বিজ্ঞপ্তি

আপনার AdSense পৃষ্ঠা দেখতে ভুলবেন না। AdSense ব্যবহার করে সফল হওয়ার জন্য আপনার অ্যাকাউন্ট সংক্রান্ত পছন্দমতো তথ্য এখানে পেতে পারেন।

জিডিপিআর (GDPR) মেসেজ

কীভাবে IAB-এর শর্তগুলি জিডিপিআর মেসেজকে প্রভাবিত করে

আপনি যেকোনও 'সম্মতি ম্যানেজ করার প্লাটফর্ম' (CMP) ব্যবহার করুন না কেন, IAB ইউরোপ-এর TCF ফ্রেমওয়ার্ক ব্যবহার করে জিডিপিআর মেসেজ তৈরি করলে, আপনাকে IAB ইউরোপের নির্ধারণ করা কিছু শর্ত মেনে চলতে হবে।

আপনি IAB ইউরোপ-এর ট্রান্সপারেন্সি ও কনসেন্ট ফ্রেমওয়ার্কের নীতি সম্পর্কে আরও জানতে চাইলে IAB ইউরোপ-এর সাইটে যান।

TCF-এর শর্তাবলী মেনে চলতে হলে আপনাকে এগুলি দেখে নিতে হবে:

  • আপনার জিডিপিআর (GDPR) মেসেজের প্রতিটি সম্মতি জানানোর টগল বোতাম ডিফল্ট হিসেবে “কনসেন্ট নেই”, “অপ্ট-ইন করা হয়নি” বা “বন্ধ আছে” অবস্থায় সেট করা আছে। আপনি যদি কনসেন্ট মেসেজ ম্যানেজ করার জন্য 'গোপনীয়তা ও মেসেজিং' টুল ব্যবহার করেন, সেক্ষেত্রে ব্যবহারকারীরা জিডিপিআর (GDPR) মেসেজে "বিকল্প ম্যানেজ করুন" বিকল্পটি বেছে নিলে প্রত্যেকটি উদ্দেশ্য "কনসেন্ট দেবেন না" হিসেবে সেট করা আছে দেখতে পান। আরও জানতে, IAB ইউরোপের অ্যাপেন্ডিক্স B, নীতি C(d) দেখুন।
  • “সম্মতি দিন” এবং “সম্মতি দেবেন না” বিকল্পের টেক্সট বিভ্রান্তিকর নয়। উদাহরণস্বরূপ, আপনি কনসেন্ট মেসেজ ম্যানেজ করার জন্য 'গোপনীয়তা ও মেসেজিং' টুল ব্যবহার করলে, কোনও মেসেজ এডিট করার সময় "সম্মতি দিন" বোতামের টেক্সট পরিবর্তন করে "সম্মতি দেবেন না" করবেন না। 

যেসব ব্যবহারকারী নির্দিষ্ট কিছু উদ্দেশ্যে সম্মতি জানাননি তাদের বিজ্ঞাপন নাও দেখানো হতে পারে

যেসব ব্যবহারকারী কয়েকটি বা সবকটি উদ্দেশ্যে সম্মতি জানায়নি, Google এবং অন্যান্য বিজ্ঞাপন পরিষেবা সিস্টেম হয়ত তাদের বিজ্ঞাপন দেখাতে পারবে না। পছন্দমতো সেট করা ও সেট না করা বিজ্ঞাপনের জন্য, AdMob সংক্রান্ত প্রয়োজনীয় বিষয়Ad Manager সংক্রান্ত প্রয়োজনীয় বিষয় এবং AdSense সংক্রান্ত প্রয়োজনীয় বিষয় সম্পর্কে আরও জানুন।

ব্যবহারকারী সম্মতি তুলে নিলে কী হবে

ব্যবহারকারী আগে থেকে বেছে নেওয়া 'সম্মতি সংক্রান্ত' সেটিংস পরিবর্তন করলে তাদের "ডেটার উদ্দেশ্য" পুরোটাই "সম্মতি দেবেন না" হিসেবে সেট হয়ে যাবে। এরকম হওয়ার কারণ হল, কোনও ব্যবহারকারী সম্মতি তুলে নিলে জিডিপিআর মেসেজ এমনভাবে সেই স্ট্যাটাস দেখাবে যেন ব্যবহারকারী 'সম্মতি সংক্রান্ত' কোনও সেটিংস সেট করেনি।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
true
আপনার AdSense পৃষ্ঠা

নিয়ে আসা হল AdSense পৃষ্ঠা: এমন একটি নতুন রিসোর্স যেখানে AdSense সঠিকভাবে ব্যবহার করার ব্যাপারে আপনার অ্যাকাউন্ট সম্পর্কিত পছন্দসই তথ্য ও বিভিন্ন নতুন সুযোগ পাবেন।

Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
4604732219161681557
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
157
false
false