপনার অ্যাকাউন্ট সম্পর্কিত পছন্দসই তথ্য ও বিভিন্ন নতুন সুযোগ পাবেন।

Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
7224929025666878453
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
157
false
false