আপনার যাচাইকরণ সংক্রান্ত ডেটা মুছে ফেলা

আপনি কয়েকটি উন্নত YouTube ফিচার অ্যাক্সেস করতে নিজের আইডি জমা দিয়ে থাকলে বা ভিডিওর মাধ্যমে যাচাই করিয়ে থাকলে, Google আপনার অ্যাকাউন্টে সেই আইডি বা ভিডিও যাচাইকরণ সংক্রান্ত তথ্য সেভ করে রাখে।

নীতি লঙ্ঘন করার জন্য আপনাকে YouTube থেকে সাসপেন্ড করা হলে, আমরা যাতে নিজেদের নীতি সঠিকভাবে প্রয়োগ করতে পারি তার জন্য আপনার আইডি বা ভিডিও যাচাইকরণ সংক্রান্ত তথ্য কিছু সময়ের জন্য সেভ করে রাখতে পারি।

আপনার Google অ্যাকাউন্ট থেকে আইডি বা ভিডিও যাচাইকরণ সংক্রান্ত তথ্য কীভাবে সরাতে হয়, সেই সম্পর্কে জানুন

আপনার আইডি বা ভিডিও যাচাইকরণ সংক্রান্ত তথ্য কীভাবে সরাতে হয়

গুরুত্বপূর্ণ: আপনার চ্যানেলের ইতিহাস তৈরির আগেই আইডি বা ভিডিও যাচাইকরণ সংক্রান্ত তথ্য সরিয়ে দিলে, উন্নত ফিচার আর অ্যাক্সেস করতে পারবেন না।

  1. Google অ্যাকাউন্টে সাইন-ইন করুন
  2. বাঁদিকে, ব্যক্তিগত তথ্য বিকল্পে ক্লিক করুন।
  3. পরিচয় সম্পর্কিত ডকুমেন্ট অথবা ভিডিওর মাধ্যমে যাচাইকরণ বিকল্পে ক্লিক করুন।
  4. 'মুছুন Delete' বিকল্পে ক্লিক করুন।

আপনি কানাডা, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন অথবা ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চলে থাকাকালীন আপনার YouTube অ্যাকাউন্ট সাসপেন্ড করা হলে:

  1. আপনার আইডি দিতে বা ভিডিও যাচাইকরণের জন্য যে অ্যাকাউন্ট ব্যবহার করেছিলেন, দেখে নিন সেই অ্যাকাউন্টেই সাইন-ইন করে রয়েছেন কিনা।
  2. যাচাইকরণ সংক্রান্ত তথ্য মুছে দেওয়ার ফর্ম পূরণ করে আপনি সেই তথ্য মুছে দেওয়ার অনুরোধ জানাতে পারবেন।
  3. ফর্ম পূরণ করার সময় আপনি নিজের অ্যাকাউন্টে সাইন-ইন করতে না পারলে, সেই সম্পর্কে বিস্তারিত জানান।

আপনার অনুরোধ প্রসেস করে দেখার পর বা আমাদের আরও তথ্যের প্রয়োজন হলে, আমরা ইমেলের মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করব।

আপনার চ্যানেলের ইতিহাস তৈরি হয়ে গেলে, যাচাইকরণ সংক্রান্ত তথ্য অটোমেটিক মুছে ফেলা হবে। এর জন্য কয়েক মাস বা ২ বছর পর্যন্ত সময় লাগতে পারে। তাছাড়া, এক বছরের মধ্যে উন্নত ফিচার ব্যবহার না করলেও, এটি মুছে ফেলা হবে।

true
Search
সার্চ সাফ করুন
সার্চ বন্ধ করুন
Google অ্যাপ্লিকেশানগুলি
প্রধান মেনু
6240854744781833652
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
70975