ফ্যামিলি ম্যানেজার তার ফ্যামিলি গ্রুপ থেকে অন্য ব্যবহারকারীকে চাইল্ড অ্যাকাউন্ট ট্রান্সফার করতে পারবেন।
গুরুত্বপূর্ণ:
- আপনি প্রতি ১২ মাসে মাত্র একবার অ্যাকাউন্টের তত্ত্বাবধান পাল্টাতে পারবেন।
- ট্রান্সফার সম্পর্কিত বিজ্ঞপ্তি পাওয়ার জন্য ৭ দিনের সময়সীমা আছে।
- বিজ্ঞপ্তি পাওয়ার পর ট্রান্সফার গ্রহণ করার জন্য ৭ দিনের মেয়াদ আছে।
চাইল্ড অ্যাকাউন্ট ট্রান্সফার করা
- আপনার Google অ্যাকাউন্ট থেকে লোকজন ও শেয়ারিং ট্যাব খুলুন।
- ফ্যামিলি ম্যানেজমেন্ট বিকল্প বেছে নিন।
- 'চাইল্ড অ্যাকাউন্ট ট্রান্সফার শুরু করুন' বিকল্প বেছে নিন।
- আপনার অ্যাকাউন্ট যাচাই করতে, পাসওয়ার্ড লিখুন।
- নতুন ফ্যামিলি ম্যানেজারের ইমেল কনফার্ম করুন।
- ট্রান্সফার শুরু করুন বিকল্প বেছে নিন।
ট্রান্সফার বাতিল করুন
আপনি ফ্যামিলি ম্যানেজার ট্রান্সফার গ্রহণ করার আগেই প্রথম সপ্তাহের মধ্যেই এটি বাতিল করতে পারবেন।
- আপনার Google অ্যাকাউন্ট থেকে লোকজন ও শেয়ারিং ট্যাব খুলুন।
- ফ্যামিলি ম্যানেজমেন্ট বিকল্প বেছে নিন।
- চাইল্ড অ্যাকাউন্ট বাতিল করুন বিকল্প বেছে নিন।
- আপনার অ্যাকাউন্ট যাচাই করতে, পাসওয়ার্ড লিখুন।
- ট্রান্সফার বাতিল করুন বিকল্প বেছে নিন।
ট্রান্সফার গ্রহণ করা
নতুন ফ্যামিলি ম্যানেজার ট্রান্সফার গ্রহণ করলে অ্যাকাউন্ট নতুন ফ্যামিলি গ্রুপে ট্রান্সফার হয়ে যায়। নতুন ফ্যামিলি ম্যানেজার ফ্যামিলি গ্রুপের সদস্য না হলে, সিস্টেম নতুন একটি তৈরি করবে।
গুরুত্বপূর্ণ: আপনি ট্রান্সফার সম্পূর্ণ করলে, বাচ্চা তার আগের ফ্যামিলি গ্রুপ অ্যাক্সেস করতে পারবে না।
- Google থেকে পাওয়া ট্রান্সফার ইমেল খুলুন।
- ট্রান্সফার শুরু করুন বিকল্প বেছে নিন।
- আপনার স্ক্রিনে দেওয়া শর্তাবলী স্বীকার করুন।
- আপনার অ্যাকাউন্ট যাচাই করতে, পাসওয়ার্ড লিখুন।
- আপনার স্ক্রিনে দেখানো শর্তাবলী পর্যালোচনা করে সম্মতি জানান।