বিজ্ঞপ্তি

আপনার AdSense পৃষ্ঠা দেখতে ভুলবেন না। AdSense ব্যবহার করে সফল হওয়ার জন্য আপনার অ্যাকাউন্ট সংক্রান্ত পছন্দমতো তথ্য এখানে পেতে পারেন।

সিপিআরএ (CPRA) মেসেজ সম্পর্কে

মনে রাখবেন: ক্যালিফোর্নিয়া কনজিউমার প্রাইভেসি অ্যাক্টের (CCPA) পরিবর্তে বর্তমানে ক্যালিফোর্নিয়া প্রাইভেসি রাইটস অ্যাক্ট (CPRA) প্রয়োগ করা হয়েছে। সিপিআরএ (CPRA) নিয়মের আওতায় এখন ব্যক্তিগত তথ্য বিক্রির পাশাপাশি ব্যক্তিগত তথ্য শেয়ার করাও পড়ে। সিপিআরএ (CPRA) মেসেজে হওয়া পরিবর্তন সম্পর্কে আরও জানুন।  

ক্যালিফোর্নিয়া প্রাইভেসি রাইটস অ্যাক্ট (CPRA) হল ডেটা গোপনীয়তা সংক্রান্ত নতুন আইন যা ক্যালিফোর্নিয়া রাজ্যের বাসিন্দাদের বিভিন্ন অধিকার প্রদান করে। যেসব কোম্পানি ক্যালিফোর্নিয়ায় ব্যবসা করে এবং উপার্জন, ডেটা প্রসেসিং ও অন্যান্য বিষয়ের বিভিন্ন ফ্যাক্টরের মধ্যে যেকোনও একটি পূরণ করে সেগুলির ক্ষেত্রে এই আইন প্রযোজ্য হয়। সিপিআরএ (CPRA) নির্দিষ্ট কোনও লোকেশনের বসবাসকারী বাসিন্দাদের “ব্যক্তিগত তথ্য” “বিক্রি অথবা শেয়ার” করার বিকল্প থেকে অপ্ট-আউট করার অধিকার দেয় (যেভাবে আইনে সংশ্লিষ্ট শর্তাবলী ব্যাখ্যা করা হয়েছে) এবং “সেলিং/সেল” পার্টির হোমপেজে স্পষ্টভাবে দেখানো "আমার ব্যক্তিগত তথ্য বিক্রি অথবা শেয়ার করবেন না" লিঙ্কের মাধ্যমে অপ্ট-আউট করার এই অফার দেখানো হয়। 

সিপিআরএ (CPRA)-এর অংশ হিসেবে, ব্যক্তিগত তথ্য বিক্রি বা শেয়ার করা প্রকাশকদের নিজের হোমপেজে একটি লিঙ্ক পোস্ট করতে হবে যাতে গ্রাহকরা ব্যক্তিগত তথ্য বিক্রি বা শেয়ার করা থেকে অপ্ট-আউট করতে পারেন (§ 1798.135)। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের বাসিন্দাদের সিপিআরএ (CPRA) মেসেজ দেখানো হয় এবং এর মাধ্যমে তারা অপ্ট-আউট করতে পারেন।

মেসেজ যাতে আইনি প্রয়োজনীয়তা পূরণ করে তা দেখা আপনার দায়িত্বের মধ্যে পড়ে।

CCPA নীতি আপডেট করে সিপিআরএ (CPRA)-তে পরিবর্তন করা

বর্তমানে CPRA প্রয়োগ করা হয়েছে। এর অর্থ হল, ব্যবহারকারীরা নিজের ব্যক্তিগত তথ্য বিক্রি ও শেয়ার করা থেকে অপ্ট-আউট করতে পারেন। সিসিপিএ (CCPA) মেসেজিংয়ে ডিফল্ট মেসেজ ব্যবহার করলে, আপনার মেসেজটি এইভাবে পড়ার জন্য আমরা অটোমেটিক আপডেট করেছি: “আমার ব্যক্তিগত তথ্য বিক্রি বা শেয়ার করবেন না।" আপনি আগে কাস্টম সিসিপিএ (CCPA) মেসেজ সেট করে থাকলে, আমাদের সাজেশন হল, সিপিআরএ (CPRA)-এর কথা বিবেচনা করে সিসিপিএ (CCPA) মেসেজ সংশোধন করুন।  

মেসেজের গঠন

ব্যবহারকারী মেসেজ দেখার সময় সিপিআরএ (CPRA) মেসেজে একাধিক "স্ক্রিন" (বা "পৃষ্ঠা") থাকে যেগুলি তাদের দেখানো হয়।

Example of the structure of a CCPA message in Ad Mob.

মনে রাখবেন: "বিক্রি অথবা শেয়ার করবেন না" লিঙ্কটি উপরে যেভাবে দেখা যাচ্ছে, আপনার সাইটে দেখতে একই রকমের নাও হতে পারে।

সিপিআরএ (CPRA) মেসেজে নিচে উল্লেখ করা এইসব উপাদান থাকে:

  1. 'বিক্রি অথবা শেয়ার করবেন না' লিঙ্ক: আপনার সিপিআরএ (CPRA) মেসেজের লিঙ্ক। এতে আপনার বেছে নেওয়া ফর্ম্যাট ও সেটিংস অনুযায়ী "আমার ব্যক্তিগত তথ্য বিক্রি বা শেয়ার করবেন না" কথাটি দেখানো হবে। ব্যবহারকারীরা লিঙ্কে ক্লিক করলে, 'কনফার্ম করুন' পৃষ্ঠা খুলবে এবং "ব্যক্তিগত তথ্য বিক্রি অথবা শেয়ার করা থেকে অপ্ট-আউট করুন" ডায়ালগ দেখানো হবে।
  2. কনফার্ম করার পৃষ্ঠা: সিপিআরএ (CPRA) মেসেজ কনফার্মেশন পৃষ্ঠা। "ব্যক্তিগত তথ্য বিক্রি অথবা শেয়ার করা থেকে অপ্ট-আউট করুন" ডায়ালগ দেখায়। ব্যবহারকারীরা নিজের সিদ্ধান্ত কনফার্ম করতে বোতামে ক্লিক করতে পারেন।
    1. লোগো: আপনার সাইট বা অ্যাপের লোগো। এখানে লোগো দেখাতে চাইলে, মেসেজে সেটি যোগ করুন।
    2. "বাতিল করুন" বোতাম: এই বোতামের মাধ্যমে ব্যবহারকারীরা "ব্যক্তিগত তথ্য" "বিক্রি অথবা শেয়ার" (আইনে যেভাবে এই শব্দগুলি সংজ্ঞায়িত আছে) করা থেকে অপ্ট-আউট না করেই মেসেজ বাতিল করতে পারেন। মেসেজ বন্ধ করে।
    3. "অপ্ট-আউট" বোতাম: এই বোতামের মাধ্যমে ব্যবহারকারী "ব্যক্তিগত তথ্য" "বিক্রি অথবা শেয়ার" (আইনে যেভাবে এই শব্দগুলি সংজ্ঞায়িত আছে) করা থেকে অপ্ট-আউট না করেই মেসেজ বাতিল করতে পারেন। ব্যবহারকারীরা "অপ্ট-আউট" বোতামে ক্লিক করলে, এই মেসেজ Google-কে ব্যবহারকারীর অপ্ট-আউট স্ট্যাটাস সম্পর্কে জানায়। মেসেজ বন্ধ করে।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
true
আপনার AdSense পৃষ্ঠা

নিয়ে আসা হল AdSense পৃষ্ঠা: এমন একটি নতুন রিসোর্স যেখানে AdSense সঠিকভাবে ব্যবহার করার ব্যাপারে আপনার অ্যাকাউন্ট সম্পর্কিত পছন্দসই তথ্য ও বিভিন্ন নতুন সুযোগ পাবেন।

Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
7106587753228982774
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
157
false
false