বিজ্ঞপ্তি

আপনার AdSense পৃষ্ঠা দেখতে ভুলবেন না। AdSense ব্যবহার করে সফল হওয়ার জন্য আপনার অ্যাকাউন্ট সংক্রান্ত পছন্দমতো তথ্য এখানে পেতে পারেন।

মনিটাইজেশন এবং বিজ্ঞাপন

নিজের সাইটে ট্রাফিক কিনতে চাইলে

আমাদের প্রোগ্রাম নীতি মেনে আপনি যেকোনও উপায়ে নিজের সাইটের প্রচার করতে পারেন। তবে, বিজ্ঞাপনে ট্রাফিকের জন্য AdSense প্রকাশকরাই দায়বদ্ধ। তাই সাইটে ট্রাফিক বাড়ানোর জন্য আপনি যদি পার্টনার হিসেবে কোনও থার্ড-পার্টি পরিষেবা বেছে নেন, সেক্ষেত্রে আপনার বিজ্ঞাপনের ট্রাফিকের উপর প্রতিটি সোর্স কী প্রভাব ফেলছে তা পরিমাপ করতে আপনার রিপোর্টগুলি মনিটর করা জরুরি।

বিজ্ঞাপনদাতা ও প্রকাশকদের মধ্যে কানেক্ট করানোর জন্য 'পে-পার-ক্লিক'-এর পাশাপাশি সার্চ ইঞ্জিন এবং ডিরেক্টরি সাইটের মতো একাধিক পরিষেবা উপলভ্য আছে যা আপনার সাইটে ট্রাফিক বাড়াতে সাহায্য করতে পারে। তবে, আমরা দেখেছি যে, এদের মধ্যে কিছু কিছু পরিষেবা প্রচারের ক্ষেত্রে যাই দাবি করুক, আসলে ওয়েবসাইটে আর্টিফিশিয়াল ট্রাফিক পাঠায়। এদের গ্রাহকরা যে ধরনের ট্রাফিক লেভেল আশা করেন তা প্রদান করতে, এইসব পরিষেবা ক্লিক ও ইম্প্রেশন জেনারেট করার জন্য ক্লিক বট ব্যবহার করে অথবা সাইট ভিজিট বা বিজ্ঞাপনের ক্লিক করানোর জন্য ব্যবহারকারীদের পারিশ্রমিক বা পুরস্কার অফার করে। এই কারণে, থার্ড-পার্টি ট্রাফিক পরিষেবার সাথে পার্টনার হিসেবে যুক্ত হওয়ার আগে আপনাকে সতর্কতা অবলম্বন করতে বিশেষভাবে অনুরোধ করছি।

ভিজিটরের সোর্স নির্ধারণ করার জন্য আপনার যদি সাইটের ট্রাফিক লগ করার ক্ষেত্রে কোনও সাহায্যের প্রয়োজন হয়, সেক্ষেত্রে Google Analytics ব্যবহার করতে সাজেস্ট করা হয়। এছাড়াও, আপনার সাইটে ব্যবহারকারীদের পছন্দমতো কন্টেন্ট ও বিজ্ঞাপন কীভাবে দেখাতে পারবেন সেই ব্যাপারে আরও জানতে, নিজের AdSense অ্যাকাউন্টটি Analytics-এর সাথে ইন্টিগ্রেট করুন

Analytics অ্যাকাউন্ট সেট-আপ করার পরে, আমরা সাজেস্ট করি, আপনি যে থার্ড-পার্টি পরিষেবার সাথে পার্টনার হিসেবে যুক্ত হয়েছেন তার ট্রাফিক সোর্স সহ রিপোর্টে আরও যেসব বিষয় উপলভ্য আছে, সেগুলির নিরিখে নিজের বিজ্ঞাপনের ট্রাফিক মনিটর করুন। যদি দেখেন যে আপনার কোনও ট্রাফিক সোর্সের অ্যাক্টিভিটি সন্দেহজনক ঠেকছে, সেক্ষেত্রে আমরা সাজেস্ট করব, ওই ট্রাফিক সোর্সের সাথে আপনার পার্টনারশিপ বন্ধ বা পজ করে দিন, যাতে সাইটে ভুল ট্রাফিক না আসে। আপনার যদি HTML ও JavaScript ব্যবহার করার অভিজ্ঞতা থাকে, সেক্ষেত্রে যে সোর্স থেকে ট্রাফিক পাঠানো হচ্ছে তার ভিত্তিতে বিজ্ঞাপন ইউনিটে একটি 'রিপোর্টিং চ্যানেল কোড' অ্যাসাইন করার কথা ভেবে দেখতে পারেন। যেমন, আপনি যদি Google Ads ব্যবহার করে বিজ্ঞাপন দেখান, সেক্ষেত্রে শুধু Google Ads ক্যাম্পেন থেকে যেসব AdSense অ্যাক্টিভিটি আপনার সাইটে আসছে তা ট্র্যাক করতে, "Google Ads" নামে একটি AdSense চ্যানেল সেট-আপ করতে পারেন।

পরিশেষে, আমরা বুঝি যে, যেসব ট্রাফিক পরিষেবা ভুল ট্রাফিক পাঠায় বলে আমরা খুঁজে পেয়েছি সেগুলির ব্যাপারে আপনি হয়ত আরও তথ্য জানতে চান। কিন্তু, আমাদের শনাক্তকরণ সিস্টেমের কার্যকারিতা নিশ্চিত করতে এবং এইসব পরিষেবার নাম প্রকাশ করে যাতে কোনও আইনি জটিলতায় জড়িয়ে পড়তে না হয়, সেই জন্য আমরা এইসব বিবরণ প্রকাশ করতে পারব না।

আপনার সাইটে ট্রাফিক পাঠানোর জন্য যদি ট্রাফিক কিনবেন বলে ভেবে থাকেন, সেক্ষেত্রে আমরা সাজেস্ট করব, শুরু করার আগে আমাদের ট্রাফিক প্রদানকারীদের চেকলিস্ট পড়ে দেখুন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
true
আপনার AdSense পৃষ্ঠা

নিয়ে আসা হল AdSense পৃষ্ঠা: এমন একটি নতুন রিসোর্স যেখানে AdSense সঠিকভাবে ব্যবহার করার ব্যাপারে আপনার অ্যাকাউন্ট সম্পর্কিত পছন্দসই তথ্য ও বিভিন্ন নতুন সুযোগ পাবেন।

Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
11464205969004868601
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
157
false
false