বিজ্ঞপ্তি

আপনার AdSense পৃষ্ঠা দেখতে ভুলবেন না। AdSense ব্যবহার করে সফল হওয়ার জন্য আপনার অ্যাকাউন্ট সংক্রান্ত পছন্দমতো তথ্য এখানে পেতে পারেন।

পেমেন্ট

'Google পেমেন্ট সেন্টার' থেকে আপনার AdSense পেমেন্ট অ্যাক্সেস করুন

আপনি কী কী পদ্ধতিতে Google প্রোডাক্ট ও পরিষেবাতে পেমেন্ট করতে বা তার থেকে পেমেন্ট পাবেন তা ম্যানেজ করার একমাত্র জায়গা হল Google পেমেন্ট সেন্টার। 'পেমেন্ট সেন্টার' ব্যবহার করে, AdSense থেকে আপনার উপার্জন, ট্রানজ্যাকশনের ইতিহাস ও পেমেন্ট সেটিংস অ্যাক্সেস করতে পারবেন।

মনে রাখবেন: আপনি AdSense অ্যাকাউন্ট বন্ধ করে দিলেও 'পেমেন্ট সেন্টার' থেকে পেমেন্ট ইতিহাস দেখতে পাবেন।

কীভাবে 'পেমেন্ট সেন্টার' অ্যাক্সেস করবেন

  1. https://pay.google.com/ লিঙ্কে যান।
  2. AdSense-এ সাইন-ইন করার জন্য আপনি যে Google অ্যাকাউন্ট ব্যবহার করেন সেটির ইমেল আইডি ও পাসওয়ার্ড লিখুন।
  3. সাবস্ক্রিপশন ও পরিষেবা বিকল্পে ক্লিক করুন।
  4. "চালু আছে" বিকল্পের অধীনে AdSense কার্ডে ম্যানেজ করুন বোতামে ক্লিক করুন। (আপনি AdSense অ্যাকাউন্ট বন্ধ করে দিলে, AdSense কার্ড দেখতে বাতিল করা হয়েছে বোতামে ক্লিক করুন।)
    মনে রাখবেন: AdSense কার্ড দেখতে না পেলে, ভাল করে দেখে নিন যে AdSense অ্যাকাউন্টের পেমেন্ট প্রোফাইলে অ্যাক্সেস আছে এমন Google অ্যাকাউন্ট আপনি ব্যবহার করছেন কিনা।

Google পেমেন্ট সেন্টার থেকে আপনার পেমেন্ট ম্যানেজ করা সম্পর্কে আরও জানুন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
true
আপনার AdSense পৃষ্ঠা

নিয়ে আসা হল AdSense পৃষ্ঠা: এমন একটি নতুন রিসোর্স যেখানে AdSense সঠিকভাবে ব্যবহার করার ব্যাপারে আপনার অ্যাকাউন্ট সম্পর্কিত পছন্দসই তথ্য ও বিভিন্ন নতুন সুযোগ পাবেন।

Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
6656064181000692770
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
157
false
false