আপনার Google অ্যাকাউন্টের পাসওয়ার্ড যদি সকলে জেনে ফেলে, দুর্বল হয় অথবা একাধিক অ্যাকাউন্টে ব্যবহৃত হয়ে থাকে, তাহলে আপনি তা জানতে পারবেন। তারপরে, আপনার অ্যাকাউন্ট আরও সুরক্ষিত রাখতে যেকোনও অসুরক্ষিত পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন।
আপনি 'পাসওয়ার্ড চেক-আপ' ফিচার চালু করতে পারবেন। এছাড়াও, আপনি Android ডিভাইস, Chrome থেকে অথবা ওয়েবের মাধ্যমে 'পাসওয়ার্ড চেক-আপ' অ্যাক্সেস করতে পারবেন।
Android-এ:
- সেটিংস খুলুন।
- "Password Manager" সার্চ করুন।
- Password Manager
চেক-আপ করুন বিকল্পে ট্যাপ করুন।
Chrome-এ:
- একদম উপরে ডানদিকে, প্রোফাইল
পাসওয়ার্ড ও অটোফিল বিকল্প বেছে নিন।
- স্ক্রিনের একদম উপরে ডানদিকে পাসওয়ার্ড আইকন দেখতে না পেলে আরও
পাসওয়ার্ড ও অটোফিল
Google Password Manager বিকল্প বেছে নিন।
- স্ক্রিনের একদম উপরে ডানদিকে পাসওয়ার্ড আইকন দেখতে না পেলে আরও
- স্ক্রিনের বাঁদিকে, চেক-আপ বিকল্প বেছে নিন।
ওয়েবে:
- passwords.google.com লিঙ্কে যান।
- পাসওয়ার্ড চেক-আপ ফিচারে যান
পাসওয়ার্ড চেক করুন বিকল্পটি বেছে নিন।
- আপনাকে সাইন-ইন করতে হতে পারে।
পরামর্শ: আপনার Google অ্যাকাউন্টে পাসওয়ার্ড অটোমেটিক আপডেট করতে, আপনি এগুলি করতে পারবেন:
- Chrome-এ সিঙ্ক চালু করুন।
- Chrome-এ সাইন-ইন করুন ও কোনও সাইটে প্রম্পট দেখালে আপনার Google অ্যাকাউন্ট থেকে পাসওয়ার্ড ব্যবহারের জন্য Chrome-কে অনুমতি দিন।
আপনার পাসওয়ার্ড সুরক্ষিত রাখুন
সুরক্ষা সংক্রান্ত সমস্যার জন্য আপনার পাসওয়ার্ড চেক করার পরে, আপনি ৩ ধরনের ফলাফল দেখতে পাবেন।
চুরি হয়ে যাওয়া পাসওয়ার্ড সম্পর্কে জানুন
গুরুত্বপূর্ণ: আপনার Google অ্যাকাউন্টের পাসওয়ার্ড অসুরক্ষিত বলে মনে করলে আমরা আপনাকে সেটি পরিবর্তন করতে বলব, এমনকি আপনি যদি পাসওয়ার্ড চেকআপ ব্যবহার না করেন তাহলেও বলব। কোনও Google অ্যাকাউন্টে সন্দেহজনক অ্যাক্টিভিটি হলে বা হ্যাক করা হলে সেটি সুরক্ষিত করার জন্য, এইসব ধাপ ফলো করুন।
চুরি হয়ে যাওয়া পাসওয়ার্ড এবং ইউজারনেম কম্বিনেশন সুরক্ষিত নয় কারণ সেগুলি অনলাইনে জানাজানি হয়ে গেছে। আমরা কোনও চুরি হয়ে যাওয়া পাসওয়ার্ড যত তাড়াতাড়ি সম্ভব পরিবর্তন করে ফেলার সাজেশন দিই।
আমরা যেসব ডেটার নিরাপত্তা লঙ্ঘন চেক করি সেগুলি দেখা
আমরা এমন ইউজারনেম এবং পাসওয়ার্ডের কম্বিনেশন চেক করি যেটি বিভিন্ন ধরনের ডেটার নিরাপত্তা লঙ্ঘনের ফলে সবাই জেনে গেছে, তবে আমরা ডেটার নিরাপত্তা লঙ্ঘনের যে তালিকা চেক করি তা সম্পূর্ণ নাও হতে পারে। আমাদের তালিকায় এই ধরনের সোর্স অন্তর্ভুক্ত আছে:
- 000webhost
- 17 Media
- 1.4B collection
- 7k7k
- Adobe
- Anti-public
- Badoo
- Bitly
- Collection 1-5
- Dropbox
- Exploit.in
- iMesh
- Imgur
- Last.fm
- Lifeboat
- Mate1
- Neopets
- NetEase
- Nexus Mods
- Pemiblanc
- R2Game
- Rambler
- Tianya
- Tumblr
- VK
- VN
- Yandex
- Youku
- Zoosk
সতর্কতা বাতিল করুন এবং ফিরিয়ে আনুন
সতর্কতা বাতিল করতে, চুরি হয়ে যাওয়া পাসওয়ার্ডের পাশে থাকা, 'আরও
সতর্কতা বাতিল করুন' বিকল্পে ক্লিক করুন।
“বাতিল করা সতর্কতা” বিকল্পের মধ্যে, আপনি সতর্কতা দেখতে এবং ফিরিয়ে আনতে পারবেন।
বাতিল করা সতকর্তা ফিরিয়ে আনতে, সতর্কতার পাশে থাকা 'আরও
সতর্কতা ফিরিয়ে আনুন' বিকল্পে ক্লিক করুন।
একই পাসওয়ার্ড যা আবার ব্যবহার করা হয়েছে সেই সম্পর্কে জানুন
আপনি যদি একাধিক অ্যাকাউন্টের জন্য একই পাসওয়ার্ড ব্যবহার করেন, তাহলে হ্যাক হওয়ার সম্ভাবনা আরও বেশি থাকে। আমরা প্রতিটি অ্যাকাউন্টের জন্য একটি অনন্য পাসওয়ার্ড ব্যবহার করার সাজেশন দিই।
পরামর্শ: আপনার Google অ্যাকাউন্টের জন্য Chrome-কে একটি শক্তিশালী পাসওয়ার্ড তৈরি এবং সেভ করতে দিন। শক্তিশালী, অনন্য পাসওয়ার্ড কীভাবে তৈরি করবেন তা জানুন।
দুর্বল পাসওয়ার্ড সম্পর্কে জানুন
পরিচিত বাক্যাংশ, সহজ কীবোর্ড প্যাটার্ন এবং একটি শব্দ আছে এমন পাসওয়ার্ড অনুমান করা সহজ হয়। আমরা আপনাকে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করার সাজেশন দিই।
আমরা কেন আপনাকে পাসওয়ার্ড পরিবর্তন করার কথা বলতে পারি
আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত করতে সাহায্য করার জন্য, আমরা যদি মনে করি যে আপনার সেভ করা কোনও পাসওয়ার্ড চুরি হয়ে গেছে, তাহলে Google আপনাকে সেই বিষয়ে জানাতে পারে।
আপনাকে কোনও অসুরক্ষিত পাসওয়ার্ডের ব্যাপারে জানানো হলে:
- সরাসরি পাসওয়ার্ড চেকআপ ফিচারে যান, যাতে এটি নিশ্চিত করা যায় যে বিজ্ঞপ্তিটি বৈধ ছিল এবং কোনও অসুরক্ষিত পাসওয়ার্ড থাকলে তা পরিবর্তন করুন।
- আপনার Google অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার ব্যাপারে সাহায্য করতে নিরাপত্তা যাচাই করান।
অসুরক্ষিত পাসওয়ার্ডের জন্য অ্যালার্ট ম্যানেজ করা
আপনার সেভ করা কোনও পাসওয়ার্ড আমরা অনলাইনে দেখলে, Google সেই বিষয়ে আপনাকে জানাতে পারে। আপনি এইসব অ্যালার্ট চালু বা বন্ধ করতে পারবেন।
অ্যালার্ট বন্ধ করা থাকলেও, Google আপনার পাসওয়ার্ড চেক করা চালিয়ে যায়। আপনি এই সেটিংস বন্ধ করে দিলে, সর্বাধিক ৪৮ ঘণ্টা পর্যন্ত অ্যালার্ট পেতে পারেন।
আপনি Google Password Manager সেটিংসে যেতে পারেন অথবা:
- passwords.google.com লিঙ্কে যান।
- সবথেকে উপরে ডানদিকে থাকা সেটিংস
বিকল্প বেছে নিন।
- পাসওয়ার্ড সতর্কতা চালু বা বন্ধ করুন।