বিজ্ঞপ্তি

আপনার AdSense পৃষ্ঠা দেখতে ভুলবেন না। AdSense ব্যবহার করে সফল হওয়ার জন্য আপনার অ্যাকাউন্ট সংক্রান্ত পছন্দমতো তথ্য এখানে পেতে পারেন।

ব্র্যান্ডের নিরাপত্তা

বিজ্ঞাপন পর্যালোচনা কেন্দ্রের মাধ্যমে বিজ্ঞাপন পর্যালোচনা করা

আপনি বিজ্ঞাপন পর্যালোচনা কেন্দ্র থেকে আপনার পৃষ্ঠায় দেখানো প্রতিটি বিজ্ঞাপন পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন। এই নিবন্ধ থেকে 'বিজ্ঞাপন পর্যালোচনা কেন্দ্র' ব্যবহার করে আপনি কীভাবে কোনও বিজ্ঞাপন পর্যালোচনা করতে, বিজ্ঞাপন ব্লক করতে এবং মত পরিবর্তন করলে আগে ব্লক করা বিজ্ঞাপন আনব্লক করতে পারেন তা জানতে পারবেন।

বিজ্ঞাপন পর্যালোচনা করুন

বিজ্ঞাপন পর্যালোচনা কেন্দ্রতে স্ট্যাটাস ফিল্টারটি "অনুমতি রয়েছে" হিসেবে সেট করা আছে কিনা নিশ্চিত করুন। আপনার সাইটে দেখানো এবং পর্যালোচনা করা হয়নি এমন গত ৩০ দিনের বিজ্ঞাপনের তালিকা এখন আপনি দেখতে পারেন। মনে রাখবেন, বিজ্ঞাপনগুলি পর্যালোচনার যোগ্য হতে গেলে, সেগুলিকে কমপক্ষে অল্প কিছু ইম্প্রেশন পেতে হবে।

আপনি পর্যালোচনা করা হয়নি এমন বিজ্ঞাপনগুলি আলাদা উপায়ে সাজাতে পারেন। এই অনুযায়ী সাজান বিকল্পে ক্লিক করে কোনও একটি বিকল্প বেছে নিন:

  • সর্বাধিক ইম্প্রেশন: বিজ্ঞাপনগুলির পাওয়া ইম্প্রেশনের সংখ্যার ভিত্তিতে সেগুলির র‍্যাংক নির্ধারণ করা হয়। এই বিকল্প ব্যবহার করার অর্থ হল আপনি যেসব বিজ্ঞাপন প্রথমে পর্যালোচনা করেছেন সেগুলি সবচেয়ে ঘন ঘন দেখানো হয়েছে। মনে রাখবেন, সবচেয়ে সাম্প্রতিক ইম্প্রেশন নির্দিষ্ট অর্ডারে দেখাতে একটু সময় লাগতে পারে।
  • পর্যালোচনার অগ্রাধিকার: বিজ্ঞাপনে সম্ভাব্য সংবেদনশীল কন্টেন্ট রয়েছে কিনা বা বিজ্ঞাপন ভবিষ্যতে আরও বেশি ইম্প্রেশন পেতে পারে বলে আমাদের মনে হওয়ার উপর ভিত্তি করে অগ্রাধিকার সেট করা হয়। এই বিকল্প ব্যবহারের অর্থ হল আপনি গুরুত্বপূর্ণ বিজ্ঞাপনগুলি প্রথমে পর্যালোচনা করবেন।

পৃষ্ঠার বিজ্ঞাপন পর্যালোচনা করুন। বিজ্ঞাপন ব্লক করার প্রভাব কী হতে পারে তা বুঝতে প্রতিটি বিজ্ঞাপনের ক্ষেত্রে প্রাপ্ত ইম্প্রেশনের সংখ্যা চেক করুন।

কোনও বিজ্ঞাপনের আরও বিবরণ দেখতে তাতে ক্লিক করে দেখতে পারেন। 'বিজ্ঞাপনের বিস্তারিত দৃশ্য' থেকে আপনি বিজ্ঞাপনটির সম্পূর্ণ আকারের প্রিভিউ এবং এটির আকার, ধরন, ডেস্টিনেশন URL, Google Ads অ্যাকাউন্ট ইত্যাদি তথ্য দেখতে পারেন। 'বিস্তারিত দৃশ্য' থেকে বিজ্ঞাপন পর্যালোচনা করা সম্পর্কে আরও জানুন।

পরামর্শ: নির্দিষ্ট কোনও বিজ্ঞাপন খুঁজতে চাইলে, সার্চ বারে টাইপ করতে পারেন বা 'বিজ্ঞাপন পর্যালোচনা কেন্দ্র'-এ বিজ্ঞাপন খুঁজতে ফিল্টার করার বিকল্পগুলি ব্যবহার করতে পারেন। যেমন, বিজ্ঞাপনগুলির টেক্সট, ডেস্টিনেশন URL, ছবি বা সেগুলি কোন ডোমেনে দেখানো হয়েছে তার উপর ভিত্তি করে কোনও বিজ্ঞাপন খুঁজতে পারেন।

বিজ্ঞাপন 'পর্যালোচনা করা হয়েছে' হিসেবে চিহ্নিত করুন

কোনও বিজ্ঞাপন পৃষ্ঠাতে দেখানো চালিয়ে যাওয়ার ব্যাপারে আপনার কোনও আপত্তি না থাকলে, এটি 'পর্যালোচনা করা হয়েছে' হিসেবে চিহ্নিত করতে পারেন। বিজ্ঞাপন পর্যালোচনার সংশ্লিষ্ট স্ট্যাটাস পরিবর্তিত হয়ে "পর্যালোচনা করা হয়েছে" হিসেবে সেট হয়ে যাবে ফলে আপনাকে সেটি আর পর্যালোচনা করতে হবে না।

কোনও একটি বিজ্ঞাপন 'পর্যালোচনা করা হয়েছে' হিসেবে চিহ্নিত করতে:

  • বিজ্ঞাপনের উপরে কার্সর নিয়ে গিয়ে 'আরও' আরও এবং তারপর 'পর্যালোচনা করা হয়েছে' হিসেবে চিহ্নিত করুন বিকল্পে ক্লিক করুন।

বিজ্ঞাপনের তালিকার কোনও পৃষ্ঠা 'পর্যালোচনা করা হয়েছে' হিসেবে চিহ্নিত করতে:

  • সবকটি বেছে নিন বিকল্পে টিকচিহ্ন দিয়ে 'পর্যালোচনা করা হয়েছে' হিসেবে চিহ্নিত করুন বিকল্পে ক্লিক করুন।

বিজ্ঞাপন ব্লক করুন

আপনার পৃষ্ঠাগুলিতে কোনও বিজ্ঞাপন আর দেখাতে না চাইলে, আপনি সেটি ব্লক করতে পারেন। আপনি কোনও বিজ্ঞাপন ব্লক করলে সেটির স্ট্যাটাস পরিবর্তিত হয়ে "ব্লক করা হয়েছে" হিসেবে সেট হয়ে যাবে।

কোনও বিজ্ঞাপন ব্লক করতে:

  • বিজ্ঞাপনটির উপরে কার্সার নিয়ে গিয়ে 'বিজ্ঞাপনটি ব্লক করুন'-এ ক্লিক করুন Block

বিজ্ঞাপনের কোনও পৃষ্ঠা ব্লক করতে:

  1. সবকটি বেছে নিন বিকল্পে টিকচিহ্ন দিয়ে ব্লক করুন Block বিকল্পটি বেছে নিন।
  2. বিজ্ঞাপন ব্লক করার ফলে কী প্রভাব পড়তে পারে তা বুঝতে বিজ্ঞাপনের সংখ্যা, আনুমানিক মোট উপার্জন এবং ইম্প্রেশন সংক্রান্ত তথ্য পর্যালোচনা করুন।
  3. (ঐচ্ছিক) এইসব বিজ্ঞাপন ১ বা একাধিক Google বিজ্ঞাপন নীতি লঙ্ঘন করে থাকলে সেটির অভিযোগ জানাতে বক্সে টিকচিহ্ন দিন।
  4. বিজ্ঞাপন ব্লক করুন বিকল্পে ক্লিক করুন।

বিজ্ঞাপন দেখানোর বিকল্প আপডেট করলে, সেই পরিবর্তন আপনার পৃষ্ঠায় কার্যকর হতে কয়েক ঘণ্টা সময় লাগবে।

মনে রাখবেন: কোনও বিজ্ঞাপন ব্লক করা হলে, বিজ্ঞাপন পর্যালোচনা কেন্দ্র অটোমেটিক একই ধরনের দেখতে বিজ্ঞাপনগুলি ব্লক করার চেষ্টা করে। একই ধরনের দেখতে বিজ্ঞাপন ব্লক করার জন্য যে সময় লাগে, তা বাঁচাতে এটি করা হয়।

আগের অবস্থায় ফিরিয়ে আনুন

আপনি কোনও বিজ্ঞাপনে পরিবর্তন করলে, সঙ্গে সঙ্গেই 'আগের অবস্থায় ফিরিয়ে আনুন' বিকল্পে ক্লিক করতে পারেন। আপনি পরেও এই পরিবর্তন বাতিল করে আগের অবস্থায় ফেরাতে পারেন।

আপনার ব্লক করা কোনও বিজ্ঞাপনকে আবার আপনার পৃষ্ঠায় দেখানোর অনুমতি দিতে:

  • আপনার ব্লক করা বিজ্ঞাপনের তালিকা দেখতে স্ট্যাটাস ফিল্টার "ব্লক করা হয়েছে" হিসেবে সেট করুন। যে বিজ্ঞাপন দেখানোর অনুমতি দিতে চান তা খুঁজে, 'বিজ্ঞাপনকে অনুমতি দিন' বিকল্পে ক্লিক করুন।

ব্লক করা বিজ্ঞাপনের পৃষ্ঠাকে অনুমতি দিতে:

  • আপনার ব্লক করা বিজ্ঞাপনের তালিকা দেখতে স্ট্যাটাস ফিল্টার "ব্লক করা হয়েছে" হিসেবে সেট করুন। সবকটি বেছে নিন বিকল্পে টিকচিহ্ন দিয়ে 'অনুমতি দিন' বিকল্পে ক্লিক করুন।

আপনি আগে যেসব বিজ্ঞাপনে পরিবর্তন করেছেন সেগুলি আপনার পৃষ্ঠায় আপডেট হতে একদিন পর্যন্ত সময় লাগতে পারে।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
true
আপনার AdSense পৃষ্ঠা

নিয়ে আসা হল AdSense পৃষ্ঠা: এমন একটি নতুন রিসোর্স যেখানে AdSense সঠিকভাবে ব্যবহার করার ব্যাপারে আপনার অ্যাকাউন্ট সম্পর্কিত পছন্দসই তথ্য ও বিভিন্ন নতুন সুযোগ পাবেন।

Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
4056871489030304841
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
157
false
false