বিজ্ঞপ্তি

আপনার AdSense পৃষ্ঠা দেখতে ভুলবেন না। AdSense ব্যবহার করে সফল হওয়ার জন্য আপনার অ্যাকাউন্ট সংক্রান্ত পছন্দমতো তথ্য এখানে পেতে পারেন।

মেসেজ এডিট ও ফর্ম্যাট করা

আপনি মেসেজ তৈরি করার সময় বা তারপরে যেকোনও সময় টেক্সটে পরিবর্তন ও এলিমেন্টগুলি ফর্ম্যাট করতে পারেন। যাতে মেসেজটি দেখতে আপনার সাইটের সাথে মানানসই হয়, সেই জন্য মেসেজের ফর্ম্যাট কাস্টমাইজ করুন।

মেসেজের টেক্সট এডিট করা

মেসেজের ডিফল্ট টেক্সট প্রধানত আপনার সাইট বা অ্যাপের নামের উপর নির্ভর করে। টেক্সটের বেশিরভাগ অংশই এডিট করা যায়।

  1. গোপনীয়তা ও মেসেজিং বিকল্পে ক্লিক করুন।
  2. গোপনীয়তা ও মেসেজিং পৃষ্ঠায় থাকা মেসেজ টাইপের কোনও একটি কার্ডে গিয়ে ম্যানেজ করুন বিকল্পে ক্লিক করুন।
  3. মেসেজের তালিকা থেকে যে মেসেজটি আপনি এডিট করতে চান, তার পাশে থাকা এডিট করুন বিকল্পে ক্লিক করুন।
  4. আপনি যে মেসেজ স্ক্রিন এডিট করতে চান সেটি বেছে নিন।
  5. আপনি যে এলিমেন্টে (যেমন, বোতাম বা মূল টেক্সট) পরিবর্তন করতে চান সেটি বেছে নিয়ে প্রয়োজনীয় পরিবর্তন করুন।
  6. (ঐচ্ছিক) সাইটের নামের জন্য প্লেসহোল্ডার হিসেবে সাইটের নামের জন্য ম্যাক্রো স্ট্রিং (%%SITE_NAME%%) যোগ করুন। কোনও মেসেজ যদি একাধিক সাইটে দেখানোর জন্য কনফিগার করা হয়, তাহলে যেখানে মেসেজটি বর্তমানে দেখা হচ্ছে সেখানে বা সাইটের কোনও নাম সেট করা না থাকলে সাইটের URL-এ সাইটের নামের জন্য ম্যাক্রো স্ট্রিংয়ের জায়গায় সেই সাইটের নাম বসানো হবে।

    আপনি মেসেজ এডিট করার সময় সাইটের নাম যোগ বা পরিবর্তন করতে:

    1. "আপনার সাইট" তালিকায় নিম্নমুখী তীরচিহ্নে ক্লিক করুন। "আপনার সাইট বেছে নিন" পৃষ্ঠাটি খুলবে।
    2. কোনও সাইটের নাম এডিট করতে সম্পাদনা আইকনে ক্লিক করুন অথবা আগে নাম না যোগ করা সাইটের নাম যোগ করতে, সাইটের নাম যোগ করুন বিকল্পে ক্লিক করুন।
    3. 'সেভ করুন and then কনফার্ম করুন' বিকল্পে ক্লিক করুন।

    মেসেজটি দেখানো হলে সাইটের নামের জন্য ম্যাক্রো স্ট্রিংয়ের জায়গায় সাইটের নতুন নাম বসানো হবে।

  7. এই মেসেজে ব্যবহার করার জন্য ডিফল্ট ভাষা বেছে নিন। আমরা যদি আপনার ব্যবহারকারীর ডিভাইসের ভাষা নির্ধারণ করতে না পারি অথবা এই মেসেজটি যদি ব্যবহারকারীর ডিভাইসে নির্দিষ্ট করা ভাষায় উপলভ্য না হয়, তাহলে মেসেজটি ডিফল্ট ভাষায় দেখানো হবে।
  8. (ঐচ্ছিক) অতিরিক্ত ভাষা বিকল্পে ক্লিক করুন এবং যে ভাষায় আপনি নিজের মেসেজ দেখাতে চান সেটি বেছে নিন।
  9. (ঐচ্ছিক) অতিরিক্ত মেসেজের বিকল্প বেছে নিন:
    1. জিডিপিআর (GDPR) মেসেজব্যবহারকারীর সম্মতি সংক্রান্ত বিকল্প বেছে নিন। আপনার মেসেজ যখন দেখানো হয়, এই বিকল্পগুলির মধ্যে থেকে ব্যবহারকারী কোনও একটি বেছে নিতে পারে। নিচে উল্লিখিত বিকল্পের কম্বিনেশন উপলভ্য আছে:
      1. 'সম্মতি দিন' বা 'বিকল্প ম্যানেজ করুন'
      2. 'সম্মতি দিন', 'সম্মতি দেবেন না' বা 'বিকল্প ম্যানেজ করুন'
  10. (ঐচ্ছিক) আপনার মেসেজে বন্ধ করার আইকন যোগ করতে বন্ধ করুন (সম্মতি দিতে চাই না) চেকবক্স বেছে নিন। 'বন্ধ করুন' আইকনে ক্লিক করে ব্যবহারকারী মেসেজ বাতিল করে দিতে পারেন এবং এর সাথে আপনার বিজ্ঞাপন পার্টনার ও তাদের বিজ্ঞাপন দেখানোর উদ্দেশ্যে সম্মতি নাও দিতে পারেন।
  11. মেসেজ আপডেট করতে স্টাইল প্রয়োগ করুন বিকল্পে ক্লিক করুন।

মেসেজ এলিমেন্ট ফর্ম্যাট করা

আপনি কোনও এলিমেন্টের ফর্ম্যাটে পরিবর্তন করলে, সব প্রযোজ্য ডায়ালগে সেটি পরিবর্তন হয়ে যায়। যেমন আপনি "সম্মতির অনুরোধ" ডায়ালগের মূল টেক্সটের রঙ সবুজ করলে, "সম্মতির বিকল্প" ডায়ালগের মূল টেক্সটের রঙও সবুজ হয়ে যাবে।

মেসেজ এলিমেন্টের ফর্ম্যাটে পরিবর্তন করতে নিম্নলিখিত ধাপগুলি সম্পূর্ণ করুন:

  1.  AdSense অ্যাকাউন্টে সাইন-ইন করুন।
  2. গোপনীয়তা ও মেসেজিং বিকল্পে ক্লিক করুন।
  3. গোপনীয়তা ও মেসেজিং পৃষ্ঠায় থাকা মেসেজ টাইপের কোনও একটি কার্ডে গিয়ে ম্যানেজ করুন বিকল্পে ক্লিক করুন।
  4. মেসেজের তালিকা থেকে যে মেসেজটি আপনি এডিট করতে চান, তার পাশে থাকা এডিট করুন বিকল্পে ক্লিক করুন।
  5. আপনি যে এলিমেন্ট ফর্ম্যাট করতে চান সেটি মেসেজ ডায়ালগ বা সাইডবার মেনু (যেমন, মূল টেক্সট) থেকে বেছে নিন। ফর্ম্যাটে পরিবর্তন করতে মেনু থেকে সেটিংসে পরিবর্তন করুন।
  6. মেসেজ আপডেট করতে স্টাইল প্রয়োগ করুন বিকল্পে ক্লিক করুন।

কন্ট্রোল ফর্ম্যাট করা

আপনি কোন এলিমেন্ট ফর্ম্যাট করছেন সেটির উপর নির্ভর করে নিম্নলিখিত এক বা একাধিক কন্ট্রোল উপলভ্য থাকতে পারে।

  • মূল টেক্সট: ফন্ট ফ্যামিলি
  • স্টাইল: মোটা, তির্যক বা নিচে দাগ দেওয়া
  • অ্যালাইনমেন্ট: বাঁদিক, ডানদিক বা মাঝখান
  • ফন্টের সাইজ: ফন্টের সাইজ "em" ইউনিটে উল্লেখ করা হয়। এটি দর্শকের স্ক্রিন সাইজ বা ব্রাউজার সেটিংসের উপর নির্ভর করে টেক্সটকে স্কেল করতে সাহায্য করে।
  • ফন্টের রঙ: আপনি সেভ করুন আইকনে ক্লিক করে, নিজের পছন্দ অনুযায়ী নির্দিষ্ট রঙের Hex বা RGB মান উল্লেখ করতে পারেন।

"গ্লোবাল" এলিমেন্ট

  • প্রাথমিক রঙ: নিম্নলিখিত মেসেজ এলিমেন্টে প্রয়োগ করা হয়: 
    • প্রাথমিক মেসেজে বোতামের ব্যাকগ্রাউন্ডের রঙ
    • তৃতীয় মেসেজে ফন্টের রঙ (সেটি যোগ করা হলে)
    • আইকনের ব্যাকগ্রাউন্ড
    • টগল
    • ভেন্ডর সংক্রান্ত অভিরুচির লিঙ্কে ফন্টের রঙ
    • মেসেজ থেকে ট্রিগার করা সহায়তা ডায়ালগের বন্ধ করার বোতাম
  • গৌণ রঙ: মেসেজের গৌণ বোতামের ব্যাকগ্রাউন্ড রঙ হিসেবে প্রয়োগ করা হয়।

"বোতাম" এলিমেন্ট

  • প্রাথমিক রঙ: প্রাথমিক মেসেজ বোতামের ফন্টের রঙ হিসেবে প্রয়োগ করা হয়।
  • গৌণ রঙ: গৌণ মেসেজ বোতামের ফন্টের রঙ হিসেবে প্রয়োগ করা হয়।

IAB ইউরোপ ট্রান্সপারেন্সি ও কনসেন্ট ফ্রেমওয়ার্ক নীতি অনুযায়ী ইউরোপীয় ইউনিয়নের সম্মতি/জিডিপিআর মেসেজে দেখানো বোতাম অদৃশ্য বা অস্পষ্ট হলে অথবা বন্ধ করা আছে বলে মনে হলে চলবে না। বোতামগুলি একইরকম দেখতে না হলেও চলবে, কিন্তু সেগুলি যাতে স্পষ্টভাবে দেখা যায় সেই জন্য একই স্টাইলের টেক্সট (ফন্ট, ফন্ট সাইজ, ফন্ট স্টাইল) ব্যবহার করতে হবে এবং প্রতিটি টেক্সটের ক্ষেত্রে সর্বনিম্ন কনট্রাস্টের অনুপাত ৫:১ হতে হবে।

অর্থাৎ আপনার মেসেজে দেখানো বোতামের ব্যাকগ্রাউন্ড ও টেক্সটের রঙের মধ্যে যথেষ্ট পার্থক্য থাকতে হবে, যাতে সেটি সহজে পড়া যায়। আপনি বোতামের ব্যাকগ্রাউন্ড ও টেক্সটের রঙ বেছে নেওয়ার পরে, সেগুলির মধ্যে যথেষ্ট পার্থক্য আছে কিনা সেটি আমরা যাচাই করে দেখব এবং কিছু পরিবর্তন করার প্রয়োজন থাকলে আপনাকে জানাব।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
true
আপনার AdSense পৃষ্ঠা

নিয়ে আসা হল AdSense পৃষ্ঠা: এমন একটি নতুন রিসোর্স যেখানে AdSense সঠিকভাবে ব্যবহার করার ব্যাপারে আপনার অ্যাকাউন্ট সম্পর্কিত পছন্দসই তথ্য ও বিভিন্ন নতুন সুযোগ পাবেন।

Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
1774477493128669022
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
157
false
false