বিজ্ঞপ্তি

আপনার AdSense পৃষ্ঠা দেখতে ভুলবেন না। AdSense ব্যবহার করে সফল হওয়ার জন্য আপনার অ্যাকাউন্ট সংক্রান্ত পছন্দমতো তথ্য এখানে পেতে পারেন।

আপনার সাইট ম্যানেজ করুন

আপনার সাইটটি বন্ধ আছে

আপনার সাইটে অন্তত চার মাস কোনও বিজ্ঞাপন না দেখানো হয়ে থাকলে সেটি বন্ধ হয়ে গেছে বলে বিবেচিত হবে। এই রকমের কিছু ঘটে থাকলে, আপনার অ্যাকাউন্টে একটি সতর্কতা মেসেজ দেখতে পাবেন এবং আপনার কাছে আবার বিজ্ঞাপন দেখানোর জন্য এক মাস সময় থাকবে। আপনার সাইটটি পাঁচ মাস ধরে বন্ধ থাকলে সেটি আবার পর্যালোচনা করতে হবে। আপনার সাইট পৃষ্ঠা থেকে বন্ধ হয়ে যাওয়া সাইটের তালিকা দেখতে পারবেন।

মনে রাখবেন: পর্যালোচনার অনুরোধ করার আগে, আপনার সাইটের সঠিক জায়গায় AdSense কোড লিখেছেন কিনা এবং এটি AdSense-এর প্রোগ্রাম নীতি মেনে চলে কিনা তা দেখে নিন।

আপনি অন্য কোনও AdSense প্রোডাক্ট ব্যবহার করলে

বন্ধ থাকা সাইটের বিজ্ঞপ্তি শুধুমাত্র 'কন্টেন্টের জন্য AdSense' ও 'সার্চের জন্য AdSense' প্রোগ্রামের জন্যই প্রযোজ্য। অন্য কোনও AdSense প্রোডাক্ট ব্যবহার করলে, আপনার বিজ্ঞাপনের উপর কোনও প্রভাব পড়ে না এবং আপনাকে কোনও অ্যাকশন নিতে হবে না। আপনি ভবিষ্যতে 'কন্টেন্টের জন্য AdSense' প্রোগ্রামের বিজ্ঞাপন দেখাতে চাইলে আপনার সাইটকে আবার পর্যালোচনা করার প্রয়োজন হবে।

বন্ধ থাকা সাইটের ক্ষেত্রে কীভাবে রিভিউয়ের অনুরোধ জানাবেন

  1. AdSense অ্যাকাউন্টে সাইন-ইন করুন।
  2. সাইট বিকল্পে ক্লিক করুন।
  3. সাইটের তালিকায়, চালু না থাকা সাইটে ক্লিক করুন।
  4. আপনার সাইটে যে আপনি AdSense কোড দিয়েছেন তা কনফার্ম করুন। বিজ্ঞাপন কোড পেস্ট করার বিষয়ে আরও জানতে, আমাদের কোড প্রয়োগ করা সংক্রান্ত গাইড পড়ুন।
  5. পরবর্তী বিকল্পে ক্লিক করুন।
  6. পর্যালোচনার অনুরোধ করুন বিকল্পে ক্লিক করুন।

    আপনার সাইট বিজ্ঞাপন দেখানোর জন্য প্রস্তুত কিনা তা আমরা পরীক্ষা করব।

পরামর্শ: আপনি যে পৃষ্ঠাগুলিতে বিজ্ঞাপন দেখাতে চান তার প্রত্যেকটিতে কোড লিখতে ভুলবেন না। আমাদের তরফ থেকে পরীক্ষা করে দেখা হয়ে গেলে আপনার সাইটে আবার বিজ্ঞাপন দেখানো যাবে। কীভাবে আপনার সাইটে বিজ্ঞাপন সেট-আপ করবেন তার ব্যাপারে জানুন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
true
আপনার AdSense পৃষ্ঠা

নিয়ে আসা হল AdSense পৃষ্ঠা: এমন একটি নতুন রিসোর্স যেখানে AdSense সঠিকভাবে ব্যবহার করার ব্যাপারে আপনার অ্যাকাউন্ট সম্পর্কিত পছন্দসই তথ্য ও বিভিন্ন নতুন সুযোগ পাবেন।

Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
6903681509817674494
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
157
false
false