আপনার ফ্যামিলি গ্রুপে একজন অভিভাবককে যোগ করা

আপনি ফ্যামিলি ম্যানেজার হলে আপনার ফ্যামিলি গ্রুপে একজন অভিভাবককে যোগ করতে পারবেন।

অভিভাবককে যোগ করা বা সরানো

আপনার ফ্যামিলি গ্রুপে কোনও ব্যক্তিকে অভিভাবক হিসেবে যোগ করতে হলে, তার বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে এবং তাকে আপনার ফ্যামিলি গ্রুপের সদস্য হতে হবে।

  1. g.co/YourFamily লিঙ্কে যান।
  2. আপনি যে পরিবারের সদস্যকে চান তাকে বেছে নিন। 
  3. অভিভাবকের অনুমতি দিন বা অভিভাবকের অনুমতি সরিয়ে নিন এবং তারপর কনফার্ম করুন বিকল্প বেছে নিন।

Play Store অ্যাপ

  1. Open the Google Play Store app Google Play.
  2. At the top right, tap the profile icon.
  3. Tap Settings এবং তারপর Family এবং তারপর Manage family members.
  4. Tap Manage parent privileges.
  5. Choose someone to add or remove as a parent.
  6. Tap Confirm.
    • An email notification is sent when parent privileges are changed.

Family Link অ্যাপ

  1. Family Link অ্যাপ Family Link খুলুন।
  2. উপরে বাঁদিকে মেনু Menu and then ফ্যামিলি ম্যানেজ করুন বিকল্পে ট্যাপ করুন।
  3. কোনও ব্যক্তিকে অভিভাবক হিসেবে যোগ করুন বা সরিয়ে দিন।
  4. অভিভাবকের বিশেষ অধিকার সরিয়ে নিন বা যোগ করুন and then কনফার্ম করুন বিকল্পে ট্যাপ করুন।

Google One অ্যাপ

  1. On your Android phone or tablet, open the Google One app Google One.
  2. Tap Menu and then Settings.
  3. Tap Manage family settings and then Manage family group.
  4. Tap Manage parent privileges.
  5. Choose someone to add or remove as a parent.
  6. Tap Remove.

অভিভাবক হিসেবে নিজেকে সরিয়ে নেওয়া

ফ্যামিলি ম্যানেজার আপনাকে অভিভাবক হিসেবে যোগ করে থাকলে, আপনি অভিভাবক হিসেবে নিজের বিশেষ অধিকার সরিয়ে দিতে পারবেন। ফ্যামিলি মুছে না দিয়ে ফ্যামিলি ম্যানেজার নিজেকে সরাতে পারবেন না।

  1. g.co/YourFamily লিঙ্কে যান।
  2. নিজের নাম বেছে নিন।
  3. অভিভাবকের অনুমতি সরিয়ে দিন এবং তারপর সরান বিকল্প বেছে নিন।

Play Store অ্যাপ

  1. Play Store অ্যাপ Google Play খুলুন।
  2. উপরে ডানদিকে প্রোফাইল আইকনে ট্যাপ করুন।
  3. আপনার Google অ্যাকাউন্ট ম্যানেজ করুন and then লোকজন ও শেয়ারিং and then আপনার ফ্যামিলি গ্রুপ ম্যানেজ করুন বিকল্পে ট্যাপ করুন।
  4. আপনি যে অভিভাবকের বিশেষ অধিকার সরাতে চান তাকে বেছে নিন।
  5. অভিভাবকের অনুমতি সরিয়ে দিন বিকল্পে ট্যাপ করুন।

Family Link অ্যাপ

  1. Family Link অ্যাপ Family Link খুলুন।
  2. উপরে বাঁদিকে মেনু Menu and then ফ্যামিলি ম্যানেজ করুন বিকল্পে ট্যাপ করুন।
  3. কোনও ব্যক্তির অভিভাবকের বিশেষ অধিকার সরাতে তাকে বেছে নিন।
  4. অভিভাবকের অনুমতি সরিয়ে দিন and then কনফার্ম করুন বিকল্পে ট্যাপ করুন।

অভিভাবকের বিশেষ অধিকার

ফ্যামিলি ম্যানেজারের অধিকাংশ বিশেষ অধিকার অভিভাবকের থাকে, এর মধ্যে এগুলি পড়ে:

  • সন্তানের Google অ্যাকাউন্ট ম্যানেজ করার জন্য Family link ব্যবহার করা। Google অ্যাক্টিভিটি, স্ক্রিন টাইম ও লোকেশন ম্যানেজ করে এমন সেটিংস এর মধ্যে অন্তর্ভুক্ত থাকে।
  • কেনাকাটার অনুমোদন চালু থাকলে পারিবারিক পেমেন্ট পদ্ধতি ব্যবহার করে Google Play থেকে কেনাকাটা ও ডাউনলোড অনুমোদন করা।
  • পারিবারিক পেমেন্ট পদ্ধতির সাহায্যে পরিবারের সদস্য কী কিনেছেন তা দেখা।
  • Google Play-তে পরিবারের সদস্যের কেনাকাটার অনুমোদন সংক্রান্ত সেটিংসে পরিবর্তন করা।
    • কেবলমাত্র Google Play-র বিলিং সিস্টেমের মাধ্যমে কেনাকাটা করলে তবেই কেনাকাটার অনুমোদন সংক্রান্ত সেটিংস প্রযোজ্য হয়।

শুধু ফ্যামিলি ম্যানেজার এগুলি করতে পারেন:

আপনার পরিবারের প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা Google One-এ সাবস্ক্রাইব করতে পারেন। একই ব্যক্তির Google One প্ল্যান ম্যানেজার এবং ফ্যামিলি ম্যানেজার হওয়ার প্রয়োজন নেই। Google One মেম্বারশিপ প্ল্যানে কীভাবে পরিবারের সদস্যদের যোগ করতে হয় তা জানুন

সম্পর্কিত রিসোর্স

true
Google অ্যাকাউন্টে স্বাগত!

আমরা দেখেছি যে আপনার নতুন Google অ্যাকাউন্ট তৈরি হয়েছে! আপনার Google অ্যাকাউন্ট চেকলিস্টের মাধ্যমে কীভাবে আপনার অভিজ্ঞতা উন্নত করতে হয় জানুন।

সার্চ করুন
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
4130158560331064221
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
70975
false
false