বিজ্ঞপ্তি

আপনার AdSense পৃষ্ঠা দেখতে ভুলবেন না। AdSense ব্যবহার করে সফল হওয়ার জন্য আপনার অ্যাকাউন্ট সংক্রান্ত পছন্দমতো তথ্য এখানে পেতে পারেন।

প্রোডাক্ট-নির্দিষ্ট নীতি

'সার্চের জন্য AdSense' (AFS) সংক্রান্ত নীতি

(২৩ মার্চ, ২০২২) ইউক্রেনে যুদ্ধের কারণে, আমরা এমন কন্টেন্টের মনিটাইজেশন বন্ধ রাখব যাতে যুদ্ধের মাধ্যমে কার্যসিদ্ধি করার কথা বলা হয়, যুদ্ধ বিষয়টিকে তুচ্ছ করে দেখা হয় বা অগ্রাহ্য করা হয়।

(১০ মার্চ, ২০২২) রাশিয়ায় Google বিজ্ঞাপন সিস্টেমের সাম্প্রতিক সাসপেনশনের পরিপ্রেক্ষিতে, আমরা AdSense, AdMob এবং Google Ad Manager-এ নতুন রাশিয়ান অ্যাকাউন্ট তৈরি করা পজ করব। এছাড়াও, আমরা রাশিয়া-ভিত্তিক বিজ্ঞাপনদাতাদের ক্ষেত্রে বিশ্বব্যাপী Google-এর প্রপার্টি এবং নেটওয়ার্কে বিজ্ঞাপন পজ করব।

(৩ মার্চ, ২০২২) ইউক্রেনে চলা যুদ্ধের কারণে, আমরা রাশিয়াতে বসবাসকারী ব্যবহারকারীদের জন্য সাময়িকভাবে বিজ্ঞাপন দেখানো পজ রাখব।

(২৬ ফেব্রুয়ারি, ২০২২) ইউক্রেনের যুদ্ধের কারণে, আমরা রাশিয়ান ফেডারেশনের সরকারি ফান্ড পাওয়া মিডিয়ার ক্ষেত্রে Google-এর মনিটাইজেশন পজ করছি। 

আমরা সমগ্র পরিস্থিতির উপর তীক্ষ্ণ নজর রেখে চলব এবং প্রয়োজন মতো অ্যাডজাস্টমেন্ট করা হবে।

ভূমিকা

Google-এর 'সার্চের জন্য AdSense' (AFS) পরিষেবা ব্যবহার করার ক্ষেত্রে এই নীতি প্রযোজ্য।

স্বচ্ছতার উদ্দেশ্যে এইসব নীতির জন্য:

  • "বিজ্ঞাপন" বলতে Google-এর পরিবেশন করা বিজ্ঞাপন বোঝায়। Google-এর প্রদান করা নয় এমন কোনও বিজ্ঞাপনকে (অথবা বিজ্ঞাপনের প্রোডাক্ট বা পরিষেবা) বোঝানো হয় না;
  • প্রকাশকের তৈরি কন্টেন্ট, সিন্ডিকেট করা কন্টেন্ট, ব্যবহারকারীর তৈরি কন্টেন্ট, অর্গানিক সার্চ ফলাফল, বিজ্ঞাপন (Google বা কোনও থার্ড-পার্টির প্রদান করা) এবং অন্য সাইটে লিঙ্ক বা অ্যাপ সহ ব্যবহারকারীদের কাছে আপনি যা পরিবেশন করেন সেগুলি সবকিছুই "কন্টেন্ট"-এর মধ্যে পড়ে; এবং
  • Google-এর অনুমতির প্রয়োজন আছে সেটি উল্লেখ করা হলে, সেই প্রয়োজনীয়তা Google-এর প্রদান করা বিজ্ঞাপন সহ Google পরিষেবা ব্যবহারের ক্ষেত্রে প্রযোজ্য হয়।

Google পরিষেবা প্রয়োগ করা হয় এমন প্রপার্টিতে কন্টেন্ট সহ Google পরিষেবা ব্যবহারের সময় আপনাকে এই নীতি মেনে চলার বিষয়টি নিশ্চিত করতে হবে। নীতি মেনে চলা না হলে, Google এগুলি সহ অন্যান্য সংশোধনমূলক ব্যবস্থা নিতে পারে: (১) যেকোনও Google পরিষেবার সুবিধা সাসপেন্ড করে দেওয়া, (২) কোনও Google পরিষেবা ব্যবহার বা সেটির প্রয়োগ বন্ধ করে দেওয়া বা পরিবর্তন করার জন্য বাধ্য করা অথবা (৩) প্রযোজ্য Google AdSense অনলাইন পরিষেবার শর্তাবলী বা আপনার এবং Google-এর মধ্যে হওয়া অন্য যেকোনও প্রাসঙ্গিক চুক্তি অনুযায়ী অধিকার প্রয়োগ করা।

নীতি

  1. কোয়েরি পরিবর্তন করা
    কোয়েরির ক্ষেত্রে ব্যবহারকারীকে স্পষ্টভাবে শুধু সার্চ করার উদ্দেশ্য করতে হবে যা এই তিনটি সোর্সের মধ্যে কোনও একটির অন্তর্গত হতে হবে:

  2. কোড পরিবর্তন করা
    AdSense প্রকাশকরা কোনও অবস্থাতেই AdSense for search-এর কোড পরিবর্তন করতে পারবেন না।
    প্রকাশকরা এইসব করতে পারবেন না:

    • AdSense for Search ফলাফল ফ্রেম করা
    • Google লোগো সরানো বা মডিফাই করা
  3. বিজ্ঞাপন ও সার্চ বক্স প্লেসমেন্টের সংখ্যা
    প্রতি পৃষ্ঠায় 'সার্চের জন্য AdSense'-এর সর্বোচ্চ দুটি বক্স প্লেস করা যাবে।

  4. শুধু সার্চ ফলাফল পৃষ্ঠায় কোড ব্যবহার করা যেতে পারে
    শুধু সার্চ ফলাফল পৃষ্ঠায় সার্চের জন্য বিজ্ঞাপন ইউনিট প্লেস করা যেতে পারে। টুলবার বা ব্রাউজার এক্সটেনশনের মতো কোনও সফ্টওয়্যার অ্যাপ্লিকেশনে 'সার্চের জন্য AdSense'-এর কোড ইন্টিগ্রেট করা যাবে না।

  5. সার্চ করা যায় এমন কন্টেন্টের ধরন
    AdSense প্রোগ্রাম নীতি অনুযায়ী, কপিরাইটযুক্ত কন্টেন্ট বা যেসব কন্টেন্ট আমাদের সাইটের কন্টেন্ট সংক্রান্ত নির্দেশিকা লঙ্ঘন করে, তা আপনার সার্চ করা যায় এমন কন্টেন্টের ফোকাস নয়।

  6. পুরস্কারের বিনিময়ে সার্চ করানো যাবে না
    বিজ্ঞাপন দেখা বা সার্চ করার জন্য ব্যবহারকারীদের আপনি কোনও পুরস্কার বা পারিশ্রমিক দিতে পারবেন না।

  7. কোয়েরির সীমা
    প্রত্যেক ব্যবহারকারীর অনুরোধের জন্য আপনি শুধু একটি কোয়েরি করতে পারবেন। অনলাইন 'সার্চের জন্য AdSense' প্রোডাক্টে, ১ আগস্ট থেকে পরের বছর ৩১ জুলাই পর্যন্ত সময়সীমার মধ্যে প্রত্যেক অ্যাকাউন্টের জন্য পাঁচ (৫) বিলিয়ন কোয়েরির সীমা নির্ধারিত আছে।

AdSense for search-এর বিষয়ে প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন

AdSense for Search-এ আমি কি অন্যান্য ইন্টারনেট সার্চ পরিষেবা ব্যবহার করতে পারব?

'সার্চের জন্য AdSense' বক্স দেখানো হচ্ছে এমন সাইটে প্রকাশকরা অন্যান্য ইন্টারনেট সার্চ পরিষেবা যোগ করতে পারবেন। তবে, অন্যান্য ইন্টারনেট সার্চ পরিষেবার সার্চ বক্সগুলি যেন Google Search বক্সের মতো একই রকম দেখতে না হয়। এছাড়া, যেসব প্রকাশক অতিরিক্ত 'সাইট সার্চ' ফিচার ব্যবহার করছেন, তারা নিজের সাইটের কন্টেন্ট সার্চ করার জন্য অন্য প্রোডাক্টও ব্যবহার করতে পারেন।

আমার সাইটে সার্চ ইঞ্জিন ব্যবহার করতে পারব?

আপনার সাইটে নিজে সার্চ করার জন্য সার্চ ইঞ্জিন ব্যবহার না করতে আমরা সাজেস্ট করি। এটি করলে নিজের বিজ্ঞাপনে নিজে ভুলবশত ক্লিক করার সম্ভাবনা বেড়ে যায় এবং এর ফলে যে রিপোর্ট জেনারেট হয় তাতে আপনার পৃষ্ঠার ট্রাফিক সংক্রান্ত সঠিক তথ্য জানা যায় না।

একই পৃষ্ঠায় বিজ্ঞাপন ও 'সার্চের জন্য AdSense'-এর বক্স দেখাতে পারব?

হ্যাঁ। কোনও পৃষ্ঠায় আগে থেকেই বিজ্ঞাপন দেখানো হলেও আপনি সেখানে 'সার্চের জন্য AdSense' বক্স প্লেস করতে পারবেন, শুধু দেখে নেবেন যেন পৃষ্ঠাটি আমাদের প্রোগ্রাম নীতি মেনে চলে। সার্চ করা হলে সার্চ ফলাফল পৃষ্ঠা খুলে যাবে, যা বিজ্ঞাপনের মাধ্যমে মনিটাইজ করা যায়।

AFS ফলাফল পৃষ্ঠায়, Google-এর প্রদান করা AFS নয় এমন বিজ্ঞাপন প্লেস করতে পারব?

আমরা সাজেস্ট করি, ফ্রেম করা সার্চ ফলাফল আছে এমন পৃষ্ঠায় টেক্সট, ইমেজ বা ভিডিও সহ Google-এর প্রদান করা কোনও অতিরিক্ত বিজ্ঞাপন প্লেস করবেন না। তবে পৃষ্ঠায় আপনি চাইলে কোনও লিঙ্ক ইউনিট বা 'সার্চের জন্য AdSense' বক্স প্লেস করতেই পারেন।

যেসব প্রকাশক CSA প্রোটোকলের মাধ্যমে বিজ্ঞাপন দেখাচ্ছেন, তারা আমাদের কাস্টম সার্চ বিজ্ঞাপন নীতি পর্যালোচনা করে নিতে ভুলবেন না।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
true
আপনার AdSense পৃষ্ঠা

নিয়ে আসা হল AdSense পৃষ্ঠা: এমন একটি নতুন রিসোর্স যেখানে AdSense সঠিকভাবে ব্যবহার করার ব্যাপারে আপনার অ্যাকাউন্ট সম্পর্কিত পছন্দসই তথ্য ও বিভিন্ন নতুন সুযোগ পাবেন।

Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
9453635083059494171
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
157
false
false