বিজ্ঞপ্তি

আপনার AdSense পৃষ্ঠা দেখতে ভুলবেন না। AdSense ব্যবহার করে সফল হওয়ার জন্য আপনার অ্যাকাউন্ট সংক্রান্ত পছন্দমতো তথ্য এখানে পেতে পারেন।

ব্র্যান্ডের নিরাপত্তা

বিজ্ঞাপন পর্যালোচনা কেন্দ্র থেকে কোনও বিজ্ঞাপন সম্পর্কে অভিযোগ জানান

আমাদের প্রোগ্রামের বিজ্ঞাপনগুলি বিজ্ঞাপন সংক্রান্ত নির্দিষ্ট নির্দেশিকা মেনে চলছে কিনা সেটি পর্যালোচনা করা হয়। আমাদের নীতি লঙ্ঘন করে এমন বিজ্ঞাপন পর্যালোচনার আগে যাতে দেখানো না হয় সেটি নিশ্চিত করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করলেও, কিছু বিজ্ঞাপন বিশেষজ্ঞরা পর্যালোচনা করার আগেই Google-এ দেখানো হতে পারে।

বিজ্ঞাপন পর্যালোচনা কেন্দ্র থেকে আপনি কোনও বিজ্ঞাপন ব্লক করলে এবং সেটি আমাদের নীতি লঙ্ঘন করছে বলে মনে হলে সেই সম্পর্কে অভিযোগ করতে পারেন। আপনি যেসব বিজ্ঞাপনের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন সেগুলির সবকটি আমরা পর্যালোচনা না করলেও, আপনার মতামত আমাদের পর্যালোচনা প্রক্রিয়া উন্নতির জন্য কাজে লাগানো হবে।

কোনও বিজ্ঞাপনের ব্যাপারে অভিযোগ জানান

  1. AdSense অ্যাকাউন্টে সাইন-ইন করুন।
  2. ব্র্যান্ডের নিরাপত্তা বিকল্পে ক্লিক করুন।
  3. আপনার প্রোডাক্টে ক্লিক করুন। যেমন, 'কন্টেন্টে বিজ্ঞাপনের জন্য AdSense' প্রোডাক্টের ক্ষেত্রে কন্টেন্ট বিকল্পে ক্লিক করুন।
  4. বিজ্ঞাপন পর্যালোচনা কেন্দ্র বিকল্পে ক্লিক করুন।
  5. আপনি যে বিজ্ঞাপন সম্পর্কে অভিযোগ জানাতে চান সেটির উপর কার্সার নিয়ে যান এবং 'আরও' আরও এবং তারপর বিজ্ঞাপন ব্লক করুন ও অভিযোগ জানান বিকল্পে ক্লিক করুন।
  6. কনফার্ম করুন বিকল্পে ক্লিক করুন।

বিজ্ঞাপনের কোনও পৃষ্ঠা সম্পর্কে অভিযোগ জানান

  1. AdSense অ্যাকাউন্টে সাইন-ইন করুন।
  2. ব্র্যান্ডের নিরাপত্তা বিকল্পে ক্লিক করুন।
  3. আপনার প্রোডাক্টে ক্লিক করুন। যেমন, 'কন্টেন্টে বিজ্ঞাপনের জন্য AdSense' প্রোডাক্টের ক্ষেত্রে কন্টেন্ট বিকল্পে ক্লিক করুন।
  4. বিজ্ঞাপন পর্যালোচনা কেন্দ্র বিকল্পে ক্লিক করুন।
  5. সবকটি বেছে নিন বিকল্পে টিকচিহ্ন দিয়ে 'ব্লক করুন ও অভিযোগ জানান বিকল্পে ক্লিক করুন।
  6. বিজ্ঞাপন ব্লক করার ফলে কী প্রভাব পড়তে পারে তা বুঝতে বিজ্ঞাপনের সংখ্যা, আনুমানিক মোট উপার্জন এবং ইম্প্রেশন সংক্রান্ত তথ্য পর্যালোচনা করুন।
  7. "আমি ১টি বা তার বেশি Google Ads নীতি লঙ্ঘনের জন্য এইসব বিজ্ঞাপনের ব্যাপারে অভিযোগ জানাতে চাই" বিকল্পে টিকচিহ্ন দিয়েছেন কিনা নিশ্চিত করুন।
  8. কনফার্ম করুন বিকল্পে ক্লিক করুন।

কখন বিজ্ঞাপন সম্পর্কে অভিযোগ জানাবেন

কোনও বিজ্ঞাপন নিম্নলিখিত এক বা একাধিক নীতি লঙ্ঘন করলে আপনি সেটি সম্পর্কে অভিযোগ জানাতে পারেন:

বিজ্ঞাপন সম্পর্কে অভিযোগ জানাতে উপরে উল্লিখিত কারণগুলি প্রযোজ্য না হলে, আমাদের বিজ্ঞাপন সংক্রান্ত নির্দেশিকা থেকে নীতির আরও বিস্তারিত তালিকা পাবেন:

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
true
আপনার AdSense পৃষ্ঠা

নিয়ে আসা হল AdSense পৃষ্ঠা: এমন একটি নতুন রিসোর্স যেখানে AdSense সঠিকভাবে ব্যবহার করার ব্যাপারে আপনার অ্যাকাউন্ট সম্পর্কিত পছন্দসই তথ্য ও বিভিন্ন নতুন সুযোগ পাবেন।

Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
2658770758266306608
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
157
false
false