বিজ্ঞপ্তি

আপনার AdSense পৃষ্ঠা দেখতে ভুলবেন না। AdSense ব্যবহার করে সফল হওয়ার জন্য আপনার অ্যাকাউন্ট সংক্রান্ত পছন্দমতো তথ্য এখানে পেতে পারেন।

জিডিপিআর (GDPR) সেটিংস

গোপনীয়তা নীতির URL যোগ করুন

Google ইউরোপীয় ইউনিয়নের ব্যবহারকারী সম্মতি নীতি অনুযায়ী আপনার সংস্থার ডেটা ও কুকি নীতির বিবরণ প্রদান করুন। আপনার ইউরোপিয়ান রেগুলেশন মেসেজের "আরও জানুন" বিভাগে গোপনীয়তা নীতির URL দেখানো হয়। আপনি সাইটে গোপনীয়তা নীতির URL যোগ অথবা আপডেট করলে, আগে থেকে থাকা যেকোনও মেসেজে সেই URL আপডেট হয়ে যায় এবং আপনার তৈরি করা নতুন ইউরোপিয়ান রেগুলেশন মেসেজেও সেগুলি অটোমেটিক যোগ করা হয়।

আপনার ডেটা ও কুকি ডিসক্লোজার সংক্রান্ত নীতির জন্য পৃষ্ঠা তৈরি করার সময় এগুলি নিশ্চিত করুন:
  • পৃষ্ঠাতে বিজ্ঞাপনের ট্যাগ সহ ব্যবহারকারীর সম্মতি প্রয়োজন এমন স্ক্রিপ্ট হোস্ট করলে চলবে না।
  • পৃষ্ঠাতে Funding Choices সংক্রান্ত কনসেন্ট মেসেজের ট্যাগ থাকে না।

সাইটের গোপনীয়তা নীতির URL যোগ অথবা আপডেট করতে নিচে দেওয়া ধাপগুলি অনুসরণ করুন:

  1. AdSense অ্যাকাউন্টে সাইন-ইন করুন।
  2. গোপনীয়তা ও মেসেজিং বিকল্পে ক্লিক করুন।
  3. জিডিপিআর (GDPR) বিকল্পে ক্লিক করুন।
  4. নতুন মেসেজ লিখতে মেসেজ লিখুন বিকল্পে অথবা লিখে রাখা মেসেজ এডিট করতে সেটির নামের উপরে ক্লিক করুন।
  5. সাইডবার মেনুতে "আপনার সাইট" বিকল্পে ক্লিক করুন। "সাইট" পৃষ্ঠা খুলে যাবে। 
  6. আপনার সাইটের গোপনীয়তা নীতির কোনও URL না থাকলে URL যোগ করুন বিকল্পে ক্লিক করুন। গোপনীয়তা নীতির URL থাকলে "গোপনীয়তা নীতির URL" ফিল্ডে  সম্পাদনা বিকল্পে ক্লিক করুন।
  7. গোপনীয়তা নীতির URL যোগ করুন।
  8. "গোপনীয়তা নীতির URL" ডায়ালগ বক্সে সেভ করুন বিকল্পে ক্লিক করুন।
  9. আপনার করা পরিবর্তন সেভ করতে এবং সাইট বেছে নেওয়া থাকলে আগে থেকে লিখে রাখা মেসেজে গোপনীয়তা নীতির URL আপডেট করতে, নিশ্চিত করুন বিকল্পে ক্লিক করুন। আপনার ইউরোপিয়ান রেগুলেশন মেসেজের "আরও জানুন" বিভাগে গোপনীয়তা নীতির URL দেখানো হয়।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
true
আপনার AdSense পৃষ্ঠা

নিয়ে আসা হল AdSense পৃষ্ঠা: এমন একটি নতুন রিসোর্স যেখানে AdSense সঠিকভাবে ব্যবহার করার ব্যাপারে আপনার অ্যাকাউন্ট সম্পর্কিত পছন্দসই তথ্য ও বিভিন্ন নতুন সুযোগ পাবেন।

Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
17357585790711161383
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
157
false
false