অ্যাকাউন্ট অ্যাক্সেস আছে এমন ডিভাইস দেখুন

আপনি কম্পিউটার, ফোন এবং অন্য ডিভাইসের তালিকা দেখতে পারেন, যেখানে আপনি আগে বা সম্প্রতি নিজের Google অ্যাকাউন্টে সাইন-ইন করেছেন। আপনার অ্যাকাউন্টে অন্য কেউ যাতে সাইন-ইন না করতে পারে সেটি ভাল করে দেখে নিতে google.com/devices চেক করতে পারবেন।

ডিভাইস পর্যালোচনা করা

  1. আপনার Google অ্যাকাউন্ট-এ যান।
  2. বাঁদিকের নেভিগেশন প্যানেলে, নিরাপত্তা বিকল্পটি বেছে নিন।
  3. আপনার ডিভাইস প্যানেলে সব ডিভাইস ম্যানেজ করুন বিকল্প বেছে নিন।
  4. আপনি সেইসব ডিভাইস দেখতে পারবেন যেখানে আপনার Google অ্যাকাউন্টে বর্তমানে সাইন-ইন করে আছেন অথবা শেষ কয়েক সপ্তাহে সাইন-ইন করেছেন। আরও বিবরণের জন্য, একটি ডিভাইস বা সেশন বেছে নিন।
  5. ডিভাইস অথবা সেশন থেকে সাইন-আউট করা হলে, সেই তথ্যের সাথে “সাইন-আউট করা হয়েছে” দেখা যাবে।
  6. একই ধরনের ডিভাইসের জন্য একাধিক সেশন দেখা গেলে, সেগুলি সবকটি একটি বা একাধিক ডিভাইসে থাকবে। বিবরণ ভাল করে দেখুন এবং সবকটি সেশন আপনার ডিভাইস থেকে দেখা যাচ্ছে এই সম্পর্কে নিশ্চিত না হলে, সেগুলি থেকে সাইন-আউট করুন।

সেশন কী?

কয়েকটি ক্ষেত্রে আপনি আলাদা আলাদা ডিভাইসের পরিবর্তে সেশন দেখতে পেতে পারেন। সেশন হল সেই নির্দিষ্ট সময়, যে সময়ের মধ্যে কোনও ব্রাউজার, অ্যাপ বা পরিষেবা থেকে আপনার Google অ্যাকাউন্টে সাইন-ইন করে থাকেন। একটি ডিভাইসে একাধিক সেশন থাকা স্বাভাবিক। 

ডিভাইসে একটি আলাদা সেশন তৈরি করা যাবে:

  • আপনি নতুন ডিভাইসে সাইন-ইন করলে
  • আপনার পরিচয় যাচাই করার জন্য পাসওয়ার্ড আবার লিখলে
  • নতুন ব্রাউজার, অ্যাপ বা পরিষেবাতে সাইন-ইন করলে
  • আপনার অ্য়াকাউন্টের ডেটা অ্যাক্সেস করার জন্য কোনও অ্যাপকে অনুমতি দিলে
  • কোনও ছদ্মবেশী বা ব্যক্তিগত ব্রাউজিং উইন্ডোতে সাইন-ইন করলে

আপনার নিরাপত্তার জন্য, প্রতিটি সেশনে পৃষ্ঠা দেখা যাবে। এর সাহায্যে প্রতিটি সেশন সম্পর্কিত তথ্যের সমীক্ষা করা যাবে এবং কোনও সেশন সন্দেহজনক বলে মনে হলে সেটির থেকে সাইন-আউট করা যাবে।

দেখানো সময়ের মানে কী

পৃষ্ঠায় দেখানো সময় সেই শেষ সময়টিকে বলা হয় যখন কোনও জায়গায় ডিভাইস বা সেশন এবং Google-এর সিস্টেমের মধ্যে কোনও সম্পর্ক থাকে।

এই কমিউনিকেশনে এগুলি অন্তর্ভুক্ত থাকতে পারে:

  • ব্যবহারকারীর অ্যাকশন যেমন আপনি যখন Google অ্যাকাউন্ট বা Google অ্যাপ ব্যবহার করেন
  • ব্যাকগ্রাউন্ডে কোনও একটি পরিষেবা এবং Google-এর মধ্যে অটোমেটিক সিঙ্ক হওয়া

এই কারণে, আপনি সেই সময় সংক্রান্ত তথ্য দেখতে পাবেন যা ডিভাইস শেষবার ব্যবহার করার পরেও পাওয়া গেছে।

এমন ডিভাইস থেকে সাইন-আউট করা যা আপনি আর ব্যবহার করেন না

আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে, এইসব ডিভাইস থেকে সাইন-আউট করুন:

  • হারিয়ে গেছে বা আপনি আর মালিক নন
  • আপনার মালিকানা নেই

গুরুত্বপূর্ণ: আপনি ডিভাইস শনাক্ত না করলে অথবা আপনার অ্য়াকাউন্টে সন্দেহজনক অ্যাক্টিভিটি হলে, আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে এইসব ধাপ অনুসরণ করুন।

  1. আপনার Google অ্যাকাউন্ট-এ যান।
  2. বাঁদিকের নেভিগেশন প্যানেলে নিরাপত্তা বিকল্পটি বেছে নিন।
  3. আপনার ডিভাইস প্যানেলে সব ডিভাইস ম্যানেজ করুন বিকল্প বেছে নিন।
  4. ডিভাইস বেছে নিনand then সাইন-আউট করুন
  5. যদি একটি ডিভাইসের নামে একাধিক সেশন দেখা যায়, তাহলে হতে পারে সেগুলি সবকটি একটি ডিভাইস বা একাধিক ডিভাইসের থেকে অ্য়াক্সেস হচ্ছে। আপনি যদি নিশ্চিত করতে চান যে, কোনও ডিভাইসের কাছেই অ্যাকাউন্টের অ্যাক্সেস থাকবে না তাহলে সেই ডিভাইসের সাথে থাকা সবকটি সেশন থেকে সাইন-আউট করুন।

কোনও অপরিচিত ডিভাইস দেখলে আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত করা

  1. আপনার Google অ্যাকাউন্ট-এ যান।
  2. বাঁদিকের নেভিগেশন প্যানেলে, নিরাপত্তা বিকল্পটি বেছে নিন।
  3. আপনার ডিভাইস প্যানেলে সব ডিভাইস ম্যানেজ করুন বিকল্প বেছে নিন।

এইসব সঙ্কেতের সাহায্যে বোঝা যায় অন্য কোনও ব্যক্তি আপনার অ্যাকাউন্ট ব্যবহার করছে:

  • আপনি ডিভাইস চিনতে পারেননি এমন কোনও অ্যাক্টিভিটি যা আপনি আসলে নিজের কিনা শনাক্ত করতে পারেননি:
  • আপনি উল্লেখ করা সময়ে সেই জায়গায় উপস্থিত ছিলেন না। এমন কোনও জায়গা যা আপনি হয়ত বুঝতে পারছেন না যে আপনি সেখানে ছিলেন কিনা:
  • আপনার মনে নেই যে আপনি কোনও নির্দিষ্ট তারিখে বা সময়ে আপনার অ্যাকাউন্ট ব্যবহার করেছেন। আপনি যদি Gmail অথবা Calendar-এর মতো অ্যাপ ব্যবহার করেন তাহলে আপনি Google অ্যাকাউন্টের সাথে কানেক্ট হয়ে আছেন। এর ফলে হতে পারে আপনি কোনও নির্দিষ্ট তারিখ অথবা সময় চিনতে পারছেন না। সম্প্রতি এই অ্যাপের সাহায্যে Google অ্যাকাউন্ট ব্যবহার করা হয়েছে কিন্তু আপনার অ্যাক্টিভিটি সম্পর্কে কিছু মনে নেই, এই কারণে এটি হতে পারে।
  • আপনি সাধারণত যে ব্রাউজার ব্যবহার করেন তার পরিবর্তে অন্য ব্রাউজার (যেমন Chrome অথবা Safari) ব্যবহার করে দেখতে পারেন

সম্পর্কিত রিসোর্স

true
Google অ্যাকাউন্টে স্বাগত!

আমরা দেখেছি যে আপনার নতুন Google অ্যাকাউন্ট তৈরি হয়েছে! আপনার Google অ্যাকাউন্ট চেকলিস্টের মাধ্যমে কীভাবে আপনার অভিজ্ঞতা উন্নত করতে হয় জানুন।

Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
16422127154706782772
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
70975
false
false