বিজ্ঞপ্তি

আপনার AdSense পৃষ্ঠা দেখতে ভুলবেন না। AdSense ব্যবহার করে সফল হওয়ার জন্য আপনার অ্যাকাউন্ট সংক্রান্ত পছন্দমতো তথ্য এখানে পেতে পারেন।

পেমেন্ট

পেমেন্ট ইতিহাস দেখা

'ট্রানজ্যাকশন' পৃষ্ঠায় আপনার পেমেন্ট ইতিহাস খুঁজে পাবেন। আপনার সব পেমেন্ট অ্যাকাউন্ট ট্রানজ্যাকশন মাস ও ট্রানজ্যাকশনের প্রকার অনুসারে দেখানো যায় যাতে আপনি অতি সহজেই কোনও বিলিংয়ের মেয়াদের জন্য উপার্জন, পেমেন্ট, অ্যাডজাস্টমেন্ট ও ট্যাক্স খুঁজে পেতে পারবেন।

আপনার পেমেন্টের ইতিহাস দেখতে, এইসব ধাপ অনুসরণ করুন:

  1. আপনার AdSense অথবা YouTube-এর জন্য AdSense অ্যাকাউন্টে সাইন-ইন করুন
  2. পেমেন্ট ও তারপর পেমেন্টের তথ্য বিকল্পে ক্লিক করুন।
  3. AdSense ও YouTube-এর জন্য আপনার কাছে আলাদা আলাদা পেমেন্ট অ্যাকাউন্ট থাকলে, সঠিক পেমেন্ট অ্যাকাউন্ট বেছে নিয়েছেন কিনা তা দেখে নিন।
  4. ট্রানজ্যাকশন দেখুন বিকল্পে ক্লিক করুন।
    ডিফল্ট হিসেবে আপনার পেমেন্ট ইতিহাসে গত তিন মাসের ট্রানজ্যাকশনের বিস্তারিত বিবরণ দেখানো হয়।
  5. সেই বিলিংয়ের মেয়াদের জন্য ট্রানজ্যাকশনের তালিকা দেখতে কোনও মাসিক স্টেটমেন্টে ক্লিক করুন।
  6. মাসিক স্টেটমেন্ট ডাউনলোড বা প্রিন্ট করার বিকল্প আপনি বেছে নিতে পারবেন:
    • প্রিন্ট করুন বিকল্পে ক্লিক করুন। এটি করলে, ট্রানজ্যাকশন দেখানো একটি উইন্ডো খুলে যাবে। আপনার ব্রাউজারের 'প্রিন্ট করুন' কমান্ডের মাধ্যমে সেগুলি প্রিন্ট করুন।
    • ডাউনলোড করুন বিকল্পে ক্লিক করুন। কমার মাধ্যমে ভ্যালু আলাদা করে দেখানোর ফর্ম্যাটে (CSV) আপনার পেমেন্টের ইতিহাস ডাউনলোড করতে পারবেন। আপনি কোনও স্প্রেডশিটে রেকর্ড ইমপোর্ট করতে পারবেন।
পরামর্শ: আপনি যেকোনও তারিখের রেঞ্জের ক্ষেত্রে শুধু নির্দিষ্ট প্রকারের ট্রানজ্যাকশন দেখানোর জন্য ফিল্টার ব্যবহার করতে পারবেন।

আপনার ট্রানজ্যাকশন ভিউ কাস্টমাইজ করা

পৃষ্ঠার সবচেয়ে উপরে ট্রানজ্যাকশন ফিল্টার ও সার্চ করার বিকল্প আপনার কাছে আছে।

  1. আপনার AdSense অথবা YouTube-এর জন্য AdSense অ্যাকাউন্টে সাইন-ইন করুন
  2. পেমেন্ট ও তারপর পেমেন্টের তথ্য বিকল্পে ক্লিক করুন।
  3. AdSense ও YouTube-এর জন্য আপনার কাছে আলাদা আলাদা পেমেন্ট অ্যাকাউন্ট থাকলে, সঠিক পেমেন্ট অ্যাকাউন্ট বেছে নিয়েছেন কিনা তা দেখে নিন।
  4. ট্রানজ্যাকশন দেখুন বিকল্পে ক্লিক করুন।
    ডিফল্ট হিসেবে আপনার পেমেন্ট ইতিহাসে গত তিন মাসের ট্রানজ্যাকশনের বিস্তারিত বিবরণ দেখানো হয়।
  5. সবচেয়ে বাঁদিকের 'নিম্নমুখী তীরচিহ্ন' নিম্নমুখী তীর আইকন থেকে ট্রানজ্যাকশনের বিস্তারিত ভিউ বা সংক্ষিপ্তসার ভিউ বিকল্প বেছে নিন।
  6. "সব ট্রানজ্যাকশন" বিকল্পের ঠিক পাশে, 'নিম্নমুখী তীরচিহ্ন' নিম্নমুখী তীর আইকনে ক্লিক করুন এবং একটি ট্রানজ্যাকশনের প্রকার বেছে নিন:
    • সব ট্রানজ্যাকশন
    • উপার্জন: যেকোনও প্রযোজ্য উপার্জন মাসিক ট্রানজ্যাকশনের হিসেবেই ডিসপ্লে করা হয়।
    • পেমেন্ট: আপনাকে করা যেকোনও পেমেন্ট।
    • অ্যাডজাস্টমেন্ট: সাধারণভাবে, আপনার অ্যাকাউন্টের উপর প্রয়োগ করা যেকোনও ক্রেডিট।
    • ট্যাক্স: আপনার অ্যাকাউন্টের উপর প্রয়োগ করা প্রযোজ্য ট্যাক্স।
  7. সেই সময়সীমা বেছে নিন যার মধ্যে করা ট্রানজ্যাকশন আপনি পর্যালোচনা করতে চান। আপনি আগে থেকে সেট করা তারিখের রেঞ্জ বা আপনার কাস্টম তারিখের রেঞ্জ বেছে নিতে পারবেন। কাস্টম তারিখের রেঞ্জ বেছে নিলে, একটি তারিখের রেঞ্জ লিখে প্রয়োগ করুন বিকল্পে ক্লিক করুন।

পেমেন্ট রসিদ অ্যাক্সেস করা

আপনি কোনও পেমেন্ট পেলেই আপনার অ্যাকাউন্টে পেমেন্টের রসিদ উপলভ্য হবে। রসিদ হল একটি প্রিন্টযোগ্য পৃষ্ঠা যাতে আপনার পেমেন্টের সংশ্লিষ্ট তথ্য দেওয়া থাকে।

কোনও নির্দিষ্ট পেমেন্টের জন্য পেমেন্টের রসিদ দেখতে:

  1. আপনার AdSense অথবা YouTube-এর জন্য AdSense অ্যাকাউন্টে সাইন-ইন করুন
  2. পেমেন্ট ও তারপর পেমেন্টের তথ্য বিকল্পে ক্লিক করুন।
  3. AdSense ও YouTube-এর জন্য আপনার কাছে আলাদা আলাদা পেমেন্ট অ্যাকাউন্ট থাকলে, সঠিক পেমেন্ট অ্যাকাউন্ট বেছে নিয়েছেন কিনা তা দেখে নিন।
  4. ট্রানজ্যাকশন দেখুন বিকল্পে ক্লিক করুন।
    ডিফল্ট হিসেবে আপনার পেমেন্ট ইতিহাসে গত তিন মাসের ট্রানজ্যাকশনের বিস্তারিত বিবরণ দেখানো হয়।
  5. সবচেয়ে বাঁদিকের 'নিম্নমুখী তীরচিহ্ন' নিম্নমুখী তীর আইকন থেকে ট্রানজ্যাকশনের বিস্তারিত ভিউ বিকল্প বেছে নিন।
  6. কোনও নির্দিষ্ট পেমেন্ট সার্চ করতে ফিল্টার করার বিকল্প ব্যবহার করুন।
  7. আপনি যে পেমেন্টের জন্য রসিদ চান, ঠিক তার পাশে অটোমেটিক পেমেন্ট লিঙ্কে ক্লিক করুন।
    একটি নতুন ব্রাউজার উইন্ডো বা ট্যাবে একটি প্রিন্টযোগ্য রসিদ দেখা যাবে।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
true
আপনার AdSense পৃষ্ঠা

নিয়ে আসা হল AdSense পৃষ্ঠা: এমন একটি নতুন রিসোর্স যেখানে AdSense সঠিকভাবে ব্যবহার করার ব্যাপারে আপনার অ্যাকাউন্ট সম্পর্কিত পছন্দসই তথ্য ও বিভিন্ন নতুন সুযোগ পাবেন।

Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
5936774460683304049
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
157
false
false