বিজ্ঞপ্তি

আপনার AdSense পৃষ্ঠা দেখতে ভুলবেন না। AdSense ব্যবহার করে সফল হওয়ার জন্য আপনার অ্যাকাউন্ট সংক্রান্ত পছন্দমতো তথ্য এখানে পেতে পারেন।

মনিটাইজেশন এবং বিজ্ঞাপন

আপনার সাইটে ট্রাফিক বাড়ানো সংক্রান্ত পরামর্শ

ব্যবহারকারীদের আপনার সাইটে আনা এবং আপনার পৃষ্ঠার দৃশ্যমানতা উন্নত করার কাজে ব্যবহার করতে পারেন এমন কয়েকটি সেরা কৌশল Google Search Console-এ পাওয়া যাবে। আমরা নিচে উল্লেখ করা বিভিন্ন টুল ব্যবহার করার পাঁচটি উপায় হাইলাইট করেছি যা দিয়ে আপনার কঠোর পরিশ্রমের মাধ্যমে তৈরি করা কন্টেন্টের দৃশ্যমানতা উন্নত করতে পারবেন।

১. আপনার পৃষ্ঠাগুলি Google ইন্ডেক্সে জমা দিন।

আপনার ইউআরএল জমা দেওয়ার জন্য Google Search Console ব্যবহার করে, Google-এর ওয়েব ক্রলারকে আপনার সাইট ক্রলিংয়ের কাজটি সম্পূর্ণরূপে এবং আরও দক্ষতার সাথে করতে সাহায্য করেন। Search Console-এর মাধ্যমে আপনার সব পৃষ্ঠা Google ইন্ডেক্সে জমা দিতে পারবেন এবং আমরা যাতে সমস্ত ডাইনামিক ইউআরএল বা আপনার পৃষ্ঠায় যথাযথভাবে লিঙ্ক করা নেই এমন পৃষ্ঠা সম্পর্কে জানতে পারি তা নিশ্চিত করার জন্য এটি বিশেষভাবে উপযোগী। তবে মনে রাখবেন: ইন্ডেক্সে কোনও পৃষ্ঠা জমা দিলেই তা সার্চ ফলাফলে অন্তর্ভুক্ত করা হবে বা আপনার PageRank প্রভাবিত হবে এই রকম কোনও গ্যারান্টি দেওয়া হয় না। এটি আকর্ষণীয় ও উপযোগী কন্টেন্ট তৈরি করার বিকল্প নয়।

২. আপনার সাইট Google কেমনভাবে দেখে সেই সম্পর্কে জানা।

আপনার সাইটে আমাদের অ্যাক্সেস রয়েছে বলে নিশ্চিত হলে, আপনার পৃষ্ঠা লিঙ্ক করার জন্য ব্যবহৃত সেই সাধারণ শব্দগুলি দেখতে পাবেন যেগুলি Google দেখে। এটি আপনাকে আপনার সাইটের কন্টেন্ট দেখার প্রবণতা বুঝতে সাহায্য করে এবং কোনও নির্দিষ্ট কীওয়ার্ডের জন্য আপনি কেন র‌্যাঙ্ক করতে পারেন তা নির্ধারণে সাহায্য করতে পারে।

৩. সম্ভাব্য সমস্যার কারণ নির্ণয় করুন।

আপনার সাইট বা নির্দিষ্ট কোনও পৃষ্ঠা অ্যাক্সেস করতে আমাদের সমস্যা হলে তার কারণ আমরা আপনাকে তা জানাতে পারি। কোনও পৃষ্ঠা ক্রল করতে না পারলে, আমরা সেটি ইন্ডেক্স করতে পারব না -- তাই আমাদের তালিকাভুক্ত যেকোনও সমস্যার সমাধান আপনার সামগ্রিক কভারেজ উন্নত করার কাজে সাহায্য করতে পারে। আপনার কিছু পৃষ্ঠা MediaPartners-Google (AdSense ক্রলার) ব্লক করলে, ফাইলে করা কোনও পরিবর্তন পরীক্ষা করতে আপনি Google Search Console-এর robots.txt অ্যানালিটিক্স টুল ব্যবহার করতে পারেন এবং এই পরিবর্তন ক্রলার অ্যাক্সেসে অনুমতি দেয় কিনা তা দেখে নিতে পারেন। এছাড়াও, আপনি অন্যান্য Google বট থেকে কোন কোন পৃষ্ঠা ব্লক করছেন তা দেখতে পারবেন - এটি কীভাবে আপনার সাইটের ক্রল প্রভাবিত করবে তা দেখার জন্য আপনাকে কোনও পরিবর্তন পরীক্ষা করতে সাহায্য করে।

৪. কোন ধরনের কোয়েরি আপনার সাইটে ট্রাফিক নিয়ে আসে তা দেখুন।

Google Search Console ব্যবহার করে, কোন Google কোয়েরি আপনার সাইটে ক্লিক-থ্রু তৈরি করেছে এবং সেইসব কোয়েরির সার্চ ফলাফলে আপনি কোথায় অবস্থান করেছেন তা জানুন। এছাড়াও, আপনি ব্যক্তিগত প্রপার্টির এবং বিভিন্ন দেশের ডেটা দেখতে পারবেন। যেমন, আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে Google Images সার্চ করছেন এমন ব্যবহারকারীদের কোয়েরি দেখতে পাবেন যাদের ফলাফলে আপনার সাইট দেখানো হয়েছে। আপনি কেবল সেইসব প্রপার্টি এবং দেশ দেখতে পাবেন যাদের ডেটা আপনার সাইটে রয়েছে।

৫. আবার অন্তর্ভুক্ত করান।

সার্চ ফলাফলে আপনার সাইট আর দেখানো না হলে, Google-এর কোয়ালিটি সংক্রান্ত নির্দেশিকা পড়ুন, তবে আপনার সাইটে কোনও সমস্যা থাকলে তা ঠিক করে Google Search Console অ্যাকাউন্ট থেকে আবার অন্তর্ভুক্তির অনুরোধ জানান। মনে রাখবেন, আবার অন্তর্ভুক্তি সংক্রান্ত অনুরোধের ফর্ম কেবলমাত্র Google Search Console ব্যবহারকারীদের জন্যই উপলভ্য।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
true
আপনার AdSense পৃষ্ঠা

নিয়ে আসা হল AdSense পৃষ্ঠা: এমন একটি নতুন রিসোর্স যেখানে AdSense সঠিকভাবে ব্যবহার করার ব্যাপারে আপনার অ্যাকাউন্ট সম্পর্কিত পছন্দসই তথ্য ও বিভিন্ন নতুন সুযোগ পাবেন।

Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
895533987188473390
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
157
false
false