বিজ্ঞপ্তি

আপনার AdSense পৃষ্ঠা দেখতে ভুলবেন না। AdSense ব্যবহার করে সফল হওয়ার জন্য আপনার অ্যাকাউন্ট সংক্রান্ত পছন্দমতো তথ্য এখানে পেতে পারেন।

আপনার সাইটে সম্মতি তুলে নেওয়ার লিঙ্ক যোগ করা

'গোপনীয়তা ও মেসেজিং' সম্পর্কিত ব্যবহারকারীর সম্মতি নেওয়ার প্রোগ্রামে সম্মতি তুলে নেওয়ার বিকল্প রাখা আবশ্যক। আপনি যেসব সাইটে ইউরোপিয়ান রেগুলেশন মেসেজ দেখাচ্ছেন সেখানে AdSense ইউরোপিয়ান রেগুলেশন মেসেজ তুলে নেওয়ার জন্য প্রয়োজনীয় লিঙ্ক অটোমেটিক যোগ করবে। এছাড়াও, আপনি ডেটা, কুকি বা গোপনীয়তা নীতি পৃষ্ঠায় সম্মতি তুলে নেওয়ার বিকল্প যোগ করতে পারেন।

সম্মতি তুলে নেওয়া হল একটি প্রক্রিয়া যার মাধ্যমে, পছন্দমতো বিজ্ঞাপন দেখানোর ক্ষেত্রে সম্মতি দিয়েছেন এমন EEA (ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চল) এবং যুক্তরাজ্যের ব্যবহারকারীরা সেই সম্মতি তুলে নিতে পারবেন। আপনার সাইটের নিচে একটি লিঙ্ক দিতে হবে, যা ব্যবহারকারীদের সম্মতি তুলে নিতে সাহায্য করবে। তারপর, তাদেরকে আবার 'সম্মতির মেসেজ' দেখান। 

আপনি যেসব সাইটে ইউরোপিয়ান রেগুলেশন মেসেজ দেখাচ্ছেন সেখানে AdSense ইউরোপিয়ান রেগুলেশন মেসেজ তুলে নেওয়ার জন্য প্রয়োজনীয় লিঙ্ক অটোমেটিক যোগ করবে। এইসব লিঙ্ক শুধুমাত্র অনুমোদন করা হয়েছে এমন সাইটে যোগ করা হবে এবং এর মধ্যে AdSense কোডও থাকে। এছাড়াও, এতে এমন টেক্সট লেখা থাকে যা বলে যে আপনি IAB TCF v2.0 নীতি মেনে চলেন।

সম্মতি তুলে নেওয়া সংক্রান্ত ফাংশন (Google API)

সম্মতি তুলে নেওয়ার জন্য এই ফাংশন ব্যবহার করুন: googlefc.callbackQueue.push(googlefc.showRevocationMessage)

যেমন:

<a href=”javascript:googlefc.callbackQueue.push(googlefc.showRevocationMessage)”>গোপনীয়তা ও কুকি সেটিংস</a>।

সম্মতি তুলে নেওয়া সংক্রান্ত ফাংশন (AMP)

সম্মতি তুলে নেওয়ার জন্য, আপনার সাইটের HTML কোডের মধ্যে থাকা ক্লোজিং </amp-consent> ট্যাগের পরে নিম্নলিখিত কোডটি প্লেস করুন:

<div id="fcConsentRevocation">
    <button on="googleFC.prompt(consent=googleFC, expireCache=true)">গোপনীয়তা ও কুকি সেটিংস</button>
</div>

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
true
আপনার AdSense পৃষ্ঠা

নিয়ে আসা হল AdSense পৃষ্ঠা: এমন একটি নতুন রিসোর্স যেখানে AdSense সঠিকভাবে ব্যবহার করার ব্যাপারে আপনার অ্যাকাউন্ট সম্পর্কিত পছন্দসই তথ্য ও বিভিন্ন নতুন সুযোগ পাবেন।

Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
3845195269567303640
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
157
false
false